Bank Holiday List: নভেম্বর মাসে ব্যাঙ্কে ক’দিন ছুটি থাকবে? বাংলায় বন্ধ থাকবে কবে কবে? তালিকা প্রকাশ করল RBI
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Bank Holiday List: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তালিকা অনুযায়ী, নভেম্বরে ১৩ দিন ছুটি পাচ্ছেন ব্যাঙ্ক কর্মীরা। এই ক’দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।
advertisement
1/9

গান্ধিজয়ন্তী, দুর্গাপুজো, নবরাত্রি, দীপাবলি মিলিয়ে অক্টোবর মাসে প্রায় ১৫ দিন ব্যাঙ্ক বন্ধ ছিল। এবার নভেম্বর মাসের ছুটির তালিকা প্রকাশ করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অক্টোবরের মতো নভেম্বরেও অনেকগুলি ছুটি রয়েছে।
advertisement
2/9
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তালিকা অনুযায়ী, নভেম্বরে ১৩ দিন ছুটি পাচ্ছেন ব্যাঙ্ক কর্মীরা। এই ক’দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। এর মধ্যে রবিবার এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবারের ছুটিও রয়েছে। দেখে নেওয়া যাক সেই তালিকা।
advertisement
3/9
১ নভেম্বর: এই দিন দীপাবলি অমাবস্যা। একই সঙ্গে কন্নড় রাজ্যোৎসবও। তাই কর্ণাটক এবং আগরতলার সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।২ নভেম্বর: দীপাবলির চতুর্থ দিন বালি প্রতিপদা হিসাবে পালন করা হয়। এই দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। ৩ নভেম্বর: এই দিন রবিবার। দেশের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে। নভেম্বর মাসের প্রথম তিনদিনই ছুটি পাবেন ব্যাঙ্ক কর্মীরা।
advertisement
4/9
৭ নভেম্বর: এই দিন ছট পুজো। রাঁচি এবং পাটনার সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।৮ নভেম্বর: এই দিন ভেঙ্গালা। মেঘালয় এবং পাটনার ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে। ৯ নভেম্বর: মাসের দ্বিতীয় শনিবার। দেশের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।
advertisement
5/9
১০ নভেম্বর: রবিবার, সাপ্তাহিক ছুটির দিন। দেশের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।১২ নভেম্বর: এই দিন পালিত হবে ইগাস-বারওয়াল। দেরাদুনের সমস্ত ব্যাঙ্কে ছুটি থাকবে।
advertisement
6/9
১৫ নভেম্বর: গুরু নানক জয়ন্তী এবং কার্তিক পূর্ণিমা। বেলাপুর, আইজল, ভুবনেশ্বর, জম্মু, নাগপুর, চণ্ডীগড়, ভোপাল, ইটানগর, দেরাদুন, জয়পুর, তেলঙ্গানা, হায়দরাবাদ, কানপুর, কলকাতা, নয়াদিল্লি, রাঁচি, মুম্বই, কোহিমা, সিমলা, শ্রীনগর এবং লখনউয়ের ব্যাঙ্কে ছুটি থাকবে।১৭ নভেম্বর: রবিবার, সাপ্তাহিক ছুটির দিন। দেশের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৮ নভেম্বর: কনকদাস জয়ন্তী। এই দিন বেঙ্গালুরুতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
advertisement
7/9
২৩ নভেম্বর: মাসের চতুর্থ। ফলে দেশের সমস্ত ব্যাঙ্কেই এই দিন ছুটি থাকবে।২৪ নভেম্বর: রবিবার, সাপ্তাহিক ছুটির দিন। দেশের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।
advertisement
8/9
প্রসঙ্গত, ব্যাঙ্ক ছুটির দিনগুলিকে তিন ভাগে ভাগ করে আরবিআই। সেগুলি হল - রিয়েল-টাইম গ্রস সেটেলমেন্ট হলিডে, ব্যাঙ্কস ক্লোজিং অফ অ্যাকাউন্টস হলিডে এবং হলিডেস আন্ডার দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট।
advertisement
9/9
তবে ব্যাঙ্ক বন্ধ থাকলেও অনলাইনে লেনদেন চালু থাকবে। ব্যাঙ্ক ওয়েবসাইট, অ্যাপ ইত্যাদির মাধ্যমে টাকা কোথাও পাঠাতে বা নিতে সমস্যা হবে না। চালু থাকবে এটিএমও। তবে একান্তই ব্যাঙ্কের শাখায় যাওয়ার প্রয়োজন হলে ছুটির তালিকা দেখে নেওয়াই ভাল।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Bank Holiday List: নভেম্বর মাসে ব্যাঙ্কে ক’দিন ছুটি থাকবে? বাংলায় বন্ধ থাকবে কবে কবে? তালিকা প্রকাশ করল RBI