EPFO New Rules: EPFO-র বিশাল সিদ্ধান্ত! EPS-95-এর বিনামূল্যে বড় সুবিধা, ১০০% টাকা তোলার দুরন্ত সুযোগ
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
EPFO New Rules: EPS-95-এর বিনামূল্যে বড় সুবিধা, ৭ কোটি সদস্যর কাছে অত্যন্ত বিশাল সুযোগ সুবিধা
advertisement
1/10

প্রভিডেন্ট ফান্ডের বর্তমানে সারা দেশ জুড়ে মোট সদস সংখ্যা ৭ কোটিরও বেশি ৷ প্রভানত কেন্দ্রের ঐতিহাসিক সিদ্ধান্ত ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/10
যাতে বেসরকারি ক্ষেত্রে কর্মরত মানুষদের জন্য অত্যন্ত পরিমাণে এক ঐতিহাসিক সিদ্ধান্তও বলা যেতে পারে ৷ এবার থেকে প্রভিডেন্ট ফান্ডের সদস্যরা প্রয়োজন পড়লে পিএফ থেকে সম্পূর্ণ টাকা তুলতে পারবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/10
এই সিদ্ধান্তের কারণ হল যাতে কর্মীরা সহজেই নিজের টাকা পর্যন্ত পৌঁছতে পারেন ৷ প্রভিডেন্ট ফান্ড কর্তৃপক্ষ কর্মীদের জন্য অত্যন্ত বড়সড় সুযোগ নিয়ে আসতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/10
ইপিএফের পেনশনারদের স্বস্তি দিয়ে ইন্ডিয়া পোস্ট অফিস পেমেন্ট ব্যাঙ্কের সঙ্গে বোঝাপড়া করে ৷ এবার EPS-95-এর পক্ষ থেকে ডিজিট্যাল জীবন প্রমাণ (DLC) জমা করার ক্ষেত্রে আর ব্যাঙ্কে যেতে হয়না ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/10
এবার পোস্টম্যান বাড়িতে এসেই এই প্রক্রিয়া সম্পন্ন করে দেবেন ৷ ডিজিট্যাল প্রমাণপত্র দেওয়ার ক্ষেত্রে পোস্ট অফিসের চক্কর কাটতে হয়না ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/10
এর জন্য ৫০ টাকা খরচ দিতে হবে যা বহন করবে ইপিএফও ৷ যার অর্থ এবার গ্রামীণ বা দূর দূরান্ত থেকে সিনিয়র সিটিজেনদের জন্য অত্যন্ত পরিমাণ বরদান হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/10
EPS-95 বাড়িতে বসেই বিনামূল্যে ডিজিট্যাল লাইফ সার্টিফিকেট জমা করতে পারবেন বিনামূল্যে, খরচ ৫০ টাকা বহন করবে ইপিএফও ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/10
বেকারত্বের সঙ্গে সঙ্গে প্রাকৃতিক বিপর্যয়, চিকিৎসা, বাড়ি করার ক্ষেত্রে টাকা পয়সা সম্পূর্ণ তুলতে পারতেন ৷ আগে যা ছিল আংশিক ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/10
আগেকার নিয়ম ছিল পিএফ থেকে আংশিক টাকা তুলতে হলে কমপক্ষে ৫ বছর কাজ করতে হত সেটি কমিয়ে এখন করা হয়েছে ১২ মাস বা এক বছর ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/10
EPFO 3.0-এর ক্ষেত্রে সম্পূর্ণ পরিমাণে অটোমেটেড পরিষেবা ৷ ফলে যেকোনও সময়েই ক্লেম করতে পারেন ৷ একই সঙ্গে অতি অল্প সময়েই ক্লেম সেটেল করতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
EPFO New Rules: EPFO-র বিশাল সিদ্ধান্ত! EPS-95-এর বিনামূল্যে বড় সুবিধা, ১০০% টাকা তোলার দুরন্ত সুযোগ