Gold Price Today : বাড়ল সোনার দাম! গয়না কিনতে যাওয়ার আগে অবশ্যই চেক করে নিন লেটেস্ট রেট
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
আন্তর্জাতিক বাজারে এদিন ঊর্ধ্বমুখী সোনা ও রুপোর দাম ৷ সোনার দাম ০.৬৮ শতাংশ কমে প্রতি আউন্সে ১৭১৯.৭২ ডলার হয়ে গিয়েছে ৷
advertisement
1/5

বিশ্ব বাজারের প্রভাব দেশের বাজারে সোনা ও রুপোর দামে দেখা গেল মঙ্গলবার ৷ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে এদিন সোনার দাম ০.৩৯ শতাংশ বেড়েছে ৷ সোনার পাশাপাশি রুপোর দামও শুরুতে বেড়েছে ০.৮৬ শতাংশ ৷ আন্তর্জাতিক বাজারে এদিন সোনার দাম ০.৬৮ শতাংশ বেড়েছে ৷
advertisement
2/5
এমসিএক্সে ২৪ ক্যারেট সোনা সকালে ৯:১০ মিনিটে ১৯৮ টাকা বেড়ে প্রতি ১০ গ্রামে ৫০,৬৩১ টাকায় ট্রেড করছে ৷ সোনায় ট্রেডিং এদিন ৫০,৫৫৫ টাকায় শুরু হয়েছিল ৷ এরপর বেড়ে ৫০,৬৮৫ টাকা হয়ে গিয়েছিল ৷ পরে অবশ্য দাম একটু কমে ৫০,৬৩১ টাকা হয়ে গিয়েছিল ৷
advertisement
3/5
বেড়েছে রুপোর দামও - মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার পাশাপাশি চমক বেড়েছে রুপোরও ৷ মঙ্গলবার রুপোর দাম ৪৬১ টাকা বেড়ে প্রতি কিলোতে ৫৩৮৫১ টাকা হয়েছে ৷ দিনের শুরুতে রুপো ৫৩,৯৮০ টাকায় ট্রেড করছিল ৷ এর কিছুক্ষণ পর ৮০ টাকা কমে যায় এবং দাম ৫৩৮৫১ টাকা হয়ে গিয়েছে ৷
advertisement
4/5
আন্তর্জাতিক বাজারে সোনা ও রুপোর দাম আন্তর্জাতিক বাজারে এদিন ঊর্ধ্বমুখী সোনা ও রুপোর দাম ৷ সোনার দাম ০.৬৮ শতাংশ কমে প্রতি আউন্সে ১৭১৯.৭২ ডলার হয়ে গিয়েছে ৷ অন্যদিকে, রুপোর দাম ২.০৮ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ১৮.৩৩ ডলারে ট্রেড করছে ৷
advertisement
5/5
সোমবার বেড়েছিল দাম - সোমবার ৫ সেপ্টেম্বর দেশের বাজারে সোনার দাম প্রতি ১০ গ্রামে ১১৩ টাকা বেড়েছিল ৷ দিল্লির সরাফা বাজারে সোনার দাম বেড়ে হয়েছিল ৫০,৯৮৫ টাকা হয়ে গিয়েছিল ৷ সোনার সঙ্গে সোমবার রুপোর দামও বেড়েছিল ৷ রুপোর দাম প্রতি কিলোগ্রামে ৪২৮ টাকা বেড়ে ৫৩,৯৮০ টাকা হয়েছে ৷ আন্তর্জাতিক বাজারে সোনা ও রুপোর দাম সোমবার স্থির ছিল ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Gold Price Today : বাড়ল সোনার দাম! গয়না কিনতে যাওয়ার আগে অবশ্যই চেক করে নিন লেটেস্ট রেট