কিষাণ পেনশন স্কিম: প্রত্যেক মাস ৩০০০ টাকা পেতে লাগবে এই ডকুমেন্ট
Last Updated:
শীঘ্রই কৃষকদের জন্য পেনশন স্কিম শুরু করতে চলেছে মোদি সরকার ৷
advertisement
1/4

শীঘ্রই কৃষকদের জন্য পেনশন স্কিম শুরু করতে চলেছে মোদি সরকার ৷ ১৫ অগাস্ট শুরু করতে চলেছেন প্রধানমন্ত্রী ৷ এই স্কিমে ৬০ বছর বয়স হয়ে গেলে ৩০০০ টাকা পেনশন হিসেবে পেয়ে যাবেন কৃষকরা ৷ কোনও কারণ সেই কৃষকের যদি মৃত্যু হয়ে যায় তাহলে তার স্ত্রী ৫০ শতাংশ পেনশন পাবেন ৷ LIC কৃষকদের পেনশন ফান্ডের দায়িত্বে থাকবে ৷ আগামী সপ্তাহ থেকে এই স্কিমের রেজিষ্ট্রেশন শুরু হয়ে যাবে ৷ দেখে নিন কারা এই স্কিমের সুবিধা পাবেন এবং এর জন্য কী কী ডকুমেন্টস লাগবে ৷
advertisement
2/4
এই স্কিমের জন্য ১৮ থেকে ৪০ বছরের কৃষকরা আবেদন করতে পারবেন ৷ ৬০ বছর হয়ে যাওয়ার পর প্রত্যেক মাসে তারা ৩০০০ টাকা পেনশন হিসেবে পাবেন ৷ এখানে অর্ধেক টাকা কৃষকরা দেবেন ও বাকিটা দেবে সরকার ৷
advertisement
3/4
মাসে কেউ ১০০ টাকা করে জমা করলে সরকারও ১০০ টাকা করে জমা করবে ৷ এই ভাবে ৬০ বছর পর ৩০০০ টাকা পেনশন মিলবে ৷ এই স্কিমে প্রায় ১০ হাজার কোটি টাকা খরচ হতে চলেছে ৷
advertisement
4/4
এই স্কিমের জন্য রাজ্যস্ব রেকর্ড লাগবে যেখান থেকে জানা যাবে এই ব্যক্তি কৃষক ৷ পাশাপাশি জমির সমস্ত তথ্য দিতে হবে ৷ আবেদনকারীর কাছে আধার কার্ড থাকা জরুরি ৷ এছাড়া কৃষকের কাছে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা জনধন অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক ৷ কৃষকের মোবাইল নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকা জরুরি ৷