অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাবে...! ATM-এ গিয়ে 'এই' ভুল করলেই সর্বনাশ! সর্বস্বান্ত হবেন চোখের নিমেষে
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
ATM Use Tips: এটিএম থেকে যেমন টাকা তোলা খুব সহজ তেমন এতে রয়েছে অনেক ঝুঁকিও। বর্তমানে জালিয়াতি চক্র জাল ফেলেছে নিত্য নতুন ভাবে। আর তাতেই ছোট্ট ভুলে হয়ে যাচ্ছে বড় ক্ষতি।
advertisement
1/11

টাকা তুলতে আজকাল আর মানুষ খুব বেশি ব্যাঙ্কে যায় না। এখন টাকা তোলার প্রধান মাধ্যম হয়ে দাঁড়িয়েছে এটিএম(ATM)। আর মানুষের সুবিধার কথা ভেবে এটিএম সব জায়গায় স্থাপন করা হয়েছে।
advertisement
2/11
তবে এই এটিএম থেকে যেমন টাকা তোলা খুব সহজ তেমন এতে রয়েছে অনেক ঝুঁকিও। বর্তমানে জালিয়াতি চক্র জাল ফেলেছে নিত্য নতুন ভাবে। আর তাতেই ছোট্ট ভুলে হয়ে যাচ্ছে বড় ক্ষতি।
advertisement
3/11
একাধিক ভাবে প্রতারণার ফাঁদ পেতে মানুষকে সর্বশান্ত করার চেষ্টা করছে এই সব চক্র। এটিএম (ATM) থেকে টাকা তোলার জন্য একটি অভিনব কায়দা অবলম্বন করেছে এই চক্রগুলি। এতে তারা স্ক্যানার বসিয়ে এটিএম পিন চুরি করে গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা নিমেষেই চুরি করে নিচ্ছে তাদের অজান্তেই।
advertisement
4/11
এই ধরণের বিপদের কথা চিন্তা করে সম্প্রতি তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফ থেকে সাধারণ মানুষকে সতর্ক করার জন্য একটি সাবধানবাণী জারি করা হয়েছে। আর এই তথ্য সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ ভারতীয় সাইবারস্পেসের নিরাপত্তার দায়িত্বে থাকা সিইআরটি-ইন, সম্প্রতি এটিএম প্রতারণা রুখতে জনসাধারণকে কী কী করতে হবে সেই ব্যাপারে এক্স হ্যান্ডেলে পোস্ট দিয়ে জানিয়েছে মন্ত্রক।
advertisement
5/11
আপনার ATM card কাউকে দেওয়া থেকে বিরত থাকুন। এমনকি নিজের পিন, সিভিভি বা ওটিপিও কাউকে শেয়ার করবেন না।
advertisement
6/11
এছাড়াও ATM প্রতারণা থেকে বাঁচতে যে কাজগুলি করতে হবে সেগুলি হল নিম্নরূপ-১) সি সি টিভি ক্যামেরা রয়েছে এমন ATM থেকে টাকা তুলুন। অন্যথা ATM ব্যাবহার এড়িয়ে চলুন।
advertisement
7/11
২) ATM পিন বসানোর সময় সতর্কতা অবলম্বন করুন। সর্বদা হাত দিয়ে ঢেকে ATM পিন লিখুন।
advertisement
8/11
৩) ATM পিন হিসেবে নিজের নাম, জন্ম তারিখ, ফোন নম্বর এগুলি রাখা থেকে বিরত থাকুন।
advertisement
9/11
৪) ATM-এ টাকা তুলতে গিয়ে কোনও সমস্যার সম্মুখীন হলে অচেনা কারও থেকে সাহায্য নেওয়ার বিষয় এড়িয়ে চলুন।৫) টাকা তোলার আগে ATM–এ স্ক্যানার বসানো আছে কি না তা দেখে নিন।
advertisement
10/11
৬) আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টের উপর সর্বদা নজর রাখুন।৭) আপনার ATM-এর পিন নম্বর, সিভিভি বা ওটিপি অন্য কাউকে শেয়ার করবেন না।
advertisement
11/11
৮) কোনও অনলাইন সাইটে ব্যাঙ্ক বা এটিএম সংক্রান্ত ডিটেইল দেওয়ার আগে সেই সাইটের ব্যাপারে পুরোপুরি অবগত হয়ে নিন।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাবে...! ATM-এ গিয়ে 'এই' ভুল করলেই সর্বনাশ! সর্বস্বান্ত হবেন চোখের নিমেষে