56th GST Council meeting: হঠাৎ একধাক্কায় দাম কমছে সব খাবারের! সস্তা হবে ইলেকট্রনিক জিনিসও, জিএসটি কাউন্সিলের বৈঠক শেষে বড় ঘোষণা
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
56th GST Council meeting: জিএসটি কাউন্সিলের বৈঠক শেষ, দাম কমছে একগুচ্ছ জিনিসের, ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। নির্মলা সীতারামন বলেন, "সাধারণ মানুষ এবং মধ্যবিত্তের স্বার্থে অনেক জিনিসের দাম সম্পূর্ণ কমানো হয়েছে।"
advertisement
1/5

জিএসটি কাউন্সিলের বৈঠক শেষ, দাম কমছে একগুচ্ছ জিনিসের, ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। নির্মলা সীতারামন বলেন, "সাধারণ মানুষ এবং মধ্যবিত্তের স্বার্থে অনেক জিনিসের দাম সম্পূর্ণ কমানো হয়েছে।"
advertisement
2/5

যেসব জিনিসে জিএসটি ৫% করা হয়েছে- মাথার তেল, টয়লেট সাবান, সাবান বার, শ্যাম্পু, টুথব্রাশ, টুথপেস্ট, সাইকেল, কিচেনওয়্যার এবং অন্যান্য গৃহস্থালী সামগ্রী।" PTI File Photo
advertisement
3/5
যেসব জিনিসের জিএসটি ৫% থেকে শূন্য করা হয়েছে- দুগ্ধজাত সামগ্রী, ছানা এবং পনির। সমস্ত রুটি, পরোটায় জিএসটি শূন্য। অর্থাৎ কোনও কর দিতে হবে না।
advertisement
4/5
আগে ১২% বা ১৮% ছিল, তা থেকে ৫% করা হল-বেশ কিছু খাবার জিনিস- নোনতা খাবার, ভুজিয়া, সস, পাস্তা, ইনস্ট্যান্ট নুডলস, চকলেট, কফি, সংরক্ষিত মাংস, কর্নফ্লেক্স, মাখন, ঘি, সবার জিএসটি ৫% করা হল।
advertisement
5/5
২৮% থেকে ১৮% এ হ্রাস- এয়ার কন্ডিশনিং মেশিন, ৩২ ইঞ্চির বেশি টিভি, সমস্ত টিভি এখন ১৮%, ডিশওয়াশিং মেশিন, ছোট গাড়ি, ৩৫০ সিসি বা তার কম মোটরসাইকেল সবই এখন ১৮% এ।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
56th GST Council meeting: হঠাৎ একধাক্কায় দাম কমছে সব খাবারের! সস্তা হবে ইলেকট্রনিক জিনিসও, জিএসটি কাউন্সিলের বৈঠক শেষে বড় ঘোষণা