TRENDING:

চলতি বছরে এই নিয়ে তৃতীয় বার, উৎসবের মরশুমে ফের বাড়ল দুধের দাম

Last Updated:
Milk Price Hike: তবে এই বর্ধিত মূল্য গুজরাত ছাড়া দেশের অন্যান্য অংশের ক্ষেত্রেই প্রযোজ্য৷ উৎসবে মরশুমেই ফের দাম বাড়ল দুধের৷
advertisement
1/5
চলতি বছরে এই নিয়ে তৃতীয় বার, উৎসবের মরশুমে ফের বাড়ল দুধের দাম
ফের বাড়ল আমূলের দুধের দাম৷ সংস্থার ফুল ক্রিম মিল্ক এবং বাফেলো মিল্কের দাম প্রতি লিটারে বাড়ল ২ টাকা৷ তবে এই বর্ধিত মূল্য গুজরাত ছাড়া দেশের অন্যান্য অংশের ক্ষেত্রেই প্রযোজ্য৷ উৎসবে মরশুমেই ফের দাম বাড়ল দুধের৷
advertisement
2/5
গুজরাত কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশনই বাজারে দুধ ও দুগ্ধজাত পণ্য বিপণন করে আমূল ব্র্যান্ডের নামে৷ এই নিয়ে চলতি বছরে তৃতীয় বার বাড়ল আমূল দুধের দাম৷ এর আগে অগাস্ট ও মার্চে দু’ বার বেড়েছে আমূলের পণ্যমূল্য৷
advertisement
3/5
মূল্যবৃদ্ধির ফলে আমূলের ফুল ক্রিম দুধের লিটারপ্রতি দাম ৬১ টাকা থেকে বেড়ে হল ৬৩ টাকা৷ আগাস্টেও আমূলের দুধের দাম বেড়েছিল লিটার প্রতি ২ টাকা করেই৷
advertisement
4/5
মাদার ডেয়ারিও দুধের দাম বাড়িয়েছে লিটার প্রতি ২ টাকা৷ বর্তমানে ৫০০ লিটার আমূল গোল্ড দুধের দাম ৩১ টাকা, আমূল তাজা দুধের দাম পড়ে ২৫ টাকা এবং আমূল শক্তির দাম ২৮ টাকা৷
advertisement
5/5
এখন মাদার ডেয়ারির ফুল ক্রিম দুধের লিটার প্রতি দাম ৫৯ টাকা থেকে বেড়ে হয়েছে ৬১ টাকা৷ টোনড মিল্কের দাম বেড়ে দাঁড়ায় ৫১ টাকা এবং ডাবল টোনড দুধের দাম বেড়ে হয়েছে ৪৫ টাকা৷ এক লিটার কাউ মিল্কের বর্ধিত দাম ৫৩ টাকা
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
চলতি বছরে এই নিয়ে তৃতীয় বার, উৎসবের মরশুমে ফের বাড়ল দুধের দাম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল