TRENDING:

Money Making Tips: এই পাঁচ কৌশল মেনে চলুন, ফিক্সড ডিপোজিটের রিটার্ন বাড়বে বহু গুণ

Last Updated:
ফিক্সড ডিপোজিটে বিনিয়োগেরও কিছু কৌশল রয়েছে। সুদের হার ঠিক থাকলেও এই কৌশলের উপরেই রিটার্ন নির্ভর করে।
advertisement
1/7
এই পাঁচ কৌশল মেনে চলুন, ফিক্সড ডিপোজিটের রিটার্ন বাড়বে বহু গুণ
ঝুঁকি নিতে না চাইলে, ফিক্সড ডিপোজিট আদর্শ। অ্যাকাউন্ট খোলার সময়ই সুদের হার ঠিক হয়ে যায়। ফলে মেয়াদ শেষে কত রিটার্ন মিলবে সেটা জানা থাকে। টাকাও থাকে নিরাপদ এবং সুরক্ষিত। তবে ফিক্সড ডিপোজিটে বিনিয়োগেরও কিছু কৌশল রয়েছে। সুদের হার ঠিক থাকলেও এই কৌশলের উপরেই রিটার্ন নির্ভর করে।
advertisement
2/7
প্রথাগত ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটের বাইরে: বর্তমানে কর্পোরেট ফিক্সড ডিপোজিটের কদর বাড়ছে। এটা প্রথাগত ব্যাঙ্ক এফডি-র চেয়ে কিছুটা আলাদা। মানে সুদের হার ১ থেকে ৪ শতাংশ বেশি। এনবিএফসি বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান কর্পোরেট ফিক্সড ডিপোজিট অফার করে।
advertisement
3/7
ক্রেডিট রেটিং-এর উপর ভিত্তি করে: ক্রিসিল বা আইসিআরএ ক্রেডিট রেটিং জারি করে। এটা ফিক্সড ডিপোজিটের নির্ভরযোগ্যতার গুরুত্বপূর্ণ সূচক। রেটিং যত বেশি হবে সেই ফিক্সড ডিপোজিট তত নিরাপদ মনে করা হয়। তবে ‘বেশি ঝুঁকি মানে বেশি রিটার্ন’, এই প্রবাদটাও সমান সত্য। কম রেটের ফিক্সড ডিপোজিটে সুদের হার একটু বেশি হয়। তাই বলে বেশি রিটার্নের লোভে নিরাপত্তা এবং নির্ভরযোগ্যতাকে উপেক্ষা করাটা মোটেই বুদ্ধিমানের কাজ নয়।
advertisement
4/7
কিউমুলেটিভ ফিক্সড ডিপোজিট: কমপাউন্ডিং চক্রবৃদ্ধি সুদের হার সম্পর্কে জানতেই হবে। এর সুবিধা সবচেয়ে বেশি। যে সমস্ত ফিক্সড ডিপোজিটে চক্রবৃদ্ধি হারে সুদ দেওয়া হয়, সেখানে বিনিয়োগ করা উচিত। রিটার্ন বাড়বে।
advertisement
5/7
সময়ের আগে এফডি ভাঙালে হবে না, লোন নেওয়া যেতে পারে: যে কোনও সময় টাকার দরকার হতে পারে। ফিক্সড ডিপোজিট সহজে ভাঙানোও যায়। কিন্তু এতে রিটার্নে কোপ পড়ে। জরিমানাও দিতে হয়। বদলে ফিক্সড ডিপোজিটে ওভার ড্রাফট নেওয়া যেতে পারে। কিছু সংস্থা বিনিয়োগকৃত অর্থের ৭৫ শতাংশ পর্যন্ত ওভারড্রাফট হিসেবে দেয়।
advertisement
6/7
ল্যাডারিং স্ট্র্যাটেজি: ল্যাডারিং স্ট্র্যাটেজিতে সুদের হারকে কাজে লাগানো যায়। রিটার্ন বাড়াতে চাইলে এটা আদর্শ। এতে নির্দিষ্ট পরিমাণ টাকা বিভিন্ন মেয়াদে বিনিয়োগ করা হয়। মেয়াদ শেষ ফের বিনিয়োগ। একটা উদাহরণ দেওয়া যাক। ধরা যাক কেউ ৫ লাখ টাকা পাঁচ বছরের জন্য বিনিয়োগ করবেন। পুরো টাকাটাই যদি তিনি পাঁচ বছরের জন্য ফিক্সড ডিপোজিট করে দেন, তাহলে লক ইন পিরিয়ডে চলে গেল। পাঁচ বছরে তিনি আর এতে হাত দিতে পারবেন না। সুদ বাড়লেও কিছু করার নেই।
advertisement
7/7
ল্যাডারিং স্ট্র্যাটেজিতে পাঁচ লাখ টাকাকে পাঁচ ভাগে ভাগ করে আলাদা আলাদা মেয়াদে বিনিয়োগ করা হয়। ১ লাখ টাকা ১ বছর, ২ লাখ টাকা ২ বছর এবং ৩ লাখ টাকা পাঁচ বছর মেয়াদে। এক বছর পর ১ লাখ টাকার মেয়াদ শেষ হলে, সুদ সহ সেটা ফের চার বছরের জন্য বিনিয়োগ করতে হবে। ১ ভাবে ২ লাখ টাকাও সুদ সমেত ফের বিনিয়োগ। এতে লিকুইডিটি বজায় থাকছে। কাজে লাগানো যাচ্ছে সুদকেও।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: এই পাঁচ কৌশল মেনে চলুন, ফিক্সড ডিপোজিটের রিটার্ন বাড়বে বহু গুণ
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল