ব্যাঙ্কে Fixed Deposit আছে? এই কাজটা না করলে মোটা টাকা কাটা যাবে, বাঁচাবেন কীভাবে দেখে নিন!
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
আধারের সঙ্গে প্যান লিঙ্ক করানো বাধ্যতামূলক। আর লিঙ্ক না করালে ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে ফর্ম ১৫জি/এইচ জমা দেওয়ার অনুমতি মিলবে না।
advertisement
1/8

প্রায় সমস্ত ব্যাঙ্কই ফিক্সড ডিপোজিটে বাম্পার সুদ দিচ্ছে। ফলে অনেকেই নতুন করে এফডিতে বিনিয়োগ করছেন। বিনিয়োগ মাধ্যম হিসেবে এটা সম্পূর্ণ নিরাপদ, ঝুঁকিও নেই বললেই চলে। তাছাড়া বিনিয়োগ করাও সহজ। তবে এফডি-রও কিছু নিয়ম আছে। এগুলো জানা জরুরি। না হলে মনের মতো রিটার্ন পাওয়া যাবে না।
advertisement
2/8
ফিক্সড ডিপোজিট থেকে আয়ের উপর কর দিতে হয়। কোনও ছাড় নেই। এটা বিনিয়োগকারীর মোট আয়ের সঙ্গে যোগ হয়। পাশাপাশি ট্যাক্স স্ল্যাব অনুযায়ী ট্যাক্স প্রযোজ্য। আয়কর রিটার্ন দাখিল করার সময় ফিক্সড ডিপোজিটের আয়কে ‘অন্যান্য উৎস থেকে আয়’ হিসেবে দেখানো হয়।
advertisement
3/8
এই ভুল করলেই বিপদ: একটা ভুলের কারণে আরও বেশি ট্যাক্স দিতে হতে পারে। আধারের সঙ্গে প্যান লিঙ্ক করানো বাধ্যতামূলক। আর লিঙ্ক না করালে ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে ফর্ম ১৫জি/এইচ জমা দেওয়ার অনুমতি মিলবে না।
advertisement
4/8
১০ শতাংশের বদলে ২০ শতাংশ হারে টিডিএস কাটা হবে। ৩০ জুন ছিল প্যান আধার লিঙ্ক করার শেষ তারিখ। এই সময়ের মধ্যে যাঁরা লিঙ্ক করেননি তাঁদের প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গিয়েছে।
advertisement
5/8
এভাবে ট্যাক্স বাঁচানো যায়: বেশি ট্যাক্স দিতে না চাইলে প্যান কার্ডকে পুনরায় সক্রিয় করতে হবে। আয়কর বিভাগের তরফে জানানো হয়েছে, ৩০ জুনের পরে নিষ্ক্রিয় হয়ে যাওয়া প্যান কার্ড পুনরায় সক্রিয় করতে ই-ফাইলিং পোর্টালের মাধ্যমে ১০০০ টাকা পেমেন্ট করতে হবে।
advertisement
6/8
কিন্তু একটা ব্যাপার আছে। জরিমানা দেওয়ার পরেও ৩০ দিন প্যান নিষ্ক্রিয় থাকবে। অর্থাৎ এটা আবার সক্রিয় হতে ৩০ দিন সময় লাগবে। প্রায় এক মাস পরে গ্রাহক আবার প্যান কার্ড ব্যবহার করতে পারবেন।
advertisement
7/8
টিডিএস কখন কাটা হয়: ফিক্সড ডিপোজিটের সুদ ৪০ হাজার টাকার বেশি হলে টিডিএস কাটা হয়। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এর সীমা ৫০ হাজার টাকা। প্রসঙ্গত, এফডি-তে সুদ জমা হলে টিডিএস কেটে নেয় ব্যাঙ্ক।
advertisement
8/8
এর জন্য ম্যাচুরিটির সময় পর্যন্ত অপেক্ষা করে না। অর্থাৎ কেউ যদি ৩ বছরের জন্য এফডি করেন, তাহলে সুদ পরিশোধ করার সময় ব্যাঙ্ক প্রতি বছর টিডিএস কেটে নেবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
ব্যাঙ্কে Fixed Deposit আছে? এই কাজটা না করলে মোটা টাকা কাটা যাবে, বাঁচাবেন কীভাবে দেখে নিন!