TRENDING:

General Knowledge Story: চেকে Lakh না Lac লিখবেন? কোনটা সঠিক? জানেন না অনেকেই!

Last Updated:
General Knowledge Story: ভুল লিখলেই কিন্তু মুশকিল! সঠিক উত্তর অনেকেই জানেন না
advertisement
1/5
চেকে Lakh না Lac লিখবেন? কোনটা সঠিক? জানেন না অনেকেই!
ব্যাঙ্কের সব থেকে প্রয়োজনীয় জিনিসের মধ্যে একটি হল চেক! টাকা লেন দেনের জন্য চেকের দরকার সব সময়! তাছাড়া বহু দরকারি কাজে চেক দরকার! চেক ছাড়া অনেক কিছুই আটকে যেতে পারে! এখন এই চেকে টাকার অ্যামাউন্ট লেখা নিয়ে অনেক সময় অসুবিধে তৈরি হয়!
advertisement
2/5
সংখ্যায় লেখার ক্ষেত্রে সমস্যা নেই! দশ লক্ষ লিখতে হলে আপনি সংখ্যায় লিখে ফেলতেই পারবেন! কিন্তু সমস্যা তৈরি হয় যেখানে পুরো বিষয়টা ভাষায় মানে ইংলিশ বানানে লিখতে হয়! আর সমস্যা তৈরি হয় এই Lakh না lac লেখা নিয়ে!
advertisement
3/5
অনেকেই জানেন না চেকের ক্ষেত্রে সঠিক কোনটা! অর্থাৎ Lakh না lac লিখবেন! এই নিয়ে অনেকেই গণ্ডগোল করে ফেলেন! এর ফলে অনেক সময় চেক কিন্তু গ্রাহ্য হয় না ব্যাঙ্কে! জানতে হবে আসল নিয়ম!
advertisement
4/5
এই বিষয়ে কেন্দ্রীয় ব্যাঙ্কের একটি নির্দেশিকা আছে। সেখানেই বলা আছে আপনি কোনটা লিখবেন! Lakh না lac লিখবেন জেনে নিন!
advertisement
5/5
নির্দেশিকায় বলা হয়েছে লক্ষ টাকা লেখার সময় ইংরেজিতে ‘Lakh’ কথাটি লিখতে হবে। ব্যাংকিং পরিভাষায় ‘Lakh’ বানানটি সঠিক। এই বানানটি ব্যবহার করা উচিত।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
General Knowledge Story: চেকে Lakh না Lac লিখবেন? কোনটা সঠিক? জানেন না অনেকেই!
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল