প্রকাশিত বিশ্বের সেরা দশ সিইও-র তালিকা, শীর্ষেই রয়েছেন সত্য নাদেলা, সুন্দর পিচাই
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
লিঙ্গ, ধর্ম, বর্ণপরিচয় সমস্ত সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে কাজের পরিবেশ সৃষ্টি করেছেন এমন দশ জনকেই প্রতিবার বেছে নেন এই সংস্থ। দেখে নেওয়া যাক এবারের তালিকাটি।
advertisement
1/11

প্রতিবারের মতো এবারও নিজেদের বিচারে শ্রেষ্ঠ সিইও-র তালিকা প্রকাশ করল মার্কিন সংস্তা কমপ্যারাব্লি। সংস্থার বিচারে এবার শীর্ষ সিইওদের তালিকায় রয়েছেন দুই ভারতীয়, যথা গুগল সিইও সুন্দর পিচাই এবং মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা। লিঙ্গ, ধর্ম, বর্ণপরিচয় সমস্ত সংকীর্নতার ঊর্ধ্বে উঠে কাজের পরিবেশ সৃষ্টি করেছেন এমন দশ জনকেই প্রতিবার বেছে নেন এই সংস্থ। দেখে নেওয়া যাক এবারের তালিকাটি।
advertisement
2/11
তালিকায় দশম স্থানে রয়েছে ক্রিস কাল্ডওয়েল। তিনি কনসেন্ট্রিক্স কর্পোরেশনের প্রেসিডেন্ট।
advertisement
3/11
নবম স্থান অধিকার করেছেন লেক্সিসনেক্সিসের মাইক ওয়ালস।
advertisement
4/11
অ্যাপেল সিইও টিম কুকের অবস্থান অষ্টমে।
advertisement
5/11
গিটল্যাবের প্রতিষ্ঠাতা সিদ সিরব্র্যান্ডিজ পেয়েছেন সপ্তম স্থান।
advertisement
6/11
পঞ্চম স্থানে রয়েছেন এডিপির সিইও কার্লোস রডরিগেজ।
advertisement
7/11
স্মাইল ব্র্যান্ডস সিইও স্টিভ বিলের অবস্থান ষষ্ঠ স্থানে।
advertisement
8/11
এরিক এস ইয়ান, জুমের প্রতিষ্ঠাতা চতুর্থ স্থানে রয়েছে।
advertisement
9/11
তৃতীয় স্থানে রয়েছেন গুগল সিইও সুন্দর পিচাই।
advertisement
10/11
দ্বিতীয় স্থানে রয়েছেন ভিয়াড স্মুনিয়াস। তিনি রিং সেন্ট্রালের সিইও।
advertisement
11/11
প্রথম স্থানে রয়েছেন মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
প্রকাশিত বিশ্বের সেরা দশ সিইও-র তালিকা, শীর্ষেই রয়েছেন সত্য নাদেলা, সুন্দর পিচাই