Cultivation: এই গাছটি 'কুবরের ধন', অল্প সময়ে বিপুল মুনাফা, গোটা বছরই এই ফসলের দাম ও চাহিদা তুঙ্গে
- Published by:Rukmini Mazumder
- local18
- Reported by:Trending Desk
Last Updated:
আজকাল কৃষকদের পছন্দ এই চাষ, অল্প সময়েই বিপুল লাভ
advertisement
1/4

জেহানাবাদের কৃষকদের চিন্তাভাবনা ক্রমেই বদলে যাচ্ছে। এখানকার কৃষকরা এখন ভিন্ন কিছু করার ইচ্ছে নিয়ে নতুন ফসল চাষ করছেন, যাতে তাঁদের আয় বাড়ে। যেমন জেহানাবাদ জেলার এক কৃষক শহরের মধ্যেই স্ট্রবেরির চাষ করেছেন।
advertisement
2/4
এই কৃষক হলেন জেহানাবাদ জেলার মখদুমপুর ব্লকের বাসিন্দা নরেন্দ্র কুমার, যিনি এই জেলায় প্রথমবার স্ট্রবেরি চাষ করেছেন। তিনি এক হাজার চারা রোপণ করেছেন। তবে কৃষক নরেন্দ্র কুমার উন্নত পদ্ধতিতে চাষ করছেন। নেট হাউসে তিনি অনেক ধরনের সবজির চাষ করেন। এবার তিনি স্ট্রবেরি চাষ করে নতুন ও ভিন্ন কিছু করার চেষ্টা করেছেন।
advertisement
3/4
নরেন্দ্র কুমার বিগত ২ বছর ধরে ক্যাপসিকাম চাষ করে ভাল আয় করছেন। একই সঙ্গে একই নেট হাউসে স্ট্রবেরি চাষও হচ্ছে। ভাল কৃষক হওয়ায় তিনি বিভাগীয় সাহায্যও পান।
advertisement
4/4
খরচ এবং আয় কত হবে -নরেন্দ্র কুমার জানিয়েছেন, সাধারণত স্ট্রবেরি এক ধরনের শীতকালীন ফসল। এটি অক্টোবর-নভেম্বর মাস নাগাদ রোপণ করা হয়। ফেব্রুয়ারি-মার্চ মাসে এই ফসল তোলা হয়। একটি গাছ থেকে ৫০০ থেকে ৬০০ গ্রাম স্ট্রবেরি ফল পাওয়া যায়। স্ট্রবেরি গাছের জন্য প্রয়োজন বেলে মাটি। যদি এক একর জমি থেকে আয়ের কথা ধরা হয়, তাহলে কমপক্ষে ৬ লাখ টাকা আয় করা যেতে পারে। এতে ২ লাখ টাকা থেকে ২.৫ লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Cultivation: এই গাছটি 'কুবরের ধন', অল্প সময়ে বিপুল মুনাফা, গোটা বছরই এই ফসলের দাম ও চাহিদা তুঙ্গে