Gold Price Today: করবা চৌথে কত হল সোনার দাম? দোকানে যাওয়ার আগে চেক করে নিন
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
আন্তর্জাতিক বাজারেও এদিন ঊর্ধ্বমুখী সোনার দাম ৷
advertisement
1/4

আন্তর্জাতিক বাজারে ও দেশের বাজারে বৃহস্পতিবার ১৩ অক্টোবর ফের ঊর্ধ্বমুখী সোনার দাম ৷ দেশের বাজারে কেবল সোনা নয়, রুপোর দামও হাল্কা বেড়ে গিয়েছে ৷ তবে গ্লোবাল মার্কেটে দাম কমেছে রুপোর দাম ৷ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) সোনার দাম বৃহস্পতিবার শুরুতে ০.০২ শতাংশ বেড়ে ট্রেডিং করছিল ৷ রুপোর দাম এমসিএক্সে ০.০৪ শতাংশ বেড়ে গিয়েছে ৷
advertisement
2/4
বৃহস্পতিবার এমসিএক্সে ২৪ ক্যারেট শুদ্ধতার সোনার দাম সকাল ৯.২৫ মিনিটে ১১ টাকা বেড়ে প্রতি ১০ গ্রামে ৫০,৯১৬ টাকা হয়েছে ৷ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে এদিন রুপোর দাম (Silver Rate Today) ২৩ টাকা বেড়ে ৫৭,৩৪৮ টাকা হয়ে গিয়েছে ৷ রুপো এদিন ৫৭,৩৭৪ টাকায় ট্রেডিং শুরু করেছিল ৷ একবার দাম বেড়ে ৫৭,৪০০ টাকা হলেও পরে ৫৭,৩৪৮ টাকায় ট্রেড করছিল ৷
advertisement
3/4
আন্তর্জাতিক বাজারে সোনা ও রুপোর দাম- আন্তর্জাতিক বাজারেও এদিন ঊর্ধ্বমুখী সোনার দাম ৷ সোনার বর্তমান দিম ০.৩২ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ১৬৬৯.০৬ ডলার হয়েছে ৷ গত কয়েকদিন দাম কমার পর এদিন দাম বেড়েছে সোনালি ধাতুর ৷ অন্যদিকে দাম কমেছে রুপোর ৷ ০.৭৯ শতাংশ রুপোর দাম কমে প্রতি আউন্সে ১৮.৯৮ ডলার হয়েছে ৷
advertisement
4/4
সরাফা বাজারে কমল দাম - দিল্লির সরাফা বাজারে বুধবার সোনার দাম ২০ টাকা কমে প্রতি ১০ গ্রামে ৫১,১৫৫ টাকা হয়েছিল ৷ সোনার মতো রুপোর দাম ৪৭৩ টাকা কমে প্রতি কিলোতে ৫৮,১৬৯ টাকায় বন্ধ হয়েছিল ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Gold Price Today: করবা চৌথে কত হল সোনার দাম? দোকানে যাওয়ার আগে চেক করে নিন