Knowledge Story: প্রতি মাসেই ইএমআই গুনছেন! EMI-র ফুলফর্ম ৯০ শতাংশ মানুষই ভুল জানেন
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Knowledge Story: মধ্যবিত্ত জীবনের খুব বড় অঙ্গ এই ইএমআই৷ প্রতিদিন, প্রতিমুহূর্তে এই EMI -র কথা বললেও জানেন কি এই ইএমআইয়ের ফুল ফর্ম কী৷
advertisement
1/9

মধ্যবিত্ত বাঙালি মাত্রেই নিজের জীবন দিয়ে ইএমআই চোকাতে থাকেন৷ সাধের বাড়ি -গাড়িই শুধু নয়, এখন মোবাইল ফোন থেকে ফ্রিজ এসবও নির্দ্ধিদ্বায় বাড়িতে এনে ঢোকাতে পারেন, কারণ একটাই ম্যাজিক ওয়ার্ড ইএমআই৷
advertisement
2/9
ইএমআই - মূলত বিভিন্ন ব্যাঙ্ক দিয়ে থাকে, তাছাড়াও ছোট ও বড় ফিনান্স সংস্থাও বিভিন্ন জিনিসের জন্য লোন দিয়ে থাকে৷ এই সব লোন শোধ দেওয়ার সময়ে আসে ইএমআই অপশন৷
advertisement
3/9
কখনও ইএমআই দিতে কোনও সুদ দিতে হয় না, আবার কখনও লোনের অ্যামাউন্টের ওপর সুদ দিতে হয়৷
advertisement
4/9
ইএমআই প্রতি মাসে বিভিন্ন পদ্ধতিতে কাটা হয়৷ নিজের ইএমআইয়ের হিসেবে করে কোনও কোনও ব্যক্তি একটি করে ইএমআই শোধ দিয়ে ফের নতুন কিছু কেনার প্ল্যানিং করে ফেলেন৷
advertisement
5/9
মধ্যবিত্ত জীবনের খুব বড় অঙ্গ এই ইএমআই৷ প্রতিদিন, প্রতিমুহূর্তে এই EMI -র কথা বললেও জানেন কি এই ইএমআইয়ের ফুল ফর্ম কী৷
advertisement
6/9
অনেকেই বলবেন হ্যাঁ জানি জানি এটার ফুলফর্ম easy monthly instalment- ইজি মান্থলি ইনস্টলমেন্ট৷
advertisement
7/9
অর্থাৎ সহজ মাসিক কিস্তি, কিন্তু এটা ঠিক নয়৷
advertisement
8/9
না ইএমআইয়ের ফুল ফর্ম আদৌ এটা নয়৷ এটার ফুল ফর্ম হল Equated Monthly Instalment- ইকুয়েটেড মান্থলি ইনস্টলমেন্ট৷
advertisement
9/9
অর্থাৎ হিসেবকৃত মাসিক ইনস্টলমেন্ট৷ যা প্রতি মাসে একটি নির্দিষ্ট অঙ্কের হিসেবের ভিত্তিতে দেওয়া হয়৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Knowledge Story: প্রতি মাসেই ইএমআই গুনছেন! EMI-র ফুলফর্ম ৯০ শতাংশ মানুষই ভুল জানেন