TRENDING:

Sindur: কোনও চিন্তা ছাড়াই সিঁথি রাঙিয়ে নিন সিঁদুরে, উত্তরপ্রদেশের কৃষকের নয়া উদ্ভাবন

Last Updated:
Sindur: শুধুমাত্র শৃঙ্গার নয়, বিবাহিত মহিলারা সিঁদুর পরেন একেবারে মনের গভীর থেকে...
advertisement
1/7
কোনও চিন্তা ছাড়াই সিঁথি রাঙিয়ে নিন সিঁদুরে, উত্তরপ্রদেশের কৃষকের নয়া উদ্ভাবন
:  সিঁদুরের লাল  রঙ হিন্দু নারীদের কাছে শুধুমাত্র শৃঙ্গার নয়৷ এর গুরুত্ব তাঁদের জীবনে অপরিসীম৷ কিন্তু জানেন কি এই সিঁদুর চাষ করে তবেই তা থেকে মহিলাদের প্রিয় সিঁদুর তৈরি হয়৷
advertisement
2/7
উত্তরপ্রদেশের ফতেহপুর জেলায় একজন কৃষক রয়েছেন, যিনি মহারাষ্ট্রের পুনে শহর থেকে এসে নতুন প্রযুক্তি উদ্ভাবন করে এক নতুন ভাবে সিঁদুর চাষ করছেন৷ তাঁর দাবি তিনি যেভাবে যে সিঁদুর তৈরি করছেন তা এর আগে কেউ কখনও করেনি৷
advertisement
3/7
বিভিন্ন কৃষক এই কুমকুম গাছ থেকে সিঁদুর চাষের করতে চান তাঁরা এখন  তাঁর কাছ থেকে খোঁজ নিচ্ছেন৷ পাশাপাশি  দেশের অন্যান্য প্রদেশেও এই চাষের জন্য গাছের চাহিদা তৈরি হয়েছে৷
advertisement
4/7
রাসায়নিক সমৃদ্ধ রঙের সিঁদুর মহিলাদের জন্য  ক্ষতিকর৷ তাই অশোক তপস্বী এই নতুন আধুনিক পদ্ধতিতে সিঁদুর চাষের কাজ শুরু করেছেন৷ যাচে হিন্দু মহিলারা যাঁরা বিবাহ ও সৌভাগ্যের প্রতীক হিসেবে কপালে সিঁদুর পরবেন তাঁরা যাতে নিশ্চিন্তে এই সিঁদুর পরতে পারেন৷  এতে  মাথাব্যথা ও চর্মরোগের মতো মারাত্মক রোগের কোনও সম্ভাবনা হবে না।
advertisement
5/7
ধর্মীয় ও পৌরাণিক গ্রন্থে শৃঙ্গারের এই সিঁদুরকে সুখ ও সমৃদ্ধির প্রতীক হিসেবে বলা হয়।  তবে কেমিক্যাল দিয়ে তৈরি সিঁদুর বিভিন্ন ভাবে ক্ষতি করে৷  রাসায়নিক রঙ ও সিঁদুর খুবই বিপজ্জনক হতে পারে
advertisement
6/7
অশোক তপস্বী উত্তরপ্রদেশের ফতেহপুর শহর থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে কুমকুম গাছ লাগিয়ে কৃষকদের অর্থ উপার্জন করতে উদ্বুদ্ধ করছেন। তিনি বলেন, কুমকুম লাগালে শুধু নারীদের মনই শীতল হয় না, তাদের সৌন্দর্য্যেও চার চাঁদ লেগে যায়৷  তিনি মনে করেন, কুমকুম ও চন্দনের মতো ঔষধি গাছের নাম ব্যবহার করে যাঁরা  ভেজাল বা নকল  প্রসাধনী বানায় তাঁরা  মানুষের জীবন নিয়ে খেলা করছে।
advertisement
7/7
তাঁর কৃষকদের জন্য পরামর্শ  শস্য উৎপাদনের পাশাপাশি ঔষধি ফসল উৎপাদন করে কৃষকরা নিজেদের অর্থনৈতিক অবস্থাকে শক্তিশালী করতে পারে। তিনি বলেন, ‘‘কুমকুম, অ্যালোভেরা, গুরিচ, তুলসীর মতো ঔষধি গাছ লাগিয়ে শুধু কৃষকই নয় সাধারণ মানুষও অল্প জায়গায় এর সুফল পেতে পারেন।’’
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Sindur: কোনও চিন্তা ছাড়াই সিঁথি রাঙিয়ে নিন সিঁদুরে, উত্তরপ্রদেশের কৃষকের নয়া উদ্ভাবন
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল