TRENDING:

ভারতের সবচেয়ে 'ধনী' রাজ্য কোনটি জানেন...? 'গেস' করতে পারবেন না 'নাম'!

Last Updated:
Richest State Of India: এমনই এক প্রশ্নের উত্তর শেয়ার করা যাক আজ এই প্রতিবেদনে। অর্থনীতি, মুদ্রার গুরুত্ব নানা খুঁটিনাটি প্রসঙ্গে আলোচনার মতোই একটা প্রশ্নের উত্তর নিয়ে অনেকেরই সম্যক ধারণা নেই। সেটি হল অর্থনীতির নিরিখে ভারতের রাজ্যগুলির অবস্থান।
advertisement
1/9
ভারতের সবচেয়ে 'ধনী' রাজ্য কোনটি জানেন...? 'গেস' করতে পারবেন না 'নাম'!
সাধারণ জ্ঞান আমাদের মাঝে মাঝে এমন অনেক তথ্যের সামনে এসে দাঁড় করিয়ে দেয় যা আমরা আমাদের মাথা ঘুরিয়ে দেয়। কিন্তু সেইসব উত্তরই আবার তুরুপের তাসের মতো কাজ করতে পারে যে কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষায়।
advertisement
2/9
এমনই এক প্রশ্নের উত্তর শেয়ার করা যাক আজ এই প্রতিবেদনে। অর্থনীতি, মুদ্রার গুরুত্ব নানা খুঁটিনাটি প্রসঙ্গে আলোচনার মতোই একটা প্রশ্নের উত্তর নিয়ে অনেকেরই সম্যক ধারণা নেই। সেটি হল অর্থনীতির নিরিখে ভারতের রাজ্যগুলির অবস্থান।
advertisement
3/9
আমরা আসলে অনেকেই জানি না এমনই একটি প্রশ্নের উত্তর, আচ্ছা বলুন তো, ভারতের কোন রাজ্য সবচেয়ে ধনী? আসলে অনেকেই জানেন না এই প্রশ্নের উত্তর।
advertisement
4/9
ভারতের অর্থনীতি আজ সারা বিশ্বের সামনে বড় নিদর্শন। জিডিপি (মার্কিন ডলার) এর দিক থেকে ভারতের অবস্থান চতুর্থ, যা প্রায় ৪.১৮৭ ট্রিলিয়ন ডলার। আশা করা হচ্ছে যে ভারত আগামী কয়েক বছরে আরও ভাল করতে পারবে এবং ২০৩০ সালের মধ্যে জিডিপির দিক থেকে তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে পারবে।
advertisement
5/9
ভারতে ২৮টি রাজ্য এবং আটটি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। এই সমস্ত রাজ্য এবং অঞ্চল ভারতের জিডিপি বৃদ্ধিতে অবদান রাখে। জিডিপি হল যেকোনও দেশের অর্থনৈতিক উন্নয়ন পরিমাপের একটি মাপকাঠি।
advertisement
6/9
জিডিপি হল একটি নির্দিষ্ট সময়ের মধ্যে একটি দেশের সীমানার মধ্যে উৎপাদিত সমস্ত চূড়ান্ত পণ্য ও পরিষেবার মোট আর্থিক মূল্য। কোনও রাজ্যের জিডিপি তিনটি পদ্ধতি ব্যবহার করে গণনা করা যেতে পারে: ব্যয় পদ্ধতি (ব্যয় + বিনিয়োগ + সরকারি ব্যয় + নেট রফতানি), আয় পদ্ধতি (মজুরি, ভাড়া, লাভ ইত্যাদির যোগফল), এবং উৎপাদন (মূল্য সংযোজন) পদ্ধতি।
advertisement
7/9
ভারতের সবচেয়ে ধনী রাজ্য:জানলে অবাক হবেন যে দেশের সবচেয়ে ধনী রাজ্যের কথা বলতে গেলে, তালিকার শীর্ষে আসে মহারাষ্ট্র। মহারাষ্ট্রের আনুমানিক জিএসডিপি (লক্ষ কোটি টাকায়; ২০২৪-২৫ অর্থবছরে ছিল ৪২.৬৭%, যা ভারতের মধ্যে এখনও পর্যন্ত সর্বোচ্চ।
advertisement
8/9
জাতীয় জিডিপিতে মহারাষ্ট্রের অংশ ১৩.৩০%, যা ভারতের যে কোনও রাজ্যের পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ। এর ভিত্তিতে আমরা বলতে পারি যে মহারাষ্ট্র ভারতের সবচেয়ে ধনী রাজ্য।
advertisement
9/9
হিসেব বলছে, মহারাষ্ট্র ভারতের সবচেয়ে ধনী রাজ্য হিসেবে গৃহীত। দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) সর্বোচ্চ অবদান রাখছে এই রাজ্য। লক্ষণীয় যে বছরের পর বছর ধরে পতন সত্ত্বেও, রাজ্যটি ভারতের বৃহত্তম অর্থনৈতিক শক্তিধর হিসেবে রয়ে গেছে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
ভারতের সবচেয়ে 'ধনী' রাজ্য কোনটি জানেন...? 'গেস' করতে পারবেন না 'নাম'!
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল