Byju's: স্কুল খুলতেই ডিজিটাল শিক্ষায় কোপ! ৬০০ কর্মীকে ছাঁটাই করল Byju’s
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Byju's: একসঙ্গে চাকরি হারালেন ৬০০ জন কর্মীর!
advertisement
1/5

অনলাইন শিক্ষার জনপ্রিয় প্ল্যাটফর্ম বাইজুস (Byju’s) এবার অন্তত ৬০০ জন কর্মীকে ছাঁটাই করল। স্কুল খুলতেই কি তবে ডিজিটাল শিক্ষায় কোপ!
advertisement
2/5
বাইজুস-এর ম্যানেজমেন্ট জানিয়েছে, সংস্থার ভবিষ্যতের কথা ভেবেই এমন কঠিন সিদ্ধান্ত তাঁদের নিতে হয়েছে। এবার থেকে তারা দক্ষ কর্মীদের নিয়েই কাজ করতে চায় বলে জানিয়েছে।
advertisement
3/5
করোনা প্রকোপ অনেকটাই কমেছে। ফলে বিভিন্ন রাজ্যে খুলেছে স্কুল। যার জেরে ডিজিটাল মাধ্যমে শিক্ষা কিছুটা হলেও ধাক্কা খেয়েছে। সেই ধাক্কা সামলাতেই কি কর্মীদের ছাঁটাই করল বাইজুস!
advertisement
4/5
গত বছর টপর (Toppr) এবং হোয়াইট হ্যাট জুনিয়র (White Hat Junior)-এর মতো দুটি জনপ্রিয় প্ল্যাটফর্ম কিনে নিয়েছিল বাইজুস। এই দুই জায়গা থেকেই ৬০০ কর্মীকে ছাঁটাই করা হয়েছে। সেলস ও মার্কেটিং দপ্তরের কর্মীরা শুধুমাত্র রেহাই পেয়েছেন বলে জানা গিয়েছে। বাক সব দপ্তর থেকেই ছাঁটাই হয়েছে।
advertisement
5/5
জানা গিয়েছে মেডিক্যাল পরীক্ষায় প্রস্তুতিতে সাহায্য করা জনপ্রিয় সংস্থা আকাশ-এর সঙ্গে গাঁটছড়া বেঁধে ব্যাপক ক্ষতির মুখে পড়েছিল বাইজুস।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Byju's: স্কুল খুলতেই ডিজিটাল শিক্ষায় কোপ! ৬০০ কর্মীকে ছাঁটাই করল Byju’s