১ এপ্রিল থেকেই বদলে যাবে নিয়ম, SBI ক্রেডিট কার্ড ব্যবহার করলে এই খবর জেনে রাখা দরকার
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
SBI Credit Cards: এখানে কিছু প্রভাবিত ক্রেডিট কার্ডের তালিকা রইল যা এক নজরে দেখে নেওয়া উচিত হবে-
advertisement
1/8

SBI কার্ড, ভারতের অন্যতম প্রধান ক্রেডিট কার্ড প্রদানকারী। SBI কার্ড তার নীতিগুলিতে উল্লেখযোগ্য আপডেট ঘোষণা করেছে। এর ফলে সরাসরি প্রভাব পরতে পারে SBI কার্ডের অসংখ্য গ্রাহকদের। এর মাধ্যমে গ্রাহকরা যে ভাবে SBI কার্ডের মাধ্যমে রেন্ট লেনদেনে রিওয়ার্ড অর্জন করেন, তা প্রভাবিত হবে।
advertisement
2/8
১ এপ্রিল, ২০২৪ থেকে, নির্দিষ্ট SBI ক্রেডিট কার্ড ব্যবহারকারী গ্রাহকরা আর রেন্ট পেমেন্টের জন্য রিওয়ার্ড পয়েন্ট সংগ্রহ করতে পারবেন না। এটি SBI ক্রেডিট কার্ড হোল্ডারদের জন্য বড় ধাক্কা হতে চলেছে বলে অনুমান করছে বিশেষজ্ঞ মহল।
advertisement
3/8
এই পরিবর্তনগুলির অংশ হিসাবে, SBI কার্ড ১ মার্চ, ২০২৪ থেকে শুরু হওয়া DreamFolks সদস্যতার জন্য ফিজিক্যাল কার্ড ইস্যু করা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে৷ SBI কার্ডের এই পদক্ষেপটি তার পরিষেবাগুলিকে স্ট্রিমলাইন করার এবং গ্রাহকের চাহিদার বিকাশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার দিকে নজর দেওয়ার জন্য করা হয়েছে।
advertisement
4/8
এই পরিবর্তনগুলি ছাড়াও, SBI কার্ড ১৫ মার্চ, ২০২৪ থেকে ক্রেডিট কার্ডের বিলগুলিতে ন্যূনতম বকেয়া পরিমাণ, সংক্ষেপে MAD গণনার জন্য একটি নতুন পদ্ধতি প্রয়োগ করবে৷ সংস্থার দাবি, এই পরিবর্তন বিলিং পদ্ধতিতে ন্যায্যতা নিয়ে আসবে।
advertisement
5/8
এখানে কিছু প্রভাবিত ক্রেডিট কার্ডের তালিকা রইল যা এক নজরে দেখে নেওয়া উচিত হবে-
advertisement
6/8
- SBI Card Elite- SBI Card Elite Advantage - SBI Card Pulse - SimplyCLICK SBI Card - SimplyCLICK Advantage SBI Card - SBI Card PRIME
advertisement
7/8
- SBI Card PRIME Advantage- SBI Card Platinum - SBI Card PRIME Pro - SBI Card Shaurya Select - SBI Card Platinum Advantage - SimplySAVE SBI Card
advertisement
8/8
- SimplySAVE Employee SBI Card- SimplySAVE Advantage SBI Card - Gold & More Titanium SBI Card - SBI Card Unnati
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
১ এপ্রিল থেকেই বদলে যাবে নিয়ম, SBI ক্রেডিট কার্ড ব্যবহার করলে এই খবর জেনে রাখা দরকার