এবার মিশে যাচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা, দেনা ব্যাঙ্ক ও বিজয়া ব্যাঙ্ক, তৈরি হবে দেশের তৃতীয় বৃহত্তম ব্যাঙ্ক
Last Updated:
advertisement
1/6

ফের ব্যাঙ্ক সংযুক্তিকরণের রাস্তায় হাঁটল কেন্দ্রীয় সরকার ৷ এবার ব্যাঙ্ক অফ বরোদা, বিজয়া ব্যাঙ্ক এবং দেনা ব্যাঙ্ক মিশে যেতে চলেছে ৷ যা দেশের তৃতীয় বৃহত্তম ব্যাঙ্ক হতে চলেছে বলে দাবি কেন্দ্রের ৷ এর আগে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার পাঁচটি সহায়ক ব্যাঙ্কের সঙ্গে মিশে যাওয়ার পাশাপাশি ভারতীয় মহিলা ব্যাঙ্ককেও অধিগ্রহণ করেছিল ৷
advertisement
2/6
তবে এই তিনটি ব্যাঙ্ক মিশে গেলে তাতে কোনও ব্যাঙ্ক কর্মীর চাকরি হারানোর ভয় নেই বলেই দাবি কেন্দ্রীয় ব্যাঙ্ক সচিব রাজীব কুমারের ৷ এদিন এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় ব্যাঙ্ক সচিব জানান, কর্মীদের স্বার্থের কথা মাথায় রেখেই ব্যাঙ্ক সংযুক্তিকরণ প্রকল্প তৈরি করা হয়েছে ৷
advertisement
3/6
রাজীব কুমারের দাবি, গ্রাহক পরিষেবা এবং কাজের পদ্ধতি সুবিধার জন্যই এই সংযুক্তিকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এছাড়া সংযুক্তিকরণের পরেও এই তিনটি ব্যাঙ্ক স্বাধীনভাবে কাজ করতে পারবে ৷
advertisement
4/6
গ্রাহক পরিষেবা এবং কাজের সুবিধার জন্যই এই সংযুক্তিকরণের সিদ্ধান্ত বলে জানানো হয়েছে ৷
advertisement
5/6
ব্যাঙ্কিং এবং পরিচ্ছন্ন ঋণ দানের ক্ষেত্রে গত বেশ কয়েক বছর ধরে বিভিন্ন সংশোধন করা হয়েছে ৷ কাজের পদ্ধতির সুবিধার জন্যই এই তিন ব্যাঙ্কের সংযুক্তিকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজীব কুমার ৷
advertisement
6/6
কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির মতে এই সংযুক্তিকরণ আরও মজবুত করবে এই তিন ব্যাঙ্ককে ৷ এর জন্য এই তিন ব্যাঙ্কের কোনও কর্মীরা চাকরি হারানোরও কোনও ভয় নেই ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
এবার মিশে যাচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা, দেনা ব্যাঙ্ক ও বিজয়া ব্যাঙ্ক, তৈরি হবে দেশের তৃতীয় বৃহত্তম ব্যাঙ্ক