TRENDING:

Earning Tips: বীরভূমের এই গ্রামের অধিকাংশ মানুষের মূল জীবিকা ফুল চাষ! জানেন কোথায়

Last Updated:
Earning Tips: কম খরচে বেশি মুনাফা অর্জন হচ্ছে এই জবা ফুল চাষ করে,জানুন কী পদ্ধতিতে চাষ করবেন
advertisement
1/8
বীরভূমের এই গ্রামের অধিকাংশ মানুষের মূল জীবিকা ফুল চাষ! জানেন কোথায়
<span style="color: #993366;"><strong>বীরভূম:</strong> </span>দেবীর পুজোর ফুল হিসাবে চাহিদার বিচারে জবার স্থান অনেক উপরে। বিভিন্ন পুজোতে এই ফুলের কুঁড়ি ও মালার বিশেষ চাহিদা থাকে। প্রতীকী ছবি ৷
advertisement
2/8
এই চাহিদাকে সামনে রেখে এখন বহু মানুষ জবা ফুল চাষে মনোনিবেশ করেছেন। যে কোনও ধরনের মাটিতেই জবা গাছ জন্মায়। তবে বেলে-দোঁয়াশ মাটি এই চাষের পক্ষে উপযুক্ত। সার মিশিয়ে মাটি তৈরি করলে ভাল ফুল পাওয়া যায়। ভাদ্র-আশ্বিন মাসে জবার চারা লাগানো হয়। প্রতীকী ছবি ৷
advertisement
3/8
আর এই জবা গাছ চাষ মূল জীবিকা বর্তমানে বীরভূমের এই গ্রামের মানুষজনদের। কেউ ২০ বছর কেউ আবার ৩০ বছর কেউ আবার তারও বেশি বছর ধরে জবা ফুলের চাষ করে আসছেন। প্রতীকী ছবি ৷
advertisement
4/8
এই গ্রামের প্রায় ৯০% মানুষ এই ফুল চাষের সঙ্গে যুক্ত। আর এই গ্রামটি রয়েছে বীরভূমের তারাপীঠ থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে উদয়পুর \'কালী গ্রাম\'। প্রতীকী ছবি ৷
advertisement
5/8
মূলত এই গ্রামের নাম উদয়পুর হলেও বহু বছর পুরনো জাগ্রত কালী মায়ের মন্দির থাকায় এই গ্রাম এখন পর্যটকদের কাছে কালী গ্রাম হিসেবে পরিচিত। প্রতীকী ছবি ৷
advertisement
6/8
এই গ্রামের প্রায় ৯০ শতাংশ মানুষের মূল জীবিকা জবা ফুলের চাষ। উদয়পুর গ্রামে গেলেই দেখা যাবে বিঘার পর বিঘা জমি জুড়ে শুধুই রংবেরঙের জবা ফুলের গাছ। আর এই ফুল পৌঁছে যায় তারাপীঠ মা তারার মন্দিরের পাশাপাশি নলহাটি মন্দির, ও সাঁইথিয়া মন্দিরে। প্রতীকী ছবি ৷
advertisement
7/8
এলাকার যারা স্থানীয় ফুল চাষ করছেন তারা জানান, আগে এই গ্রামের মূল জীবিকা ছিল তাঁত শিল্প। তবে এই তাঁত শিল্পের চাহিদা ধীরে ধীরে কমে যাওয়ার কারণে এখন প্রায় অধিকাংশ মানুষই জবা ফুলের চাষ করছেন। প্রতীকী ছবি ৷
advertisement
8/8
শ্রাবণ ভাদ্র এই দুই মাস জবা ফুলের চাহিদা থাকে তুঙ্গে। অল্প পারিশ্রমিক এবং কম খরচে এই ফুল চাষ করে বেশ ভাল মুনাফা অর্জন করছেন গ্রামের চাষিরা। প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Earning Tips: বীরভূমের এই গ্রামের অধিকাংশ মানুষের মূল জীবিকা ফুল চাষ! জানেন কোথায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল