নিজের সমগ্র ব্যবসাটাই বিক্রি করে দিচ্ছেন বিকাশ দিব্যকীর্তি! ২৫০০ কোটি টাকায় চূড়ান্ত চুক্তি, কিন্তু কে কিনছেন দৃষ্টি আইএএস?
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Drishti IAS Deal : ভারতীয় শিক্ষা এবং অনুপ্রেরণার জগতে ব্যাপক খ্যাতি পেয়েছেন বিকাশ দিব্যকীর্তি (Vikas Divyakirti)। তবে বর্তমানে নিজের সমগ্র ব্যবসা বিক্রি করে দিতে চাইছেন তিনি। আর বিকাশের বিশাল ব্যবসা কেনার জন্য বিশেষ আগ্রহ প্রকাশ করেছে অন্য একটি এডুটেক সংস্থার প্রতিষ্ঠাতা।
advertisement
1/6

ভারতীয় শিক্ষা এবং অনুপ্রেরণার জগতে ব্যাপক খ্যাতি পেয়েছেন বিকাশ দিব্যকীর্তি। তবে বর্তমানে নিজের সমগ্র ব্যবসা বিক্রি করে দিতে চাইছেন তিনি। আর বিকাশের বিশাল ব্যবসা কেনার জন্য বিশেষ আগ্রহ প্রকাশ করেছে অন্য একটি এডুটেক সংস্থার প্রতিষ্ঠাতা। যদি দুই সংস্থার মধ্যে এই সংক্রান্ত আলাপ-আলোচনা সফল ভাবে সম্পন্ন হয়, তাহলে ২৫০০ কোটি টাকায় এই চুক্তি চূড়ান্ত হবে। আর একবার এই চুক্তি চূড়ান্ত হয়ে গেলে তা সাম্প্রতিক ভারতীয় এডুটেকের দুনিয়ায় সবথেকে বড় চুক্তি হতে চলেছে।
advertisement
2/6
ইনট্র্যাকার সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে যে, বিকাশ দিব্যকীর্তির ব্যবসা কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছেন অনলাইন এডুটেক প্ল্যাটফর্ম PhysicsWallah-র প্রতিষ্ঠাতা অলখ পাণ্ডে (Alakh Pandey)। দুজনের মধ্যে প্রাথমিক স্তরে আলাপ-আলোচনা হয়েছে। আসলে দৃষ্টি আইএএস ইনস্টিটিউট কেনার জন্য এই চুক্তিটি। বর্তমানে দৃষ্টি আইএএস ইনস্টিটিউটের মূল্য ২৫০০ কোটি টাকা। বিগত কয়েক বছরের সবথেকে বড় চুক্তিগুলির মধ্যে অন্যতম হতে চলেছে এটি।
advertisement
3/6
আইপিও আনার প্রস্তুতি: এডুটেক ইউনিকর্ন PhysicsWallah এদিকে আইপিও আনার জন্য প্রস্তুতি শুরু করেছে। প্রতিবেদনে বলা হয়েছে যে, এই ইউনিকর্ন স্টার্ট-আপটি আপাতত ৫০০ মিলিয়ন ডলার অর্থাৎ ৪৩০০ কোটি টাকার আইপিও আনার তোড়জোড় শুরু করেছে। এমনটাও জল্পনা যে, এই আইপিও আনার পরেই দৃষ্টি আইএএস ইনস্টিটিউট অধিগ্রহণ করার জন্য এগোবে সংশ্লিষ্ট এডুটেক স্টার্টআপ। যদিও দুই সংস্থার মধ্যে এই এ নিয়ে কথাবার্তা চলছে সেই জানুয়ারি মাস থেকে।
advertisement
4/6
স্টার্টআপের মূল্য কত? সম্প্রতি নয়ডার এই সংস্থার তরফে তিন জন স্বাধীন ডিরেক্টরকে নিয়োগ করা হয়েছে। সেই সঙ্গে ৫০০ মিলিয়ন ডলারের আইপিও-র জন্য ৫ বিলিয়ন ডলার (প্রায় ৫০ হাজার কোটি টাকা) মূল্যায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণও করা হয়েছে। যদিও দৃষ্টি আইএএস-এর সিইও বিবেক তিওয়ারি এই সমস্ত জল্পনা নস্যাৎ করে বলেন যে, আমরা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচুর মানুষ (আইপিও ব্যাঙ্কার, পিই এবং এডুটেক প্রতিষ্ঠাতা)-এর সঙ্গে সাক্ষাৎ করছি। কিন্তু এখনও পর্যন্ত কোনও কিছুই চূড়ান্ত হয়নি।
advertisement
5/6
ছাব্বিশ বছর আগে শুরু যাত্রা: আজ থেকে প্রায় ২৬ বছর আগে বিকাশ দিব্যকীর্তির হাত ধরে দৃষ্টি আইএএস-এর যাত্রা শুরু হয়েছিল। আর অচিরেই তা সিভিল সার্ভিসেস এক্সামিনেশনের প্রস্তুতির জন্য জনপ্রিয় কোচিং ইনস্টিটিউট হয়ে ওঠে। আর ২০২৪ অর্থবর্ষে এই প্ল্যাটফর্মের রাজস্ব হয়েছিল ৪০৫ কোটি টাকা। আর মুনাফা ছিল ৯০ কোটি টাকা। দিল্লির মুখার্জী নগর কেন্দ্রই এই সমগ্র রাজস্বের ৫৮ শতাংশ উপার্জন করতে সক্ষম হয়েছিল। এর পাশাপাশি রাজস্ব এসেছে প্রয়াগরাজ, জয়পুর এবং করোল বাগে অবস্থিত কেন্দ্র থেকে।
advertisement
6/6
অন্যদিকে ২০২৪ অর্থবর্ষে PhysicsWallah-র রাজস্ব বৃদ্ধি পেয়ে হয়েছিল ১৯৪০.৪ কোটি টাকা। যা ২০২৩ অর্থবর্ষের ৭৪৪.৩ কোটি টাকার তুলনায় ১৬০ শতাংশ বেশি। যদিও ক্রমবর্ধমান খরচের জেরে ক্ষতির বোঝা বেড়েছে। ২০২৩ অর্থবর্ষে ক্ষতির পরিমাণ ছিল ৮৪ কোটি টাকা, সেখানে ২০২৪ অর্থবর্ষে তা বেড়ে হয়েছে ১১৩১ কোটি টাকা।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
নিজের সমগ্র ব্যবসাটাই বিক্রি করে দিচ্ছেন বিকাশ দিব্যকীর্তি! ২৫০০ কোটি টাকায় চূড়ান্ত চুক্তি, কিন্তু কে কিনছেন দৃষ্টি আইএএস?