Tax Refund স্টেটাস চেক করা এখন আরও সহজ, দেখে নিন ই-ফাইলিং পোর্টালে কয়েক ক্লিকে এভাবে!
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
ট্যাক্স রিফান্ড এসেছে কি না তা জানতে চান, তাঁরা নিচের এই পদ্ধতি অনুসরণ করে ই-ফাইলিং পোর্টালের মাধ্যমে হিসেব মিলিয়ে নিতে পারেন।
advertisement
1/9

আগে যেতে হত TIN-NSDL ওয়েবসাইটে। এখনও কেউ চাইলে এই পোর্টাল মারফত ট্যাক্স রিফান্ড স্টেটাস চেক করতেই পারেন, কোনও অসুবিধা হবে না। কিন্তু আয়কর দফতর এই বিষয়ে আরও সুবিধাজনক পদ্ধতি নিয়ে এসেছে।
advertisement
2/9
এখন কাজটা সেরে ফেলা যেতে পারে ই-ফাইলিং পোর্টালের মাধ্যমে। অতএব, যাঁরা AY 2023-24-এর জন্য ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করেছেন এবং ট্যাক্স রিফান্ড এসেছে কি না তা জানতে চান, তাঁরা নিচের এই পদ্ধতি অনুসরণ করে ই-ফাইলিং পোর্টালের মাধ্যমে হিসেব মিলিয়ে নিতে পারেন।
advertisement
3/9
- এর জন্য সবার প্রথমে যেতে হবে ই-ফাইলিং পোর্টালে। - স্ক্রল ডাউন করে আসতে হবে Quick Links সেকশনে। - এখানে খুঁজে পাওয়া যাবে Know Your Refund Status, তাতে ক্লিক করতে হবে।
advertisement
4/9
- প্যান নম্বর, অ্যাসেসমেন্ট ইয়ার এবং মোবাইল নম্বর টাইপ করতে হবে। - মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে, সেটা দিতে হবে। - এবার ট্যাক্স রিফান্ডের স্টেটাস স্ক্রিনে দেখা যাবে।
advertisement
5/9
তবে হ্যাঁ, দাখিল করা আইটিআর তথ্যে কোনও ভুলচুক থাকলে এই বার্তা দেখাবে- ‘No Records Found, please check your E-filing processing status by navigating through e-File - > Income Tax Returns - > View Filed Returns‘।
advertisement
6/9
ITR AY 2023-24 ফাইল করার শেষ তারিখ হল ৩১ জুলাই, ২০২৩৷ শেষ মুহূর্তের ভিড় এড়াতে যত দ্রুত সম্ভব আইটিআর ফাইল করা ভাল। প্রায় সাত ধরনের আয়কর ফর্ম রয়েছে। প্রতিটি ফর্ম আলাদা এবং একটি নির্দিষ্ট ধরনের ট্যাক্স ফাইলারের জন্য প্রযোজ্য। কোন ফর্মটি কার জন্য উপযুক্ত তা অবশ্যই জানতে হবে, যাতে ভবিষ্যতে আয়কর বিজ্ঞপ্তি এড়ানো যায়।
advertisement
7/9
যাঁদের শুধুমাত্র বেতন আয় আছে, তাঁরা আইটিআর-১ ব্যবহার করে ফাইল করতে পারবেন। অন্য দিকে, যাঁদের আয়ের অন্য উৎস আছে তাঁদের আইটিআর ফাইল করতে অন্য ফর্ম ব্যবহার করতে হবে। বিভ্রান্তি থাকলে এবিষয়ে অর্থনৈতিক বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।
advertisement
8/9
জানা গিয়েছে, ২ জুলাই, ২০২৩ তারিখ পর্যন্ত হিসেবের নিরিখে এখনও পর্যন্ত AY 2023-24-এর জন্য ১.৩২ কোটি আইটিআর ফাইল করা হয়েছে। আয়কর পোর্টাল থেকে প্রাপ্ত তথ্য অনুসারে এর মধ্যে ১.২৫ কোটি আইটিআর ভেরিফাই করা গিয়েছে।
advertisement
9/9
এর ভেরিফাই করা আইটিআর-এর মধ্যে থেকে এখনও পর্যন্ত কেবল ৩৯৭৩টির প্রসেস সম্পন্ন হয়েছে। অতএব, ট্যাক্স রিফান্ডের স্টেটাস জানার জন্য অপেক্ষা করতে হতে পারে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Tax Refund স্টেটাস চেক করা এখন আরও সহজ, দেখে নিন ই-ফাইলিং পোর্টালে কয়েক ক্লিকে এভাবে!