Gas Price Hike: বাণিজ্যিক গ্যাসের দামে আগুন! এক ধাক্কায় ১০০ টাকারও বেশি বাড়ল দাম, কবে থেকে?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Gas Price Hike: কলকাতায় (Kolkata) ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের (Commercial Cooking Gas) দাম বেড়ে ২১৭৭ টাকা।
advertisement
1/8

ফের বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম (Commercial Cooking Gas Price Hike)।একধাক্কায় ১০৩ টাকা ৫০ পয়সা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম। কলকাতায় (Kolkata) ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের (Commercial Cooking Gas) দাম বেড়ে ২১৭৭ টাকা। ১লা ডিসেম্বর থেকেই বর্ধিত নয়া এই দাম বাণিজ্যিক গ্যাসের উপর কার্যকর হচ্ছে।
advertisement
2/8
আগামীকাল বুধবার থেকেই কার্যকর হবে নতুন এলপিজি গ্যাসের বর্ধিত এই দাম। ঠিক এক মাসে আগে প্রায় ২৭০ টাকা দাম বেড়েছিল গ্যাসের। যদিও এই পর্বে বাড়ছে না ঘরোয়া রান্নার গ্যাসের দাম। এর আগে বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বাড়ে। পুজোর মুখে ১৯ কেজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৩৫ টাকা বাড়ানো হয়। এই দামবৃদ্ধির ফলে কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম হয় ১ হাজার ৮০৫ টাকা ৫০ পয়সা।
advertisement
3/8
বাণিজ্যিক একাধিক কাজে ১৯ কেজির সিলিন্ডার ব্যবহার করা হয়। হোটেল সহ একাধিক জায়গাতে এই গ্যাস ব্যবহার করা হয়। নতুন করে গ্যাসের দাম বৃদ্ধি হওয়াতে কার্যত আগুন জ্বলবে সাধারণের রান্নাঘরে। হোটেলের খাবার সহ অন্যান্য সমস্ত জিনিসের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা।
advertisement
4/8
অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি ও ডলার-টাকার বিনিময় হারের উপর ভারতে গ্যাসের সিলিন্ডারের দাম নির্ভর করে। চলতি বছরে একাধিক বেড়েছে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। জানুয়ারিতে ভর্তুকিযুক্ত সিলিন্ডারের দাম যেখানে ছিল ৬৯৪ টাকা, তা বর্তমানে বেড়়ে হয়েছে ৯২৬ টাকা।
advertisement
5/8
যদিও স্বস্তির খবর, রান্নার ১৪ কেজি সিলিন্ডারের দাম বাড়েনি এই দফায়। ১৪.২ কেজি ওজনের ঘরোয়া রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম থাকছে ৯২৬ টাকা। ফলে এক্ষেত্রে কিছুটা হলেও আম আদমির জন্যে শিথিলতা থাকছে। সাধারণত মাসের প্রথমেই গ্যাসের দাম বাড়ে। ফলে বুধবার যে দাম বাড়বে না সে বিষয়ে এখনই নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না। তবে সম্ভবত দাম বাড়ছে না বলেই মত ওয়াকিবহাল মহলের।
advertisement
6/8
এদিকে আজও অপরিবর্তিত পেট্রোল-ডিজেলের দাম। টানা ২৭ দিন দুই জ্বালানির দাম রয়েছে অপরিবর্তিত(Petrol-Diesel Price on 30th November 2021)। যদিও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম নিম্নমুখী।
advertisement
7/8
অপরিশোধিত তেলের দাম আন্তর্জাতিক বাজারে ৭৩ ডলারের নিচে নেমে গিয়েছে। আইওসিএলের ওয়েবসাইট অনুযায়ী, কলকাতায় (Petrol and Diesel Price in Kolkata)আজ পেট্রোলের দাম প্রতি লিটারে ১০৪.৬৭ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে ৮৯.৭৯ টাকা।
advertisement
8/8
উল্লেখ্য, দীপাবলির আগের দিন পেট্রোল ও ডিজেলে উৎপাদন শুল্ক কিছুটা কমায় কেন্দ্র। তারপর কিছুটা দাম কমে পেট্রোল ও ডিজেলের। করোনা কালের শুরু থেকে দেশে পেট্রোল ও ডিজেলের দাম ধারাবাহিকভাবে বাড়ছিল। ফলে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দামেও বৃদ্ধি দেখা দেয়। দীপাবলির আগে মানুষকে স্বস্তি দিতে উৎপাদন শুল্ক কিছুটা ছাঁটাই করেছিল কেন্দ্র। এরপর দেশের একধিক রাজ্যে ভ্যাট কমানো হয়েছে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Gas Price Hike: বাণিজ্যিক গ্যাসের দামে আগুন! এক ধাক্কায় ১০০ টাকারও বেশি বাড়ল দাম, কবে থেকে?