TRENDING:

Business: দিনে ৩০ হাজার টাকা পর্যন্ত বেচাকেনা, কালীপুজোর আগে দারুণ চাহিদা! 'এই' মিষ্টির ব্যবসায় লাভের মুখ দেখতে পারেন আপনিও

Last Updated:
কালীপুজোয় লাগে এই জিনিস। রমরমা বছরের এই একটা দিন। মাত্র একদিনে বেচাকেনা হয় কয়েক হাজার টাকার। এমন ব্যবসা ট্রাই করতে পারেন আপনিও
advertisement
1/6
দিনে ৩০ হাজার টাকা পর্যন্ত বেচাকেনা, কালীপুজোর আগে দারুণ চাহিদা 'এই' মিষ্টির
আর কয়েকটা দিন পরেই দীপান্বিতা অমাবস্যা কালীপুজো। রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্ত সেজে উঠবে আলোর রসনায়। বাড়ি ঘর থেকে শুরু করে চতুর্দিক আলোর ঝলমলে এক অন্যরকম পরিবেশ দেখা যায় এই দীপাবলিতে। (ছবি ও তথ্য রিন্টু পাঁজা)
advertisement
2/6
এ দীপাবলি এলেই কেউ কেনে বাড়ির জন্য বাহারি মোমবাতি, ডিজাইন করা প্রদীপ, বাহারি এলইডি লাইট। যা দিয়ে কার্যত তার নিজের বসতবাড়িকে সুন্দরভাবে সাজিয়ে তোলে। এক কথায় এই লাইট বাহারি মোমবাতি দিয়ে সাজিয়ে তুলতে বাড়িকে বেশ ভালই লাগে।
advertisement
3/6
তবে আপনি কি জানেন কালীপুজোতে লাগে এই কদমা। এ কদমা আবার কেউ কেউ মানত করেও থাকেন মা কালির কাছে। তাই বছরের এই একটা দিন থাকে রমরমা বাজার। মাত্র এই একদিনের জন্যই বিক্রি হয় প্রায় কয়েক হাজার টাকার কদমা। জানলে আপনিও অবাক হয়ে যাবেন।
advertisement
4/6
আসানসোলের দোমহানি গ্রাম। এই গ্রামকে কেউ কেউ কদমা গ্রাম বলে থাকেন, তার কারণ এখানে বংশ পরম্পরায় অনেক কদমার দোকান রয়েছে। সব মিলিয়ে প্রায় ১৫ টির কাছাকাছি দোকান রয়েছে এখানে। এদের মধ্যে কেউ কেউ আবার বংশ পরম্পরায় কদমা তৈরি করে আসছেন।
advertisement
5/6
ব্যবসায়ীরা কালীপুজোর জন্য অপেক্ষায় থাকেন তাদের এই সময়ে বিক্রি হয় কয়েক হাজার টাকার কদমা। বিক্রেতা প্রদীপ লাহা বলেন “এখানে কালীপুজোর জন্য ভালই বেচাকেনা হয় । কালীপুজোর একটা দিনের জন্য ২০ থেকে ৩০ হাজার টাকার বেচাকেনা হয়ে থাকে। ভাল মুনাফা হয় বাকি দোকানগুলোতেও কম বেশি ভাল বেচাকেনা হয়”।
advertisement
6/6
এখানে কদমা তৈরি হয় ছোট থেকে এক কেজি, তিন কেজি পাঁচ কেজি ওজনের চাইলে আপনি হাঁড়ি কদমাও অর্ডার দিয়ে নিয়ে যেতে পারেন। এবার কালীপুজোতে অর্ডারও পেয়েছেন তিন কেজি, পাঁচ কেজি ওজনের এই মোটা কদমা তৈরির। এই কালীপুজোর মুরশুমে বাজার ভাল থাকে, তাই তাঁদের মুখে চওড়া হাসি ফুটেছে। (ছবি ও তথ্য রিন্টু পাঁজা)
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Business: দিনে ৩০ হাজার টাকা পর্যন্ত বেচাকেনা, কালীপুজোর আগে দারুণ চাহিদা! 'এই' মিষ্টির ব্যবসায় লাভের মুখ দেখতে পারেন আপনিও
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল