New Business Idea: হাতে তৈরি গয়নারের চাহিদা ব্যপক! স্বল্প পুঁজিতেই বহু মানুষ হচ্ছে স্বনির্ভর
- Published by:Arjun Neogi
- news18 bangla
- Reported by:RAKESH MAITY
Last Updated:
বর্তমান সময়ে সোনা ও রুপো বিভিন্ন ধাতুর গয়নার থেকেও বেশি চল রয়েছে মাটি ও কাপড়ের তৈরি হ্যান্ডক্রাফটেড গয়না, চাহিদের উপর নির্ভর করে বহু মানুষ স্বনির্ভর
advertisement
1/5

মহিলাদের সৌন্দর্য বাড়াতে অলংকার পরিধানের দারুন চল মহিলাদের মধ্যে। বিভিন্ন ধাতুর গয়নার পাশাপাশি নানা জিনিসের তৈরি গয়না পরার চল বর্তমান সময়ে।
advertisement
2/5
বর্তমান সময়ে সোনা রুপার গয়নার থেকেও বেশি ব্যবহার হচ্ছে হ্যান্ডক্রাফটেড জুয়েলারি। মাটি ও কাপড়ের গয়নার দারুন চল।
advertisement
3/5
ব্যাপক চাহিদা, মাটি ও কাপড়ের গয়না তৈরি করে বহু পুরুষ মহিলা স্বনির্ভর। হার কানের বালা চুরি ব্যাজ সহ বিভিন্ন জিনিস। সৃজনশীল চিন্তাভাবনা থাকলে এই ব্যবসায় সহজে প্রতিষ্ঠা লাভ করা যায়।
advertisement
4/5
অনলাইন এবং অফলাইন উভয়ক্ষেত্রেই এই হাতে তৈরি জিনিসের চাহিদা রয়েছে। এ সমস্ত গয়নার দাম ১০ টাকা থেকে শুরু করে ৮০০-১০০০ বা তারও বেশি দামে বিক্রি হচ্ছে।
advertisement
5/5
মাটি কাপড় রঙ পাট কাগজবোর্ড প্রধান উপকরণ হলেও এর সঙ্গে জরুর চুমকির মতো জিনিস ব্যবহার করে আরও সৌন্দর্য বেড়ে উঠছে এই হ্যান্ডমেড গয়নার।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
New Business Idea: হাতে তৈরি গয়নারের চাহিদা ব্যপক! স্বল্প পুঁজিতেই বহু মানুষ হচ্ছে স্বনির্ভর