TRENDING:

56th GST Council meeting: হঠাৎ একধাক্কায় দাম কমছে সব খাবারের! সস্তা হবে ইলেকট্রনিক জিনিসও, জিএসটি কাউন্সিলের বৈঠক শেষে বড় ঘোষণা

Last Updated:
56th GST Council meeting: জিএসটি কাউন্সিলের বৈঠক শেষ, দাম কমছে একগুচ্ছ জিনিসের, ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। নির্মলা সীতারামন বলেন, "সাধারণ মানুষ এবং মধ্যবিত্তের স্বার্থে অনেক জিনিসের দাম সম্পূর্ণ কমানো হয়েছে।"
advertisement
1/5
হঠাৎ একধাক্কায় দাম কমছে সব খাবারের! সস্তা হবে ইলেকট্রনিক জিনিসও, বিরাট ঘোষণা
জিএসটি কাউন্সিলের বৈঠক শেষ, দাম কমছে একগুচ্ছ জিনিসের, ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। নির্মলা সীতারামন বলেন, "সাধারণ মানুষ এবং মধ্যবিত্তের স্বার্থে অনেক জিনিসের দাম সম্পূর্ণ কমানো হয়েছে।"
advertisement
2/5
যেসব জিনিসে জিএসটি ৫% করা হয়েছে- মাথার তেল, টয়লেট সাবান, সাবান বার, শ্যাম্পু, টুথব্রাশ, টুথপেস্ট, সাইকেল, কিচেনওয়্যার এবং অন্যান্য গৃহস্থালী সামগ্রী।" PTI File Photo
advertisement
3/5
যেসব জিনিসের জিএসটি ৫% থেকে শূন্য করা হয়েছে- দুগ্ধজাত সামগ্রী, ছানা এবং পনির। সমস্ত রুটি, পরোটায় জিএসটি শূন্য। অর্থাৎ কোনও কর দিতে হবে না।
advertisement
4/5
আগে ১২% বা ১৮% ছিল, তা থেকে ৫% করা হল-বেশ কিছু খাবার জিনিস- নোনতা খাবার, ভুজিয়া, সস, পাস্তা, ইনস্ট্যান্ট নুডলস, চকলেট, কফি, সংরক্ষিত মাংস, কর্নফ্লেক্স, মাখন, ঘি, সবার জিএসটি ৫% করা হল।
advertisement
5/5
২৮% থেকে ১৮% এ হ্রাস- এয়ার কন্ডিশনিং মেশিন, ৩২ ইঞ্চির বেশি টিভি, সমস্ত টিভি এখন ১৮%, ডিশওয়াশিং মেশিন, ছোট গাড়ি, ৩৫০ সিসি বা তার কম মোটরসাইকেল সবই এখন ১৮% এ।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
56th GST Council meeting: হঠাৎ একধাক্কায় দাম কমছে সব খাবারের! সস্তা হবে ইলেকট্রনিক জিনিসও, জিএসটি কাউন্সিলের বৈঠক শেষে বড় ঘোষণা
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল