এই দোকানে মিলছে ১ বছর পর্যন্ত ফ্রি মোবাইল রিচার্জের সুবিধা! কীভাবে পাবেন?
- Published by:Dolon Chattopadhyay
- local18
- Written by:Trending Desk
Last Updated:
মাসে পর মাস মোবাইলের বিল মেটাতে অনেককেই হিমশিম খেতে হয়।
advertisement
1/8

আগামী ১ বছরের জন্য গ্রাহকদের মোবাইল বিলে মিলছে ছাড়! মোবাইল এখন আমাদের প্রতিদিনের জীবনের অঙ্গ হওয়ায় মোবাইল নিয়ে আমরা কোনও সমস্যায় পড়তে চাই না। তবে মাসে পর মাস মোবাইলের বিল মেটাতে অনেককেই হিমশিম খেতে হয়।
advertisement
2/8
এবার মিলছে এক অভাবনীয় অফার, আগামী ১ বছরের জন্য গ্রাহকদের মোবাইল বিলে মিলছে সম্পূর্ণ ছাড়, তাও আবার বিনামূল্যে। কোম্পানির সিম ও ১ বছরের জন্য আনলিমিটেড মোবাইল রিচার্জ উপহার পাওয়ার জন্য গ্রাহকদের এই প্রক্রিয়াটি অনুসরণ করতে হবে।
advertisement
3/8
এই অভাবনীয় অফার দিচ্ছে অফারটি জামশেদপুরের বিষ্ণুপুর এম রোডে অবস্থিত মোবাইল এবং ইলেকট্রনিক অ্যাক্সেসরিজ শপ ডিজি টক!
advertisement
4/8
এই ডিজি টকে মিলছে কোম্পানির সিম ও ১ বছর পর্যন্ত ফ্রি রিচার্জের সুবিধে। সঙ্গত কারণেই প্রশ্ন উঠতে পারে কোনও সংস্থা নিজেদের লোকসান করে এমন অফার ক্রেতার হাতে তুলে দেবে কে!
advertisement
5/8
যাঁরা যাঁরা এই অফারটি নিতে চান, তাঁদের আসলে ইনস্টাগ্রামে শপ ডিজি টকের পেজটি ফলো করতে হবে যার নাম ‘DIGI TALK JSR’। প্রতি সপ্তাহে সোমবার তারা একটি লাকি ড্র খেলার আয়োজন করে। এখানে স্পিন হুইলের মাধ্যমে কোনও একজন লাকি গ্রাহককে বেছে নেওয়া হয়।
advertisement
6/8
১ বছরের আনলিমিটেড মোবাইল রিচার্জ কীভাবে এই খেলাটি হয়? এই পেজে যত ফলোয়ার রয়েছে তাঁদের নাম ও নম্বর একটি এক্সেল শিটে লেখা থাকে, এবারে ফলোয়াররা চাকা ঘুরিয়ে খেলাটি শুরু করেন। যাঁদের নাম ও নম্বর আসে তাঁরা জিতে যান। ডিজি টকের সঙ্গে যোগাযোগ করলে
advertisement
7/8
তাঁরা কোম্পানির সিম নির্বিশেষে ১ বছরের জন্য আনলিমিটেড মোবাইল রিচার্জ উপহার দেন। এই অফারটি চলতি বছরের ২০ জুন থেকে শুরু হয়েছিল। ইতিমধ্যেই বহু মানুষ এই অফারের সুবিধা পেয়েছেন। যাঁরা এখনও যোগ দেননি তারা আগামী ২০ অগাস্ট পর্যন্ত এই লাকি ড্রয়ে অংশ নিতে পারেন।
advertisement
8/8
একবার লাক ট্রাই করে দেখলে হয় না?
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
এই দোকানে মিলছে ১ বছর পর্যন্ত ফ্রি মোবাইল রিচার্জের সুবিধা! কীভাবে পাবেন?