Big Change in Gold Price: চলতি সপ্তাহে সোনার দামে হতে পারে বড়সড় বদল ? ১ ভরির দাম জানলে অবাক হবেন !
- Published by:Dolon Chattopadhyay
- Written by:Trending Desk
Last Updated:
Big Change in Gold Price: এই সপ্তাহে সোনার দামে বড়সড় ওঠানামার সম্ভাবনা রয়েছে। আন্তর্জাতিক বাজারের গতিবিধি ও বিনিয়োগকারীদের চাহিদা অনুযায়ী বদলে যেতে পারে দাম। ১ ভরি সোনার দাম কত হতে পারে জেনে নিন এখনই।
advertisement
1/6

সোনার দামের দিক থেকে চলতি সপ্তাহটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে! কারণ এই সপ্তাহে সোনার দামে বড়সড় উর্ধ্বগতি দেখা দেওয়ার সম্ভাবনা প্রবল! এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। তাঁরা জানাচ্ছেন যে, সোনার দর এই সপ্তাহে অনেকটাই বাড়তে পারে। আর এটা ঘটবে আমেরিকার কারণেই।
advertisement
2/6
আসলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেওয়া একটি সিদ্ধান্তের সরাসরি প্রভাব পড়বে সোনার দামের উপর। কিন্তু কী সেই সিদ্ধান্ত? আর তার প্রভাব কীভাবে সোনার দামের উপর পড়বে? আজকের প্রতিবেদনে সেটাই বিশদে আলোচনা করে নেওয়া যাক।
advertisement
3/6
চলতি সপ্তাহে প্রচুর বৃদ্ধি পেতে পারে সোনার দাম:বলে রাখা ভাল যে, এপ্রিল মাসে ট্রাম্প ১০ শতাংশের একটি বেস ট্যারিফ ঘোষণা করেছিলেন। আবার কিছু কিছু ক্ষেত্রে তো ৫০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত ট্যারিফের কথাও ঘোষণা করা হয়েছিল। কিন্তু পরে সেগুলি ৯০ দিনের জন্য স্থগিত করা হয়, যাতে আলোচনার জন্য সময় পাওয়া যায়। আর আলাপ-আলোচনার এই অন্তিম দিন শেষ হতে চলেছে আগামী ৯ জুলাই ২০২৫ তারিখে।
advertisement
4/6
Marex বিশ্লেষক এডওয়ার্ড মেয়ার বলেন যে, যদি ট্রাম্প আগামী ৯ জুলাইয়ের অন্তিম দিন বজায় রাখার উপর জোর দেন, তাহলে এই ট্যারিফ আবার কার্যকর হবে। তাহলে সেক্ষেত্রে নিশ্চিত ভাবে দুর্বল হবে ডলার। আর অন্যদিকে বৃদ্ধি পাবে হলুদ ধাতুর দামও।
advertisement
5/6
ভারতে সোনার দাম সরাসরি ১ লক্ষ টাকার গণ্ডি ছাড়িয়ে যেতে পারে:এর আগে ICICI Bank Global Markets-এর দেওয়া একটি পরিসংখ্যান বলছে যে, ২০২৫ সালের দ্বিতীয় ভাগে সোনার দাম উপরের দিকে চলে যেতে পারে। প্রতি ১০ গ্রামে ৯৬৫০০ টাকা এবং ৯৮৫০০ টাকার থেকে সোনার দাম সরাসরি ভাবে ১ লক্ষ টাকার মাত্রা ছাড়িয়ে যেতে পারে। এই প্রসঙ্গে বলে রাখা ভাল যে, ভূ-রাজনৈতিক এবং অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে সোনাকে একটি নিরাপদ বিনিয়োগ হিসেবেই দেখা হয়। আর কম সুদের হারের পরিবেশে সোনার পারফরম্যান্স অত্যন্ত ভাল।
advertisement
6/6
আজকের লেটেস্ট সোনার মূল্য:COMEX-এ বর্তমানে সোনার দাম অবশ্য সস্তাই রয়েছে। ৭ জুলাই ২০২৫ তারিখের হিসেবে COMEX-এ সোনার দাম প্রতি আউন্সে ০.৫৫ শতাংশ কমে ৩৩২৪.৪০ ডলারে পৌঁছে গিয়েছে। অন্যদিকে ৭ জুলাই ২০২৫ তারিখের হিসেবে আবার প্রতি আউন্স রুপোর দাম স্বল্প পরিমাণে কমে পৌঁছে গিয়েছে ৩৭.০৬৫ ডলারে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Big Change in Gold Price: চলতি সপ্তাহে সোনার দামে হতে পারে বড়সড় বদল ? ১ ভরির দাম জানলে অবাক হবেন !