Bank Strike: ২৪ ও ২৫ মার্চ ধর্মঘটের ডাক UFBU-এর, রাজ্যে টানা ৪ দিন বন্ধ থাকতে পারে ব্যাঙ্ক
- Written by:Trending Desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
Bank Strike: রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী, মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক ছুটি থাকে। আর রবিবার সাধারণ ছুটি। ফলে সব মিলিয়ে টানা চারদিন ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।
advertisement
1/8

রাজ্য জুড়ে ২ দিনের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিল ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস। ১৩ দফা দাবি নিয়ে আগামী ২৪ ও ২৫ মার্চ ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে তারা। ফলে ২২ থেকে ২৫ মার্চ পর্যন্ত টানা চার দিন পশ্চিমবঙ্গে বিভিন্ন ব্যাঙ্কের প্রায় ১০ হাজার শাখা বন্ধ থাকতে পারে।
advertisement
2/8
ধর্মঘটের আগের দু’দিন অর্থাৎ ২২ মার্চ চতুর্থ শনিবার ও ২৩ মার্চ রবিবার পড়েছে। রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী, মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক ছুটি থাকে। আর রবিবার সাধারণ ছুটি। ফলে সব মিলিয়ে টানা চারদিন ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।
advertisement
3/8
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, পরিস্থিতি সামলাতে আগামী ১৮ মার্চ বৈঠকে বসছে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক। ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নসের ১৩ দফা দাবির মধ্যে ব্যাঙ্কে নতুন নিয়োগ এবং ৫ দিনের কর্মদিবস চালুর দাবিও রয়েছে।
advertisement
4/8
সরকারি ব্যাঙ্কিং ব্যবস্থার গুরুত্বের উপর জোর দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস। তাদের দাবি, এটাই দেশের আর্থিক কাঠামোর মূল ভিত্তি। কিন্তু সরকারি ব্যাঙ্কগুলিতে কর্মীসংখ্যা ক্রমশ কমছে বলে উদ্বেগ প্রকাশ করেছে সংগঠন। এর ফলে কাজের চাপ বেড়েছে। পরিষেবার গুণগত মান এবং কার্যকারিতাতেও এর প্রভাব পড়ছে।
advertisement
5/8
গত বছর অর্থাৎ ২০২৪ সালের ৮ মার্চ ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন এবং কর্মচারী ইউনিয়নগুলির মধ্যে একটি চুক্তি হয়েছিল। তাতে ১ নভেম্বর ২০২২ থেকে ৩১ অক্টোবর ২০২৭ পর্যন্ত বেতন বৃদ্ধির পাশাপাশি কাজের পরিবেশ উন্নতির বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে।
advertisement
6/8
ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নসের দাবি, ব্যাঙ্কে ৫ দিনের কর্মদিবস চালু করতেই হবে। শনি ও রবিবার পূর্ণদিবস ছুটি চাই। চূড়ান্ত চুক্তির আগেই এই ব্যবস্থা কার্যকর হওয়া প্রয়োজন। ২০২৩ সালের ৭ ডিসেম্বর এই নিয়ে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছিল বলেও মনে করিয়ে দিয়েছেন তাঁরা।
advertisement
7/8
প্রসঙ্গত, গত কয়েক বছর ধরেই পাঁচদিনের কর্মদিবস চালুর দাবি জানিয়ে আসছে কর্মচারী ইউনিয়ন। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এই বিষয়ে ব্যাঙ্ক কর্মচারী এবং ব্যাঙ্ক ইউনিয়নের সঙ্গে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং কেন্দ্রীয় সরকার একমত হলে তবেই সিদ্ধান্ত বাস্তবায়িত হবে।
advertisement
8/8
স্টেট ব্যাঙ্ক ইন্ডিয়ার প্রাক্তন ডেপুটি চিফ সেক্রেটারি অশোক মুখোপাধ্যায় জানিয়েছেন, ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন এবং ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস, উভয়ই পাঁচ দিনের কর্মদিবস চালুর পক্ষে মত দিয়েছে। তবে এখনও তা কার্যকর হয়নি।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Bank Strike: ২৪ ও ২৫ মার্চ ধর্মঘটের ডাক UFBU-এর, রাজ্যে টানা ৪ দিন বন্ধ থাকতে পারে ব্যাঙ্ক