Bank Holidays March 2025: আসছে হোলি, সঙ্গে ইদ, চলতি বছরের মার্চ মাসে বেশ অনেক দিনই ব্যাঙ্ক বন্ধ থাকবে ! দেখুন সম্পূর্ণ তালিকা
- Published by:Dolon Chattopadhyay
- Written by:Trending Desk
Last Updated:
Bank Holiday List: ব্যাঙ্কের কাজ হলে বিশেষ করে এই ব্যাপারে নিজেকে আপডেট রাখতেই হয়। না হলে ছুটির দিনে ব্যাঙ্কে গিয়ে হয়রানির সম্ভাবনা থেকে যায়।
advertisement
1/5

নতুন ক্যালেন্ডার হাতে পেলেই আমরা সবাই ছুটির দিনগুলো তারিখ মিলিয়ে মিলিয়ে দেখতে ব্যস্ত হয়ে পড়ি। সেটা নিছকই একটা মজা নয়, দরকারও বটে। সে দরকার কোথাও বোড়াতে যাওয়ার পরিকল্পনা করার জন্য হোক বা কোনও গুরুত্বপূর্ণ ব্যাঙ্কের কাজের জন্য। ব্যাঙ্কের কাজ হলে বিশেষ করে এই ব্যাপারে নিজেকে আপডেট রাখতেই হয়। না হলে ছুটির দিনে ব্যাঙ্কে গিয়ে হয়রানির সম্ভাবনা থেকে যায়।
advertisement
2/5
ভারত জুড়ে ব্যাঙ্কগুলো ২০২৫ সালের মার্চ মাসে রবিবার এবং দ্বিতীয় শনিবার বাদে ৮ দিন বন্ধ থাকবে। ১৮৮১ সালের নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের অধীনে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) ছুটির তালিকার উপর ভিত্তি করে এই ছুটিগুলি রাজ্য এবং উৎসবের দিন অনুসারে পরিবর্তিত হয়, যা হোলি, ইদ-উল-ফিতর এবং আঞ্চলিক উৎসব পালনের মতো প্রধান দিনগুলিকে কভার করে৷
advertisement
3/5
২০২৫ সালের মার্চ মাসে ব্যাঙ্ক ছুটির তালিকা -৭ মার্চ (শুক্রবার): মিজোরামের চাপচার কুট উৎসবের জন্য ব্যাঙ্ক বন্ধ থাকবে।১৩ মার্চ (বৃহস্পতিবার): হোলিকা দহন এবং পোঙ্গালা - উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড এবং কেরলের ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে৷১৪ মার্চ (শুক্রবার): হোলি (ধুলান্ডি, দোল যাত্রা) – ত্রিপুরা, ওড়িশা, কর্নাটক, তামিলনাড়ু, মণিপুর, কেরল এবং নাগাল্যান্ড ছাড়া বেশিরভাগ রাজ্যে একটি সরকারি ছুটি।
advertisement
4/5
১৫ মার্চ (শনিবার): নির্বাচিত রাজ্যগুলিতে হোলি - ত্রিপুরা, ওড়িশা, কর্নাটক, তামিলনাড়ু এবং মণিপুরের মতো রাজ্যগুলি এই দিনে হোলি পালন করবে।২২ মার্চ (শনিবার): বিহার দিবস - রাজ্যের গঠন দিবস উপলক্ষে বিহারের ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।২৭ মার্চ (বৃহস্পতিবার): শব-ই-কদর - জম্মু ও কাশ্মীরের ব্যাঙ্কগুলি এই ইসলামিক উৎসব পালনের জন্য বন্ধ থাকবে।২৮ মার্চ (শুক্রবার): জুমাতুল-বিদা - রমজানের শেষ শুক্রবার জম্মু ও কাশ্মীরে ব্যাঙ্কে ছুটির দিন হবে।৩১ মার্চ (সোমবার): ইদ-উল-ফিতর - মিজোরাম এবং হিমাচল প্রদেশ বাদে বেশিরভাগ রাজ্য সরকারি ছুটি পালন করবে।
advertisement
5/5
ব্যাঙ্কের কাজ তাই আগে থেকেই পরিকল্পনা করা উচিত -যেহেতু এই ছুটির বেশির ভাগই সপ্তাহের দিনে পড়ে, তাই গ্রাহকদের উচিত তাঁদের ব্যাঙ্কিং চাহিদা অনুযায়ী পরিকল্পনা করা। যদিও ব্যাঙ্কের শাখাগুলি বন্ধ থাকবে, তবে ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবাগুলি যেমন নেট ব্যাঙ্কিং, ইউপিআই এবং এটিএমগুলি চালু থাকবে৷ যাই হোক, কোনও নির্দিষ্ট ছুটি বা পরিবর্তনের জন্য স্থানীয় ব্যাঙ্কের শাখাগুলির সঙ্গে সেই তালিকা মিলিয়ে নেওয়া সব সময়েই উচিত হবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Bank Holidays March 2025: আসছে হোলি, সঙ্গে ইদ, চলতি বছরের মার্চ মাসে বেশ অনেক দিনই ব্যাঙ্ক বন্ধ থাকবে ! দেখুন সম্পূর্ণ তালিকা