TRENDING:

ফিক্সড ডিপোজিটে ৯ শতাংশ সুদ, কোন ব্যাঙ্ক দিচ্ছে দেখে নিন এখনই

Last Updated:
সম্প্রতি বেশ কয়েকটি ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটের উপর সুদের হার বাড়িয়েছে। দেখে নেওয়া যাক কেমন হল নতুন হার।
advertisement
1/8
ফিক্সড ডিপোজিটে ৯ শতাংশ সুদ, কোন ব্যাঙ্ক দিচ্ছে দেখে নিন এখনই
গত কয়েক বছরে ব্যাপক ধাক্কা খেয়েছে অর্থনীতি। তার ফল সব থেকে বেশি ভোগ করছেন সাধারণ মধ্যবিত্ত মানুষ। ক্রমাগত কমেছে ফিক্সড ডিপোজিটের উপর সুদের হার।
advertisement
2/8
তবে সম্প্রতি বেশ কয়েকটি ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটের উপর সুদের হার বাড়িয়েছে। দেখে নেওয়া যাক কেমন হল নতুন হার।
advertisement
3/8
ইউনিটি স্মল ফিনান্স ব্যাঙ্ক লিমিটেড (ইউনিটি ব্যাঙ্ক)— এই ব্যাঙ্ক নির্বাচিত মেয়াদে ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়িয়েছে। ২ কোটি টাকার কম ডিপোজিটের ক্ষেত্রে এই হার প্রযোজ্য হবে ৯, অক্টোবর ২০২৩ থেকে।
advertisement
4/8
এই ব্যাঙ্কে প্রবীণ নাগরিকরা ৭০১ দিনের জন্য ফিক্সড ডিপোজিট করলে পাবেন ৯.৪৫ শতাংশ হারে সুদ। এটা নিঃসন্দেহে আকর্ষণীয়। সাধারণ মানুষের ক্ষেত্রে ওই একই মেয়াদে সুদ দেওয়া হবে ৮.৯৫ শতাংশ হারে। শুধু এটুকুই নয়। ইউনিটি ব্যাঙ্ক সর্বোচ্চ সুদের হার ঘোষণা করেছে। ১০০১ দিনের মেয়াদের জন্য প্রবীণ নাগরিকরা অর্থ বিনিয়োগ করলে পাবেন ৯.৫০ শতাংশ সুদ। সাধারণ নাগরিকরা ওই মেয়াদে করা ফিক্সড ডিপোজিটের জন্য পাবেন ৯ শতাংশ সুদ।
advertisement
5/8
১৮১ থেকে ২০১ দিন এবং ৫০১ দিনের মেয়াদের জন্য প্রবীণ নাগরিকরা পেতে পারেন ৯.২৫ শতাংশ সুদ। সাধারণ নাগরিকরা পাবেন ৮.৭৫ শতাংশ সুদ। ৭ থেকে ১০ বছরের মেয়াদে ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক তার নিয়মিত গ্রাহকদের ৪.৫ শতাংশ থেকে ৯ শতাংশ পর্যন্ত সুদ দেওয়ার কথা ঘোষণা করেছে। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সেটা ৪.৫ থেকে ৯.৫ শতাংশ।
advertisement
6/8
ব্যাঙ্ক অফ বরোদা— ব্যাঙ্ক অফ বরোদাও বিভিন্ন মেয়াদে ফিক্সড ডিপোজিটের উপর সুদের হার বাড়িয়েছে৷ এখানে ৩ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে ফিক্সড ডিপোজিটের উপর ৫০ বেসিস পয়েন্ট পর্যন্ত সুদের হার বাড়িয়েছে। নতুন এই সুদের হার ২ কোটির নিচে জমা করা টাকার উপর প্রযোজ্য হবে ৯ অক্টোবর ২০২৩ থেকে।
advertisement
7/8
কিন্তু বেসরকারি ঋণদাতা ইয়েস ব্যাঙ্ক এবং এইচডিএফসি ব্যাঙ্কও ২ কোটি টাকার নিচে জমানো আমানতের উপর নির্বাচিত মেয়াদে ফিক্সড ডিপোজিটে সুদের হার কমিয়েছে। ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্কও ২০২৩ সালের অক্টোবরে তাদের ফিক্সড ডিপোজিটের উপর সুদের হার সংশোধন করেছে।
advertisement
8/8
এই অক্টোবরে টানা চতুর্থবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সুদের হার অপরিবর্তিত রেখেছে। ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে বেঞ্চমার্ক রেপো রেট বেড়ে এখন দাঁড়িয়েছে ৬.৫০ শতাংশে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
ফিক্সড ডিপোজিটে ৯ শতাংশ সুদ, কোন ব্যাঙ্ক দিচ্ছে দেখে নিন এখনই
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল