TRENDING:

Business Idea: অল্প পুঁজিতেই 'মালামাল'...! এই ব্যবসাতেই আয় হবে মোটা টাকা, দিন কয়েকেই ফুলে ফেঁপে উঠবে সংসার

Last Updated:
Business Idea: কোচবিহারের টাপুরহাট গ্রামীণ এলাকার বহু পরিবার এভাবে বাড়তি আর্থিক রোজগারের দিশা দেখছেন। সংসারের কাজ সামলে দিনের কিছুটা সময় দিয়ে তাঁরা তৈরি করছেন নারকেল কাঠির ঝাড়ু।
advertisement
1/6
অল্প পুঁজিতেই 'মালামাল'! এই ব্যবসাতেই আয় মোটা টাকা, ফুলে ফেঁপে উঠবে সংসার
প্লাস্টিকের জিনিসের ব্যবহার বর্তমানে প্রচুর পরিমাণে হয়। তবে আজও প্রাকৃতিক জিনিসে ব্যবহার বন্ধ হয়নি। মূলত এই বিষয়টি আরও স্পষ্ট করে নারকেল কাঠির ঝাড়ুর ব্যবহার। আজও বহু বাড়িতে নারকেল ঝাড়ু ব্যবহার করা হয়।
advertisement
2/6
আর এই ঝাড়ু তৈরি করে আর্থিক উপার্জনের দিশা দেখছেন বহু গ্রামীণ এলাকার মানুষ। জেলা কোচবিহারের টাপুরহাট গ্রামীণ এলাকার বহু পরিবার এভাবে বাড়তি আর্থিক রোজগারের দিশা দেখছেন। সংসারের কাজ সামলে দিনের কিছুটা সময় দিয়ে তাঁরা তৈরি করছেন নারকেল কাঠির ঝাড়ু। আর সেই ঝাড়ু বিক্রি করে করছেন আর্থিক রোজগার।
advertisement
3/6
ঘুঘুমারি গ্রামীণ এলাকার ঝাড়ু প্রস্তুতকারী এক ব্যক্তি সেরাজুল ইসলাম জানান, "তিনি কৃষি কাজ ও পরিবারের কাজ সামলে ঝাড়ু তৈরি করে থাকেন। মহাজনের কাছ থেকে বস্তা হিসেবে নারকেল কাঠি কিনে আনেন তিনি। তারপর বাড়ির বাঁশ ও ঘাসের সুতো দিয়ে তৈরি করেন নারকেল কাঠির ঝাড়ু। সঙ্গে ব্যবহার করেন কিছুটা প্লাটিকের দড়ি। খুব স্বল্প খরচে তৈরি হয় এক একটি ঝাড়ু। আর সেই ঝাড়ু বিক্রি করে ভাল টাকা রোজগার করতে পারেন তিনি। তাঁর পাশাপশি তাঁর পরিবারের বাকি সদস্যরাও এই কাজ করেন।"
advertisement
4/6
সেরাজুল ইসলামের স্ত্রী রিনা বিবি জানান, "প্রায় ১২ থেকে ১৩ বছর ধরে তাঁরা এই কাজ করে আসছেন। এক একটি ঝাড়ু তৈরি করতে খুব একটা বেশি সময় লাগে না। তাই দিনে প্রায় ১০০ থেকে ১৫০ পিস ঝাড়ু তৈরি করে থাকেন তাঁরা। প্রতিটি ঝাড়ু বিক্রি করে প্রায় ৫ টাকার মতো লাভ হয়। তবে দিনে প্রায় ৫০০ থেকে ৭৫০ টাকার মতো লাভ থাকে। তাই বাড়তি রোজগার হিসেবে অনেকটাই ভাল মুনাফা হয়। বাড়িতে থেকে ফাঁকা সময় ব্যবহার করে এই লাভ করে আর্থিক উপার্জন বাড়ে অনেকটাই।"
advertisement
5/6
এই ঝাড়ু তৈরি করে জেলার বিভিন্ন দোকানে বিক্রি করেন এই ব্যক্তিরা। এভাবেই দীর্ঘ সময় ধরে অধিক আর্থিক উপার্জন করতে পারছেন এই পরিবার গুলি।
advertisement
6/6
বর্তমান সময়ে এই পরিবার গুলি আরোও বেশ কিছু পরিবারকে আর্থিক উপার্জনের দিশা দেখাচ্ছেন। তাঁদের দেখে অনেক পরিবার এই কাজের প্রতি আগ্রহ প্রকাশ করতে শুরু করছেন। তাই বর্তমানে নারকেল কাঠির ঝাড়ু প্রস্তুতকারীদের সংখ্যা বেড়েছে অনেকটাই।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Business Idea: অল্প পুঁজিতেই 'মালামাল'...! এই ব্যবসাতেই আয় হবে মোটা টাকা, দিন কয়েকেই ফুলে ফেঁপে উঠবে সংসার
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল