TRENDING:

Business News:বছরে লাখ-লাখ টাকা আয়,এবার দুম্বার খামার তৈরি করে আপনিও হতে পারেন কোটিপতি

Last Updated:
দুম্বা প্রতিপালিত করে বাণিজ্যিকভাবে হতে পারেন আপনিও
advertisement
1/6
বছরে লাখ-লাখ টাকা আয়,এবার দুম্বার খামার তৈরি করে আপনিও হতে পারেন কোটিপতি
মরুভূমির প্রাণী দুম্বা এখন প্রতিপালিত হচ্ছে সবুজ-শ্যামল পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে। তবে এই 'দুম্বা' এখনও অনেকের কাছেই অপরিচিত
advertisement
2/6
দুম্বা হল ভেড়ার মতো দেখতে চর্বিযুক্ত মোটা লেজওয়ালা একটি প্রাণী। সৌদি আরব-সহ মরুভূমির দেশ থেকে আমাদের দেশে দুম্বা এসেছে। রাজস্থান ও হরিয়ানা-সহ বেশ কয়েকটি রাজ্যে দুম্বা প্রতিপালিত হয়। বর্তমানে বাংলাতেও দুম্বা প্রতিপালিত হচ্ছে। ছাগলের মাংসের থেকে দুম্বার মাংস অনেক বেশি সুস্বাদু হওয়ায় এর চাহিদাও রয়েছে। এই মাংসের প্রতি কেজির বাজারমূল্য ২০০০ টাকা।
advertisement
3/6
দুর্গাপুরের এক দুম্বা প্রতিপালকের কাছ থেকে জানা গেল, ছাগল ও ভেড়ার মত দুম্বাও ঘাস, কাঁঠাল পাতা খায়। এক-একটি দুম্বার ওজন এক কুইন্ট্যাল ছাড়ালে দাম মেলে দেড় থেকে দু'লক্ষ টাকা।
advertisement
4/6
মরুভূমির দেশের দুম্বার জন্য ইতিমধ্যেই বাংলার আবহাওয়া অনুকূল হয়ে উঠেছে। পাশাপাশি দুম্বার চাহিদা রাজ্য সহ - বাংলাদেশেও বৃদ্ধি পেয়েছে। ফলে দুম্বা প্রতিপালনে মুনাফাও ভাল হচ্ছে। তাই যদি গবাদিপশু পালন,অথবা ফার্ম করার পরিকল্পনা থাকে, তবে বাড়ির পাশে বা অন্যত্র ফাঁকা জায়গায় দুম্বার খামার গড়তে তুলতে পারেন আপনিও।বাড়িতে বসেই ভাল আয় করতে পারবেন।
advertisement
5/6
দুম্বার খামারে একই সঙ্গে ছাগল ভেড়া প্রতিপালন করা সম্ভব। দুর্গাপুর-ফরিদপুর ব্লকের ইচ্ছাপুর এলাকায় দুর্গাপুরের এক যুবক মহম্মদ তাসলিম দুম্বার খামার গড়ে সফল হয়েছেন। বর্তমানে তাঁর খামারে ৩০ টি দুম্বা প্রতিপালিত হচ্ছে। পাশাপাশি তিনি ছাগলও চাষ করছেন।
advertisement
6/6
মহম্মদ তাসলিম বলেন, ২০১৯ সালে তিনি একটি ছাগলের খামার তৈরি করেছিলেন। সেখানে মহারাষ্ট্র,রাজস্থান, পঞ্জাব,হরিয়ানা থেকে নানা প্রজাতির ছাগল ও ভেড়া নিয়ে এসে প্রতিপালন শুরু করেন। এর পরে হরিয়ানা থেকে বেশ কয়েকটি দুম্বার শাবক নিয়ে আসেন তাঁর খামারে। তিনি লক্ষ্য করেন, পশ্চিমবাংলার জলবায়ুতে ধীরে ধীরে খাপ খাইয়ে নিচ্ছে দুম্বাগুলি। বংশবিস্তারও শুরু করে দেয়। দেড় বছরের মধ্যে এক-একটি দুম্বার এক কুইন্ট্যালের বেশি ওজন বৃদ্ধি পায়
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Business News:বছরে লাখ-লাখ টাকা আয়,এবার দুম্বার খামার তৈরি করে আপনিও হতে পারেন কোটিপতি
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল