TRENDING:

প্রতিমাসে EMI দিচ্ছেন ! এর ফুল ফর্ম কী জানেন? ৯৯ শতাংশ ভুল জানেন

Last Updated:
আমরা অনেকেই জানি না। জেনে নেওয়া যাক বিস্তারিত।
advertisement
1/10
প্রতিমাসে EMI দিচ্ছেন ! এর ফুল ফর্ম কী জানেন? ৯৯ শতাংশ ভুল জানেন
ভারতীয় দর্শনে অঋণী জীবনকে আদর্শ বলে মনে করা হয়। যদিও ভারতীয় দর্শনেরই ব্যতিক্রমী ধারা চার্বাক মনে করে ঋণ করে ঘি খাওয়াই আদর্শ, কারণ যতদিন বাঁচবে ততদিন নিজেকে সুখী রাখতে হবে।
advertisement
2/10
বর্তমান অর্থনীতিকে বোধহয় চার্বাকই পথ দেখান খানিকটা হলেও। চাকরি পেতে না পেতেই মানুষ আজকাল হাতে তুলে নেয় ক্রেডিট কার্ড। এক বছর কাটতে না কাটতেই দরজার সামনে এসে দাঁড়ায় গাড়ি।
advertisement
3/10
বাড়ি বা ফ্ল্যাট কিনে ফেলতে পারলে তো কথাই নেই। কিন্তু এই সব কিছুই চলে ঋণের টাকায়। মজা করে আবার সেই নাগরিকই বলেন, ‘যা কামাই, সব ইএমআই’। অর্থাৎ, যতটুকু উপার্জন তার প্রায় সবটাই বেরিয়ে যায় ঋণের মাসিক কিস্তি শোধ করতে করতে।
advertisement
4/10
ইএমআই— এই কথাটি আজকাল বহুল প্রচলিত। বাড়ির জন্য কোনও বৈদ্যুতিন সরঞ্জাম কেনা হোক, বা বাড়ি-গাড়ি, সবই কেনা যায় এই ইএমআই-তে। এমনকী আজকাল রূপচর্চা বা নামী ব্র্যান্ডের পোশাকও কিনে নিতেও ভরসা সেই ইএমআই। প্রায় প্রতিদিন এই অক্ষর তিনটি আমাদের উচ্চারণ করতে হয়, ইএমআই— কিন্তু কী অর্থ এই তিনটি অক্ষরের?
advertisement
5/10
আমরা অনেকেই জানি না। জেনে নেওয়া যাক বিস্তারিত।
advertisement
6/10
ইএমআই-এর পূর্ণ রূপ হল ইক্যুয়েটেড মান্থলি ইনস্টলমেন্ট, অর্থাৎ সমপরিমাণ মাসিক কিস্তি।ঋণ নিয়ে নিজের প্রয়োজন মেটানোর পর প্রতি মাসের একটি নির্দিষ্ট তারিখে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ শোধ করতে হয়। কত দিনের মধ্যে পুরো টাকা শোধ করতে হবে তা আগে থেকেই নির্ধারিত থাকে।
advertisement
7/10
ইএমআই-এর মধ্যে একটি ঋণ নেওয়া আসল মূল্য এবং সুদের পরিমাণ একত্রিত থাকে। সুদের পরিমাণ এবং মূল পরিমাণের অসম মিশ্রণে তৈরি হয় এই মাসিক কিস্তি।
advertisement
8/10
তাই ইএমআই কতটা হবে, তা নির্ভর করে কয়েকটি বিষয়ের উপর-১. সুদের হার ২. ঋণকৃত অর্থের পরিমাণ ৩. রেস্টিং পিরিয়ড (বার্ষিক বা মাসিক) ৪. ঋণের মেয়াদ
advertisement
9/10
ইএমআই-এর বেশ কিছু সুবিধা রয়েছে। কোনও মূল্যবান সামগ্রী কিনতে চাইলে একসঙ্গে অনেক টাকা দেওয়ার ক্ষমতা সকলের থাকে না। অথচ, তাঁরা তাঁদের নিয়মিত রোজগার থেকে মাসে মাসে কিছুটা টাকা দিয়ে তা কিনতে পারেন।
advertisement
10/10
এর জন্য কোনও মধ্যস্থতাকারীর দরকার হয় না। সরাসরি ঋণদাতাকে কিস্তিতে টাকা মিটিয়ে দেওয়া সম্ভব।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
প্রতিমাসে EMI দিচ্ছেন ! এর ফুল ফর্ম কী জানেন? ৯৯ শতাংশ ভুল জানেন
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল