TRENDING:

Credit Card New Rules: বড় খবর ! কাল থেকে বদলাতে চলেছে ক্রেডিট কার্ডের নিয়ম, পেমেন্টে কী প্রভাব পড়বে ?

Last Updated:
Changes in Credit Card Rules: মঙ্গলবার থেকে পরিবর্তন হচ্ছে ক্রেডিট কার্ডের একাধিক নিয়ম। EMI, মিনিমাম ডিউ ও বিমা কভারে আসছে বড় পরিবর্তন।
advertisement
1/8
বড় খবর ! কাল থেকে বদলাতে চলেছে ক্রেডিট কার্ডের নিয়ম, পেমেন্টে কী প্রভাব পড়বে ?
এসবিআই কার্ড (SBI Card) ১৫ জুলাই ২০২৫ থেকে কিছু বড় পরিবর্তন আনতে চলেছে। স্বাভাবিক ভাবেই এই পরিবর্তনের প্রভাব পড়বে ক্রেডিট কার্ড পেমেন্টের উপরে।যদি আপনি এসবিআই এলিট, প্রাইম, পালস, আইআরসিটিসি (IRCTC) বা অন্য কোনও কো-ব্র্যান্ডেড কার্ড হোল্ডার হন, তাহলে এই পরিবর্তনগুলি সম্পর্কে জানা আপনার জন্য খুবই জরুরি ।
advertisement
2/8
কী কী বদলাবে ?মিনিমাম অ্যামাউন্ট ডিউ (MAD):এবার থেকে মিনিমাম অ্যামাউন্ট ডিউ (MAD)-এর হিসেব আরও কঠোরভাবে করা হবে। এতে EMI, GST, ফি বা চার্জ, ফিনান্সিয়াল চার্জ, নির্ধারিত লিমিটের অতিরিক্ত কোনও খরচ এবং বকেয়া ব্যালেন্সের ২% যোগ হবে।এর ফলে এখন মিনিমাম অ্যামাউন্ট ডিউ আগের তুলনায় বেড়ে যাবে।
advertisement
3/8
আপডেটেড পেমেন্ট সেটেলমেন্ট অর্ডার:এসবিআই কার্ড ১৫ জুলাই, ২০২৫ থেকে পেমেন্ট অ্যাডজাস্ট করার নিয়ম বদলাতে চলেছে। এখন থেকে পেমেন্ট প্রথমে যাবে GST, তারপর EMI, চার্জ, ফিনান্স ফি, ব্যালেন্স ট্রান্সফার, রিটেল খরচ এবং শেষে ক্যাশ অ্যাডভান্স-এর দিকে।যদি আগের বকেয়া পরিশোধ সময়মতো না করা হয়, তাহলে এই নতুন নিয়মের ফলে সুদের পরিমাণ আরও বেড়ে যেতে পারে।
advertisement
4/8
বন্ধ হচ্ছে বিমান দুর্ঘটনা ইনস্যুরেন্স কভার:এসবিআই কার্ড ১১ আগস্ট, ২০২৫ থেকে ইউকো ব্যাঙ্ক, KVB, PSB-এর মতো অংশীদার ব্যাঙ্কগুলির সঙ্গে যুক্ত বিভিন্ন কো-ব্র্যান্ডেড কার্ডে দেওয়া ৫০ লক্ষ থেকে ১ কোটি টাকার কমপ্লিমেন্টারি বিমান দুর্ঘটনা বিমা কভার বন্ধ করে দেবে।
advertisement
5/8
আপনার কী করা উচিত?
advertisement
6/8
যদি আপনি এসবিআই ক্রেডিট কার্ড হোল্ডার হয়ে থাকেন, তাহলে আপনার কার্ডের নতুন শর্তাবলী ও চার্জগুলি খুব ভালভাবে পর্যালোচনা করুন।সুদ, চার্জ এবং ফি থেকে বাঁচতে মিনিমাম অ্যামাউন্ট ডিউ-এর চেয়ে বেশি অর্থ পরিশোধ করার চেষ্টা করুন।
advertisement
7/8
নতুন পেমেন্ট সেটেলমেন্ট অর্ডার ভালভাবে বুঝে নিন, যাতে আপনি বকেয়া বিল নিয়ে পরিষ্কার ধারণা রাখতে পারেন।আপনার ক্রেডিট কার্ডে বর্তমানে যেসব সুবিধা রয়েছে, তা যাচাই করুন। যদি তা এখন আপনার প্রয়োজন অনুযায়ী উপযুক্ত না হয়, তাহলে কার্ড আপগ্রেড করার কথাও ভাবতে পারেন।
advertisement
8/8
এই বিষয়ে আরও বিস্তারিত জানতে লগইন করতে পারেন www.sbicard.com ওয়েবসাইটে ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Credit Card New Rules: বড় খবর ! কাল থেকে বদলাতে চলেছে ক্রেডিট কার্ডের নিয়ম, পেমেন্টে কী প্রভাব পড়বে ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল