Birth Certificate Online Apply: এবার ঘরে বসেই মাত্র এক ক্লিকে করুন বার্থ সার্টিফিকেটের আবেদন! জানুন দরকারি নথি ও সম্পূর্ণ প্রক্রিয়া...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Birth Certificate Online Apply: এখন থেকে বার্থ সার্টিফিকেট তৈরির জন্য আর অফিসে যেতে হবে না। বাড়িতে বসেই মোবাইল বা কম্পিউটারে আবেদন করা যাবে। কীভাবে করবেন, কী লাগবে এবং কাদের জন্য প্রযোজ্য—জানুন এই রিপোর্টে ধাপে ধাপে বিস্তারিতভাবে...
advertisement
1/8

Birth Certificate কেন জরুরি? বর্তমান সময়ে Birth Certificate একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি হয়ে উঠেছে। এটি শুধু পরিচয় নয়, নাগরিকত্বেরও প্রমাণ হিসেবে গণ্য হয়। সরকারি এবং বেসরকারি হাসপাতাল উভয়েই এটি প্রস্তুত করতে পারে। জন্মের প্রমাণপত্র হিসেবে এর প্রয়োজন স্কুলে ভর্তি, পাসপোর্ট, আধার কার্ড তৈরি সহ একাধিক ক্ষেত্রে হয়।
advertisement
2/8
যদি সরকারি হাসপাতালে শিশুর জন্ম হয়, তাহলে সেখানেই Birth Certificate-এর প্রক্রিয়া সম্পন্ন হয়ে যায়। তবে সব বেসরকারি হাসপাতালে এই পরিষেবা থাকে না। সেই ক্ষেত্রে, জন্মের ২১ দিনের মধ্যে Birth Certificate-এর জন্য আবেদন করতে হয়। যদিও, ২১ দিনের পরেও এটি বানানো যায়, তবে এর জন্য অতিরিক্ত শর্ত ও নথি প্রযোজ্য হয়।
advertisement
3/8
অনলাইন ও অফলাইন— উভয় প্রক্রিয়া সহজ করা হয়েছে ভারত সরকার এখন Birth Certificate তৈরির প্রক্রিয়া আরও সহজ করেছে। আবেদনকারী অনলাইন এবং অফলাইন উভয় উপায়েই আবেদন করতে পারবেন। জন্মের ৭ থেকে ১০ দিনের মধ্যেই এটি তৈরি হয়ে যায়, এরপর তা সংশ্লিষ্ট পুরসভা বা রেজিস্ট্রার অফিস থেকে সংগ্রহ করা যায় অথবা অনলাইনে ডাউনলোডও করা যায়।
advertisement
4/8
Birth Certificate-এর জন্য প্রয়োজনীয় নথি কী কী? যেকোনো বয়সের নাগরিক Birth Certificate-এর জন্য আবেদন করতে পারেন। এর জন্য নিম্নলিখিত নথিগুলি প্রয়োজন: শিশুর জন্মের হাসপাতালের রেকর্ড, মা ও বাবার আধার কার্ড, রেশন কার্ড অথবা বসবাসের প্রমাণ, টিকাকরণের কার্ড বা আঙ্গনওয়ারি কেন্দ্রের সার্টিফিকেট, প্রয়োজনে স্কুল সার্টিফিকেট বা হলফনামা (প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে)
advertisement
5/8
Birth Certificate-এর প্রয়োজনীয়তা কোথায় কোথায়? Birth Certificate নাগরিকত্বের প্রমাণ, এবং এটি সরকারি নানা পরিষেবা পাওয়ার মূল চাবিকাঠি। আধার কার্ড তৈরি, স্কুল-কলেজে ভর্তি, ব্যাংকে অ্যাকাউন্ট খোলা, স্কলারশিপ, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, বিবাহ সনদ বা রেশন কার্ডে নাম তোলার জন্য এই বার্থ সার্টিফিকেট অপরিহার্য।
advertisement
6/8
অনলাইনে আবেদন করার ধাপগুলি কী কী? সরকারি হাসপাতালের ক্ষেত্রে রেজিস্ট্রেশন হাসপাতাল থেকেই হয়। বেসরকারি হাসপাতালে জন্ম হলে আবেদনকারীকে অনলাইনে আবেদন করতে হবে। প্রথমে Birth Certificate-এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে সাইন আপ করতে হবে। এরপর সাধারণ তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে এবং ইমেইলে পাওয়া লিঙ্ক থেকে ইউজার আইডি ও পাসওয়ার্ড তৈরি করতে হবে।
advertisement
7/8
আবেদনপত্র পূরণ এবং ডকুমেন্ট আপলোড লগইন করার পর ‘Birth Certificate’ অপশনে গিয়ে আবেদন ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর প্রয়োজনীয় নথিগুলি স্ক্যান করে পিডিএফ বা জেপিইজি ফরম্যাটে আপলোড করতে হবে। সমস্ত তথ্য যাচাই করে ফর্ম ফাইনাল সাবমিট করতে হবে এবং একটি প্রিন্ট কপি রাখতে হবে।
advertisement
8/8
অফলাইনে ফর্ম জমা দেওয়ার প্রক্রিয়া ও সময়সীমা ফর্ম ও নথির প্রিন্ট কপি সংশ্লিষ্ট পুরসভা বা রেজিস্ট্রারের ঠিকানায় জমা দিতে হবে এবং রসিদ সংগ্রহ করতে হবে। রেজিস্ট্রার কর্তৃক যাচাইয়ের পর ১ থেকে ২ সপ্তাহের মধ্যে Birth Certificate প্রস্তুত হয়ে যাবে এবং তা অনলাইনেও ডাউনলোডযোগ্য হবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Birth Certificate Online Apply: এবার ঘরে বসেই মাত্র এক ক্লিকে করুন বার্থ সার্টিফিকেটের আবেদন! জানুন দরকারি নথি ও সম্পূর্ণ প্রক্রিয়া...