TRENDING:

ভারতে এই নতুন বাইকটির দাম ₹১০ লক্ষের কিছু বেশি! হ্যাঁ, Ducati

Last Updated:
advertisement
1/5
ভারতে এই নতুন বাইকটির দাম ₹১০ লক্ষের কিছু বেশি! হ্যাঁ, Ducati
মোটরবাইকের শখ আছে নাকি? তা হলে এই খবর আপনার জন্য৷ বাইক নিয়ে যাঁরা চর্চা করেন, তাঁদের কাছে Ducati চেনা ব্র্যান্ড৷ এবং নামটি বেশ সম্ভ্রমের সঙ্গেই উচ্চারণ করেন তাঁরা৷ আরে সব জিনিস দেখলেই কিনতে হবে, এরকম কোনও মানে আছে নাকি! তাই দেখতে বা খবরে থাকতে অসুবিধা কী? Ducati বাইক দামি নিঃসন্দেহে৷ এ হেন Ducati এ বার ভারতের বাজারে তাদের নয়া Scrambler 1100 মডেল৷ ছবি সৌজন্য: Ducati
advertisement
2/5
বাইকটির দাম শুরু হচ্ছে ১০.৯১ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে৷ তিন ভ্যারিয়েন্টের মডেল থাকছে, Base Scrambler 1100, Base Scrambler Special ও Scrambler 1100 Sport মিলবে ভারতের বাজারে৷ Base Scrambler 1100 মডেলটির দাম ১০.৯১ লক্ষ টাকা, Base Scrambler Special মডেলটির দাম ১১.১২ লক্ষ টাকা ও Scrambler 1100 Sport মডেলটির দাম ১১.৪২ লক্ষ টাকা৷ ছবি সৌজন্য: Ducati
advertisement
3/5
Scrambler 1100 বাইকটিতে থাকছে পাওয়ারফুল ১ হাজার ০৭৯ সিসি-র L-twin ইঞ্জিন৷ ৮৬Bhp পাওয়ারের সঙ্গে 88Nm টর্ক জেনারেট করতে পারে৷ ৬টি গিয়ার থাকছে৷ ছবি সৌজন্য: Ducati
advertisement
4/5
Scrambler 1100 হল ডুকাটির এর আগের মডেল Scrambler 1100-এর চেয়ে বহরে বড়৷ পিছনের সিট বেশ খানিকটা বড়, ফলে কাউকে চাপালে অনায়াসেই বসতে পারবেন৷ ‘X’ হেডলাইটের সঙ্গে পাচ্ছেন স্টিল ট্রেলিস ফ্রেম৷ চাকায় ১০টি স্পোক, সব কটিই অ্যালয় স্টিল৷ বাইকটির ওজন ২০৬ কেজি৷ ছবি সৌজন্য: Ducati
advertisement
5/5
ছবি সৌজন্য: Ducati
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
ভারতে এই নতুন বাইকটির দাম ₹১০ লক্ষের কিছু বেশি! হ্যাঁ, Ducati
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল