Big News: ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার বাড়িয়েছে কেন্দ্র, কোন স্কিমে বেশি লাভ মিলবে জেনে নিন!
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
২ বছরের ডিপোজিটে ০.১০ শতাংশ এবং ৫ বছরের রেকারিং ডিপোজিটে ০.৩০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকের জন্য এই বৃদ্ধি করেছে সরকার।
advertisement
1/8

ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার বাড়াল কেন্দ্র সরকার। বেশ কিছু প্রকল্পে এবার থেকে বাড়তি লাভ পাবেন বিনিয়োগকারীরা। জানা গিয়েছে, ২ বছরের ডিপোজিটে ০.১০ শতাংশ এবং ৫ বছরের রেকারিং ডিপোজিটে ০.৩০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকের জন্য এই বৃদ্ধি করেছে সরকার।
advertisement
2/8
তবে সরকার পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ), ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, কিষাণ বিকাশ পত্র, সিনিয়ার সিটিজেন সেভিংস স্কিম এবং সুকন্যা সমৃদ্ধি যোজনার সুদের হারে কোনও পরিবর্তন করেনি।
advertisement
3/8
অর্থ মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী, পাঁচ বছরের রেকারিং ডিপোজিটে সর্বোচ্চ ০.৩ শতাংশ সুদ বাড়ানো হয়েছে। এর ফলে ফ্রিকোয়েন্সি ডিপোজিটধারীরা চলতি অর্থবর্ষের দ্বিতীয় প্রান্তিকে ৬.৫ শতাংশ সুদ পাবেন, যা এখনও পর্যন্ত ৬.২ শতাংশ ছিল।
advertisement
4/8
সুদের হার পর্যালোচনার পর পোস্ট অফিসগুলিতে এক বছরের ফিক্সড ডিপোজিটের সুদ ০.১ শতাংশ বেড়ে ৬.৯ শতাংশ হবে। একই সময়ে দুই বছরের মেয়াদি আমানতের সুদ হবে ৭ শতাংশ, যা এতদিন ছিল ৬.৯ শতাংশ।
advertisement
5/8
প্রতি ৩ মাস অন্তর ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার পর্যালোচনা করে সরকার। এর আগে এপ্রিল-জুন ত্রৈমাসিকে অধিকাংশ ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার ৭০ বেসিস পয়েন্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়।
advertisement
6/8
শেষবার এনএসসি-তে সুদ বাড়ানো হয়েছিল চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে। সেই সময় একটি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পেই সুদের হার বাড়ানো হয়েছিল। সেই সময় ৫ বছরের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটের (এনএসসি) সুদ ০.৭০ শতাংশ বাড়িয়ে ৭.৭ শতাংশ করা হয়।
advertisement
7/8
যাই হোক, এই নিয়ে টানা তৃতীয় ত্রৈমাসিকে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদ বাড়ানো হল। এই পরিবর্তনের আগে, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে (এসসিএসএস) সর্বোচ্চ ৮.২ শতাংশ পর্যন্ত সুদ পাওয়া যাচ্ছিল।
advertisement
8/8
উল্লেখ্য, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক গত বছরের মে থেকে পলিসি রেপো রেট ২.৫ শতাংশ বাড়িয়ে ৬.৫ শতাংশ করেছে। এই কারণে আমানতের সুদের হারও বেড়েছে। যদিও গত দুই মুদ্রানীতি পর্যালোচনায় পলিসি রেট বাড়ায়নি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Big News: ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার বাড়িয়েছে কেন্দ্র, কোন স্কিমে বেশি লাভ মিলবে জেনে নিন!