TRENDING:

সবচেয়ে সস্তায় মদ পাওয়া যায় দেশের কোন রাজ্যে? বলতে পারবেন?

Last Updated:
এব্যাপারে সব সময়েই এগিয়ে থাকবে গোয়া, দেশের এই রাজ্যেই মদের দাম সবচেয়ে কম।
advertisement
1/8
সবচেয়ে সস্তায় মদ পাওয়া যায় দেশের কোন রাজ্যে? বলতে পারবেন?
হার্টের তো ক্ষতি হয়ই, পাশাপাশি সামগ্রিক ভাবেও ক্ষতি হয় শরীরের নানা অংশের। তবে যাঁরা মদ খেতে ভালবাসেন, তাঁদের এসব বোঝানো বেশ মুশকিল। ফলে, শারীরিক সমস্যা যেমন বেড়ে চলে, তেমনই জলের মতো টাকাও খরচ হয়।
advertisement
2/8
সাম্প্রতিক এক পরিসংখ্যান বলছে যে সারা বিশ্ব জুড়েই না কি এই এক অবস্থা, যত দিন যাচ্ছে, সুরাপায়ীদের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। এবার যদি চোখ রাখা যায় দেশের দিকে, তাহলে তামিলনাড়ুর নাম উঠে আসবে সবার আগে, পরিসংখ্যান অনুযায়ী দক্ষিণের ওই রাজ্যেই না কি সুরাপায়ীর সংখ্যা সর্বাধিক।
advertisement
3/8
তামিলনাড়ুর বেশ বড় অংশের মদ খাওয়ার নেশা এমনই যে প্রতি সপ্তাহান্তে অনেকেই পাড়ি দেন পুদুচেরির দিকে। কয়েক ঘণ্টার পথ, এদিকে পুদুচেরিতে মদের দামও বেশ কম।
advertisement
4/8
এই পর্যন্ত এসে মনে হতেই পারে যে পুদুচেরিই দেশের সেই রাজ্য, যেখানে সবচেয়ে সস্তায় মদ পাওয়া যায়। উঁহু, এমনটা ভাবলে ভুল হবে। এব্যাপারে সব সময়েই এগিয়ে থাকবে গোয়া, দেশের এই রাজ্যেই মদের দাম সবচেয়ে কম।
advertisement
5/8
এতটাই কম যে অনেকে গোয়ায় গেলে যতটা আইন মেনে আনা যায়, ব্যাগ ঠেসে মদের বোতল বাড়িতে নিয়ে আসেন। দর ঠিক কতটা সস্তা, তা একটা উদাহরণ দিলে স্পষ্ট হবে। ধরে নেওয়া যাক, এক বোতল মদের দাম গোয়ায় ১০০ টাকা। এবার, ওই একই একই বোতল রাজধানী থেকে কিনলে খ্যচ পড়বে ১৩৪ টাকা।
advertisement
6/8
অনেকেই হয়তো ভাবছেন, ইশ, কতটা বেশিই না নিচ্ছে! তাহলে কর্নাটকের হিসেবটাও পেশ করতে হয় বইকি। ওখানে ওই বোতলের দাম পড়বে ৫১৩ টাকা।
advertisement
7/8
এত বেশি দামের কারণ একটাই- শুল্ক! নানা খাদ্যসামগ্রীর উপরে যেমন শুল্ক ধার্য হয়, ঠিক তেমনটাই হয়ে থাকে মদের বোতলের ক্ষেত্রেও। এবার এই শুল্কের পরিমাণ দেশের এক রাজ্য থেকে অন্য রাজ্যে আলাদা আলাদা হয়ে থাকে।
advertisement
8/8
একারণেই গোয়ায় দাম কম হলেও দিল্লিতে বেশি, তার থেকেও আবার বেশি নেবে মুম্বই। যেমন, এক বোতল ব্ল্যাক লেবেলের দাম যদি দিল্লিতে হয় ৩১০০ টাকা, তাহলে মুম্বইতে তার দাম পড়তে পারে ৪০০০ টাকা।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
সবচেয়ে সস্তায় মদ পাওয়া যায় দেশের কোন রাজ্যে? বলতে পারবেন?
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল