সোনার দামে 'আগুন'! সোনা ছাড়াই কি বিয়ে করতে হবে এবার? ঘটি-বাটি বেচে বিরাট চাপে মধ্যবিত্ত! কী হবে এর পর?
- Published by:Tias Banerjee
Last Updated:
Rising Gold Rates: ভারতে সোনার দাম রেকর্ড ছুঁয়েছে। এক্সে ভাইরাল পোস্টে বিয়েতে সোনা ছাড়া সিদ্ধান্ত নিয়ে বিতর্ক মধ্যবিত্তের খরচ, ঐতিহ্য ও গয়না ব্যবসা নিয়ে নানা মত!
advertisement
1/9

ভারতে সোনার দাম লাগাতার বাড়তে থাকায় বিয়ের খরচ নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। সামাজিক মাধ্যম এক্সে একটি পোস্ট ঘিরে প্রশ্ন উঠেছে—সোনা ছাড়া কি ভারতীয় বিয়ে সম্ভব? নাকি ঐতিহ্য বজায় রাখতে গিয়েই মধ্যবিত্তকে চাপে পড়তে হবে?
advertisement
2/9
গত কয়েক মাসে দেশে সোনার দাম একের পর এক রেকর্ড ছুঁয়েছে। বর্তমানে ভারতে ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম ১ লক্ষ ৭০ হাজার টাকা ছাড়িয়েছে। এই দামের প্রভাব পড়তে শুরু করেছে বিয়ের বাজারেও। এক্সে ভাইরাল হওয়া একটি পোস্টে দাবি করা হয়েছে, অনেক দম্পতি এখন সোনা ছাড়া বিয়ের সিদ্ধান্ত নিচ্ছেন।
advertisement
3/9
ভারতীয় বিয়েতে সোনার অলঙ্কার বরাবরই সমৃদ্ধি ও আর্থিক নিরাপত্তার প্রতীক হিসেবে বিবেচিত। চুড়ি থেকে মঙ্গলসূত্র—সোনা ছাড়া কনের সাজ অসম্পূর্ণ বলেই মনে করা হয়। কিন্তু সোনার অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এই দীর্ঘদিনের প্রথাকে চ্যালেঞ্জের মুখে ফেলছে।
advertisement
4/9
এক ব্যক্তি এক্সে লেখেন, তাঁর এক বন্ধু সিদ্ধান্ত নিয়েছেন বিয়েতে সোনা না কিনে শুধুমাত্র আংটি ও মঙ্গলসূত্রেই বিষয়টি সীমাবদ্ধ রাখবেন। কারণ, বর্তমান দামে সোনা কিনলে বিয়ের বাজেট প্রায় দ্বিগুণ হয়ে যাবে। ওই দম্পতির মতে, সোনায় খরচ না করে সেই অর্থ ভবিষ্যতের জন্য সঞ্চয় করাই বুদ্ধিমানের। পোস্টে আরও বলা হয়, “সোনা ছাড়া বিয়ে করা স্বাভাবিক বিষয় হওয়া উচিত। এতে কোনও বিচার বা সমালোচনা থাকা দরকার নেই। নইলে মধ্যবিত্ত পরিবার ঋণের বোঝায় ডুবে যেতে পারে।”
advertisement
5/9
এই পোস্ট ঘিরে সমাজমাধ্যমে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। অনেকেই মত দিয়েছেন, সোনার দামের ঊর্ধ্বগতি মধ্যবিত্তের জন্য বড় ধাক্কা। এক জন লেখেন, “বিয়ের খরচ জোগাতে মধ্যবিত্তকে জমি-বাড়ি বিক্রি করতে হচ্ছে। এটা মধ্যবিত্তের জন্য বড় ক্ষতি।”
advertisement
6/9
আর এক জনের মতে, এর প্রভাব পড়বে গয়নার ব্যবসাতেও। তাঁর দাবি, “যেভাবে সোনা ও রুপোর দাম বাড়ছে, তাতে গয়না ব্যবসায়ীদের ব্যবসা ৮০–৯০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে।”
advertisement
7/9
কেউ কেউ আবার বিকল্প বিয়ের রীতির পক্ষে সওয়াল করেছেন। এক ব্যবহারকারী পরামর্শ দেন, ব্যয়বহুল আচার বাদ দিয়ে ‘মন্ত্র মঙ্গল্য’-র মতো সহজ বিবাহরীতির দিকে সমাজের ঝোঁকা উচিত।
advertisement
8/9
তবে বিপরীত মতও রয়েছে। এক অংশের মতে, বিয়ের বাজেটে অন্য খরচ কমিয়ে সোনায় বিনিয়োগ করাই যুক্তিযুক্ত। এক পোস্টে দাবি করা হয়, “বিয়েতে একমাত্র প্রয়োজনীয় খরচ হল সোনা। অন্তত ৭০ শতাংশ বাজেট সোনায় খরচ করা উচিত। ভারতীয় মহিলাদের কাছে বিপুল পরিমাণ সোনা থাকার পেছনে বিয়ের এই প্রথাই কারণ, যা বাস্তবে মহিলাদের আর্থিক ক্ষমতা বাড়ায়।”
advertisement
9/9
সব মিলিয়ে, সোনার দাম ঘিরে এই বিতর্ক শুধু বিয়ের খরচ নয়, ভারতীয় সমাজের ঐতিহ্য, আর্থিক বাস্তবতা ও ভবিষ্যৎ ভাবনাকেও সামনে এনে দিচ্ছে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
সোনার দামে 'আগুন'! সোনা ছাড়াই কি বিয়ে করতে হবে এবার? ঘটি-বাটি বেচে বিরাট চাপে মধ্যবিত্ত! কী হবে এর পর?