TRENDING:

তেলে ভরপুর ভেনেজুয়েলা, তবু মুদ্রা এত দুর্বল কেন? জেনে নিন, সেখানে ১০ হাজার ভারতীয় টাকার মূল্য কত?

Last Updated:
India-Venezuela Currency: ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে নিকোলাস মাদুরো গ্রেফতার, বলিভার দুর্বল অতিমুদ্রাস্ফীতি ও নিষেধাজ্ঞায়। ১০,০০০ ভারতীয় টাকা ভেনেজুয়েলায় কত জানেন? তেল থাকা সত্ত্বেও সংকট।
advertisement
1/7
তেলে ভরপুর ভেনেজুয়েলা, তবু মুদ্রা এত দুর্বল কেন? জেনে নিন, ভারতীয় টাকা সেখানে কত!
ভারত–ভেনেজুয়েলা মুদ্রা: মার্কিন সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গ্রেফতার হওয়ার পর দেশটি আবারও আন্তর্জাতিক আলোচনায়।
advertisement
2/7
এই রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই নজরে এসেছে ভেনেজুয়েলার অর্থনীতি ও মুদ্রা পরিস্থিতি। বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেলের মজুত থাকা সত্ত্বেও ভেনেজুয়েলার মুদ্রা কেন এতটা দুর্বল—এই প্রশ্ন উঠছে বহু মানুষের মনে। পাশাপাশি ভারত ও ভেনেজুয়েলার মুদ্রামূল্যের তুলনাও সামনে আসছে।
advertisement
3/7
কেন দুর্বল ভেনেজুয়েলার মুদ্রা? ভেনেজুয়েলার মুদ্রার নাম বলিভার (আন্তর্জাতিক কোড: VES)। গত এক দশকে এটি বিশ্বের সবচেয়ে দ্রুত অবমূল্যায়িত মুদ্রাগুলির একটি। অতিমুদ্রাস্ফীতি, দুর্বল অর্থনৈতিক ব্যবস্থাপনা এবং দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতায় কার্যত ভেঙে পড়েছে বলিভারের শক্তি।
advertisement
4/7
২০১৭ সালে ভেনেজুয়েলা কার্যত দেউলিয়া হওয়ার কথা ঘোষণা করে, যার ফলে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা সম্পূর্ণভাবে নষ্ট হয়। এর সঙ্গে যুক্তরাষ্ট্র ও পশ্চিমি দেশগুলির আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। তেল উৎপাদন কমে যাওয়া এবং রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার দুর্বলতাও অর্থনীতি ঘুরে দাঁড়াতে বাধা হয়ে দাঁড়িয়েছে।
advertisement
5/7
বলিভারের দুর্বলতার সবচেয়ে বড় ধাক্কা এসে পড়েছে সাধারণ মানুষের উপর। দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস কিনতেও বিপুল অঙ্কের নগদ টাকা খরচ করতে হচ্ছে। দোকানে পণ্যের দাম দিনে একাধিকবার বদলে যাচ্ছে। এর ফলে বহু মানুষই ডলার-সহ বিদেশি মুদ্রার উপর নির্ভরশীল হয়ে পড়েছেন।
advertisement
6/7
ভেনেজুয়েলায় ১০,০০০ ভারতীয় টাকার মূল্য কত? মুদ্রামূল্যের হিসেবে Vice.com-এর একটি প্রতিবেদন অনুযায়ী, ১ ভারতীয় টাকার মূল্য প্রায় ৩.৩৮ ভেনেজুয়েলার বলিভার। সেই হিসাবে ১০,০০০ ভারতীয় টাকা ভেনেজুয়েলায় প্রায় ৩৩,৮৫০ বলিভারের সমান। তবে এই হার স্থির নয়। ভেনেজুয়েলায় মুদ্রাবাজারের অবস্থা ও রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করে বিনিময় হার প্রায়ই বদলে যায়। তবু এই হিসেব থেকেই স্পষ্ট, ভেনেজুয়েলার মুদ্রা ভারতীয় টাকার তুলনায় অনেকটাই দুর্বল।
advertisement
7/7
তেল থাকা সত্ত্বেও কেন অর্থনৈতিক সংকট? প্রশ্ন উঠতেই পারে—বিশ্বের সবচেয়ে বড় তেল মজুত থাকা সত্ত্বেও ভেনেজুয়েলার অর্থনীতি এত দুর্বল কেন? এর একটি বড় কারণ হল ভেনেজুয়েলার অপরিশোধিত তেল ভারী ও ঘন প্রকৃতির, যা উত্তোলন ও পরিশোধন করতে খরচ বেশি। পুরনো প্রযুক্তি, পর্যাপ্ত বিনিয়োগের অভাব এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে তেল থেকে প্রত্যাশিত রাজস্ব মিলছে না। ফলত তেলের ভাণ্ডার থাকা সত্ত্বেও অর্থনৈতিক সঙ্কট থেকে বেরিয়ে আসতে পারছে না দেশটি।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
তেলে ভরপুর ভেনেজুয়েলা, তবু মুদ্রা এত দুর্বল কেন? জেনে নিন, সেখানে ১০ হাজার ভারতীয় টাকার মূল্য কত?
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল