সরাসরি ব্যাঙ্ক ট্রান্সফার! UPI-এর মাধ্যমে ইপিএফ টাকা তোলার সুবিধা চালু হচ্ছে! জেনে নিন তাড়াতাড়ি
- Published by:Tias Banerjee
Last Updated:
এপ্রিলের মধ্যেই ইউপিআইয়ের মাধ্যমে ইপিএফ টাকা তোলার সুবিধা চালু হচ্ছে, সদস্যরা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন, ক্লেম ফাইলের প্রয়োজন থাকবে না!
advertisement
1/10

এপ্রিলের মধ্যেই ইউপিআইয়ের মাধ্যমে ইপিএফ টাকা তোলার সুবিধা চালু হতে চলেছে। এর ফলে কর্মচারী ভবিষ্যনিধি সংগঠনের সদস্যরা আর আলাদা করে ক্লেম দাখিল না করেই সরাসরি নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইপিএফের টাকা পেতে পারেন।
advertisement
2/10
পিটিআই সূত্রে খবর, চলতি বছরের এপ্রিলের মধ্যেই এই নতুন ব্যবস্থা চালু করার প্রস্তুতি চলছে। ইউপিআই পেমেন্ট গেটওয়ের মাধ্যমে সদস্যরা তাঁদের প্রভিডেন্ট ফান্ডের নির্দিষ্ট অংশ সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন। শ্রম মন্ত্রক এমন একটি ব্যবস্থা তৈরি করছে, যেখানে ইপিএফ ব্যালান্সের একটি অংশ ফ্রিজ় করে রাখা হবে এবং বাকি বড় অংশ ইউপিআইয়ের মাধ্যমে তোলার জন্য উপলব্ধ থাকবে। সদস্যরা তাঁদের আধার ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে সিড করা ইউপিআইয়ের মাধ্যমে কত টাকা তোলা যাবে, তা আগেই দেখতে পারবেন।
advertisement
3/10
সূত্রের দাবি, লিঙ্ক করা ইউপিআই পিন ব্যবহার করেই এই লেনদেন সম্পন্ন করা যাবে, ফলে পুরো প্রক্রিয়াটিই থাকবে নিরাপদ। একবার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেলে, তা ডিজিটাল পেমেন্টে ব্যবহার করা যাবে বা ডেবিট কার্ডের মাধ্যমে এটিএম থেকে তোলা যাবে।
advertisement
4/10
বর্তমানে ইউপিআই-ভিত্তিক এই ব্যবস্থা চালুর আগে সফটওয়্যার সংক্রান্ত কিছু সমস্যা সমাধানের কাজ চলছে। সব ঠিকঠাক হলে প্রায় আট কোটি ইপিএফও সদস্য এই সুবিধার আওতায় আসবেন বলে আশা করা হচ্ছে।
advertisement
5/10
এই মুহূর্তে ইপিএফের টাকা তুলতে হলে সদস্যদের ক্লেম ফাইল করতে হয়, যা অনেকের কাছেই সময়সাপেক্ষ। যদিও ইপিএফও অটো-সেটেলমেন্ট ব্যবস্থা চালু করেছে, যেখানে তিন দিনের মধ্যে অনলাইনে ক্লেম মিটে যায়, তবুও আবেদন জানানো বাধ্যতামূলক। ইতিমধ্যেই অটো-সেটেলমেন্টের সীমা ১ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হয়েছে, যাতে অসুস্থতা, পড়াশোনা, বিবাহ বা বাড়ির প্রয়োজনে দ্রুত টাকা পাওয়া যায়। কোভিড অতিমারির সময় এই ব্যবস্থার সূচনা হয়েছিল আর্থিক সঙ্কটে পড়া সদস্যদের সাহায্যের জন্য।
advertisement
6/10
তা সত্ত্বেও প্রতি বছর পাঁচ কোটিরও বেশি ইপিএফ ক্লেম নিষ্পত্তি করতে হয়, যার বেশির ভাগই টাকা তোলার আবেদন। এতে সংস্থার উপর প্রশাসনিক চাপ বাড়ছে। ইউপিআই-ভিত্তিক নতুন ব্যবস্থা চালু হলে এই চাপ অনেকটাই কমবে এবং ক্লেম ফাইল করার প্রয়োজনও থাকবে না।
advertisement
7/10
সূত্রের ব্যাখ্যা অনুযায়ী, ইপিএফও কোনও ব্যাঙ্ক নয় এবং তাদের ব্যাঙ্কিং লাইসেন্সও নেই, তাই ব্যাঙ্কের মতো সরাসরি টাকা তোলার সুযোগ দেওয়া সম্ভব নয়। তবে সরকার চাইছে, পরিষেবার দিক থেকে ইপিএফও-কে ব্যাঙ্কের সমতুল করে তুলতে।
advertisement
8/10
এর আগে ২০২৫ সালের অক্টোবর মাসে ইপিএফও-র সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা সেন্ট্রাল বোর্ড অব ট্রাস্টিজ আংশিক টাকা তোলার নিয়মে বড়সড় সংস্কারের অনুমোদন দেয়। শ্রমমন্ত্রী মনসুখ মান্ডাভিয়ার অনুমোদনের পর শীঘ্রই এই পরিবর্তনগুলি বিজ্ঞপ্তি আকারে জারি হবে। নতুন নিয়মে আগের ১৩টি জটিল ধারা মিলিয়ে তিনটি ভাগে আনা হয়েছে— জরুরি প্রয়োজন (যেমন অসুস্থতা, শিক্ষা, বিবাহ), আবাসন সংক্রান্ত প্রয়োজন এবং বিশেষ পরিস্থিতি। এই ব্যবস্থায় সদস্যরা কর্মী ও নিয়োগকর্তার মিলিত অবদান-সহ যোগ্য ইপিএফ ব্যালান্সের ১০০ শতাংশ পর্যন্ত তুলতে পারবেন।
advertisement
9/10
তবে অবসর সুরক্ষার কথা মাথায় রেখে মোট অবদানের অন্তত ২৫ শতাংশ সব সময় অ্যাকাউন্টে রেখে দেওয়ার বাধ্যবাধকতাও থাকছে। এতে সদস্যরা বর্তমানে বার্ষিক ৮.২৫ শতাংশ হারে ইপিএফের সুদ এবং চক্রবৃদ্ধি লাভের সুবিধা পেয়ে শক্তপোক্ত অবসর তহবিল গড়ে তুলতে পারবেন।
advertisement
10/10
কর্তৃপক্ষের মতে, নিয়মের এই সরলীকরণ, বাড়তি নমনীয়তা এবং প্রায় শূন্য নথিপত্রের প্রয়োজনীয়তা ভবিষ্যতে ১০০ শতাংশ অটো-সেটেলমেন্টের পথ প্রশস্ত করবে। ডিজিটাল উন্নয়নের দিক থেকে এটি ইপিএফও-র ইতিহাসে অন্যতম বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে, যা অবসর সঞ্চয় অক্ষুণ্ণ রেখেই আধুনিক ব্যাঙ্কিংয়ের মতো দ্রুত ও সহজ পরিষেবা দেবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
সরাসরি ব্যাঙ্ক ট্রান্সফার! UPI-এর মাধ্যমে ইপিএফ টাকা তোলার সুবিধা চালু হচ্ছে! জেনে নিন তাড়াতাড়ি