TRENDING:

১ লক্ষ টাকা পেনশন পেতে চান? তাহলে LIC-র এই স্কিমে টাকা রাখতে পারেন

Last Updated:
এটা যেহেতু একটি অ্যানুইটি প্ল্যান, যেখানে এই প্ল্যানের সূচনার সময় থেকে ৫ শতাংশ অ্যানুইটির হার নিশ্চিত ভাবে পাওয়া যায়।
advertisement
1/10
১ লক্ষ টাকা পেনশন পেতে চান? তাহলে LIC-র এই স্কিমে টাকা রাখতে পারেন
লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন (এলআইসি)-র তরফে গত বছরের অগাস্ট মাসে একটি ইন্ডিভিজ্যুয়াল ইনস্ট্যান্ট অ্যানুইটি প্ল্যান নিয়ে আসা হয়েছে। সেটা হল এলআইসি সরল পেনশন প্ল্যান। এটা হল নন-লিঙ্কড এবং নন-পার্টিসিপেটিং আপফ্রন্ট সিঙ্গেল প্রিমিয়াম স্কিম।
advertisement
2/10
এটা যেহেতু একটি অ্যানুইটি প্ল্যান, যেখানে এই প্ল্যানের সূচনার সময় থেকে ৫ শতাংশ অ্যানুইটির হার নিশ্চিত ভাবে পাওয়া যায়। এলআইসি প্ল্যানের অধীনে অ্যানুইট্যান্টের কাছে পেমেন্টের বিকল্প থাকে। অর্থাৎ তিনি মাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক এবং বার্ষিক - কীভাবে পেমেন্ট দেবেন, সেই বিকল্প নিজেই বেছে নিতে পারবেন।
advertisement
3/10
যোগ্যতা: এলআইসি সরল পেনশন প্ল্যানের তথ্য অনুযায়ী, ৪০ থেকে ৮০ বছর বয়সী যে কোনও ব্যক্তি এই অ্যানুইটি পেনশন স্কিম সাবস্ক্রাইব করতে পারেন কিংবা কিনতে পারেন।
advertisement
4/10
পেনশন ক্যালকুলেটর: এলআইসি-র অফিসিয়াল ওয়েবসাইটে যে এলআইসি সরল পেনশন প্ল্যানের তথ্য বলছে, এই স্কিমের অধীনে পলিসিহোল্ডার ন্যূনতম ১০০০ টাকার মাসিক পেনশন অথবা বার্ষিক ১২০০০ টাকা পেনশন পেতে পারেন।
advertisement
5/10
এই ন্যূনতম পেনশনের জন্য গ্রাহককে ২.০৫ লক্ষ টাকার ওয়ান টাইম সিঙ্গল প্রিমিয়াম পেমেন্ট করতে হবে। আবার ১০ লক্ষ টাকার সিঙ্গেল প্রিমিয়াম বিনিয়োগ করলে বিনিয়োগকারী বার্ষিক ৫০২৫০ টাকা পেনশন পাবেন। একই রকম ভাবে এই স্কিমের অধীনে বিনিয়োগকারী যদি ১ লক্ষ টাকা বার্ষিক পেনশন চান, তাহলে তাঁকে ২০ লক্ষ টাকার সিঙ্গল প্রিমিয়াম পেমেন্ট প্রদান করতে হবে।
advertisement
6/10
এলআইসি সরল পেনশন প্ল্যানের গুরুত্বপূর্ণ বিষয়: ঋণ সুবিধা: প্রারম্ভিক কাল থেকে ৬ মাস সম্পূর্ণ হওয়া পর্যন্ত এই এলআইসি প্ল্যানের অধীনে ঋণের সুবিধা পাওয়া যায়।
advertisement
7/10
এক্সিট প্ল্যান: সূচনা কাল থেকে ৬ মাস পর্যন্ত এলআইসি সরল পেনশন প্ল্যান থেকে বেরিয়ে যেতে পারেন বিনিয়োগকারী। এলআইসি সরল পেনশন প্ল্যান সুদের হার: এই অ্যানুইটি প্ল্যান ৫ শতাংশ হারে অ্যানুইটি রিটার্ন প্রদান করে থাকে।
advertisement
8/10
লাইফটাইম পেনশন সুবিধা: এলআইসি সরল পেনশন প্ল্যান হল হোল লাইফ পলিসি। অর্থাৎ এটা গোটা জীবনের জন্য। যার ফলে পলিসিহোল্ডার সূচনা কাল থেকে সারা জীবন ধরে বার্ষিক অথবা মাসিক পেনশন পেতে পারেন।
advertisement
9/10
ডেথ বেনিফিট ফর নমিনি: এলআইসি সরল পেনশন প্ল্যান সাবস্ক্রাইবারের মৃত্যুর পরে বেস প্রিমিয়াম নমিনিকে ফিরিয়ে দেওয়া হবে।
advertisement
10/10
নো ম্যাচিউরিটি বেনিফিট: এলআইসি সরল পেনশন প্ল্যানের ক্ষেত্রে পলিসিহোল্ডার যতদিন বেঁচে থাকবেন, ততদিন কোনও রকম ম্যাচিউরিটি বেনিফিট পাওয়া যাবে না।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
১ লক্ষ টাকা পেনশন পেতে চান? তাহলে LIC-র এই স্কিমে টাকা রাখতে পারেন
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল