Central Govt Scheme For Women: মহিলাদের জন্য কেন্দ্রের ৫টি সেরা প্রকল্প, মেয়েদের গেম চেঞ্জার, জীবন গড়ে তোলের সেরা যোজনা
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Central Govt Scheme For Women: মহিলাদের জন্য কেন্দ্রীয় সরকারের সেরা পাঁচটি প্রকল্প, আর্থিক, সামাজিক ভাবে শক্তিশালী করে তোলে
advertisement
1/19

মহিলাদের জন্য আজ থেকে বেশ কয়েক বছর আগেও কোনও যোজনা বা সরকারি প্রকল্প ছিলনা যার সুবিধা পেতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/19
পুরুষদের জন্য অনেক সুযোগ সুবিধা বা সরকারি স্কিম ছিল ৷ কিন্তু দিন বদলেছে বদলেছে চিন্তা ভাবনাও ৷ বেশ কয়েকটি প্রকল্পতেই মহিলারা আজ অনেক হারা বাজি সহজেই জিতেছেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/19
দিনের পর দিন মহিলাদের জন্য সংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ৷ এক নয় পাঁচটি কেন্দ্রীয় সরকারি প্রকল্প আরও মজবুত করেছে তাঁদের পায়ের তলার মাটিও ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/19
প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা (PMMVY), গর্ভবতী মহিলাদের সন্তান প্রতিপালন ও সন্তানকে স্তন্যপান করানোর ক্ষেত্রে অর্থনৈতিক সাহায্য দেওয়া হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/19
প্রথম সন্তানের জন্ম হলে ৫,০০০ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়ে থাকে ৷ মা ও সন্তানের শরীর যাতে ভাল থাকে ৷ কর্মরত মহিলারা ছুটির সুবিধা আছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/19
১৮-৪৯ বছরের বিবাহিত মহিলারা প্রথম সন্তানের জন্মের পরে আবেদন করতে পারেন ৷ অঙ্গনওয়াড়ি কেন্দ্র বা অনলাইনে PMMVY ওয়েবসাইটে যেতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/19
সেখানে আবেদন করার জন্য আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বাচ্চার জন্মের প্রমাণপত্র দিতে হবে ৷ ৬ মাসের মধ্যে আবেদন করতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/19
সুবিধা ২০২৫ পর্যন্ত ৩ কোটি মহিলা ইতিমধ্যেই এই সুবিধা পেতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/19
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (PMUY), দারিদ্র্য সীমার নীচে বসবাসকারী মহিলাদের LPG সংযোগ দেওয়া হয়ে থাকে ৷ ধোঁয়ায় রান্না করতে করতে শরীর যখন ঝাঁঝরা হয়ে যাচ্ছে সেই কারণেই সংযোগ বিনামূল্যে, সিলিন্ডারেও ভর্তুকি দেয় কেন্দ্র ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/19
বিপিএল পরিবারের মহিলারা SECC 2011 তালিকাভুক্ত ৷ আবেদন কীভাবে করবেন? এই কারণেই নিকটবর্তী LPG ডিস্ট্রিবিউটর বা mylpg.in-এ গিয়ে আবেদন করতে পারেন ৷ আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত বিবরণ দিতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/19
প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা (PMMY), ছোট ব্যবসার ক্ষেত্রে কোনও গ্যারান্টি ছাড়াই ১০ লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যায় ৷ মহিলাদের জন্য ৩০ শতাংশ বেশি টাকা বরাদ্দ থাকে ৷ অর্থাৎ ৩০ লক্ষ টাকা পর্যন্ত মহিলারা পেতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/19
ভারতীয় মহিলা SC/ST বা জেনারেল ক্যাটাগরির আবেদন করতে পারেন ৷ আবেদন করতে পারেন কীভাবে? আবেদন করতে পারেন ব্যাঙ্ক বা SIDBI-এ আবেদন করতে পারেন, এই জন্য প্যান ও আধার থাকতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
13/19
মহিলারা ঋণ পাবেন ৷ ব্যবসা বাণিজ্য বৃদ্ধিতে বিশেষ ভাবে কার্যকর ভূমিকা গ্রহণ করেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
14/19
স্ট্যান্ডআপ ইন্ডিয়া SC/ST ও মহিলারা ১০ লক্ষ থেকে ১ কোটি টাকার ঋণও পেতে পারেন ৷ ব্যবসা শুরু করতে ঋণ পাবেন, কম সুদে ঋণ পাবেন, সুদও অনেক কম ৷ প্রতীকী ছবি ৷
advertisement
15/19
১৮ বছরের বেশি যে সমস্ত মহিলারা প্রথমবার ব্যবসা বাণিজ্য করতে চান তাঁরা করতে পারেন ৷ ব্যাঙ্কে গিয়ে আবেদন করতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
16/19
standupmitra.in ওয়েবসাইটে যেতে হবে ৷ প্যান, আধার ও ব্যবসার আইডিয়া জমা দিতে হবে ৷ ২০২৫ লক্ষাধিক মহিলা এই প্রকল্পে নিজেদের নাম সংযুক্ত করেছেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
17/19
০-১৮ বছর পর্যন্ত মেয়েরা প্রকল্পের সুবিধা পেতে পারেন ৷ আবেদন কীভাবে করবেন? স্থানীয় অঙ্গনওয়াড়ি কেন্দ্র বা betibachao.gov.in গিয়ে স্কুলের শংসাপত্র, আধার কার্ড প্রয়োজন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
18/19
মহিলাদের জন্য এই প্রকল্পগুলির সুবিধা আর্থিক সুরক্ষা, মাতৃত্ব ও এলপিজি থেকে সুস্বাস্থ্য, লেখাপড়া করে মেয়েদের ভবিষ্যত যাতে উজ্জ্বল ও সুরক্ষিত হওয়ার ক্ষেত্রে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
19/19
মহিলাদের জন্য কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প অত্যন্ত কাজের ৷ এর প্রভাবে জীবন আর্থিক ভাবে সুরক্ষিত ও শক্তিশালী হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Central Govt Scheme For Women: মহিলাদের জন্য কেন্দ্রের ৫টি সেরা প্রকল্প, মেয়েদের গেম চেঞ্জার, জীবন গড়ে তোলের সেরা যোজনা