Airtel Payments Bank: দুরন্ত সুবিধা! ব্যাঙ্কের বিবরণ ছাড়াই যেখানে সেখানে যেমন খুশি টাকা পাঠান সেকেন্ডেই
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Airtel Payments Bank-এর মেগা সুবিধা, ফলে অনেক সমস্যার সমাধান একবারে করে ফেলুন
advertisement
1/7

সাধারণত কোনও বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনকে টাকা পাঠাতে গেলে তাঁদের বেশ কিছু তথ্য কাছে রাখতে হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/7
টাকা পাঠাতে গেলে পরিচিতর ইউপিআই আইডি জানাটা অত্যন্ত জরুরি ৷ তবে বাজারে এমন কিছু ইউপিআই অ্যাপ আছে যার মাধ্যমে অ্যাকাউন্টের বিস্তারিত বিবরণ ছাড়াই টাকা পাঠানো যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/7
সাম্প্রতিক কালে এয়ারটেসল পেমেন্ট ব্যাঙ্ক (Airtel Payments Bank) ইউপিআই পেমেন্টের জন্য পে টু কনট্যাক্ট সার্ভিস শুরু করেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/7
এই সার্ভিসের সাহায্যে গ্রাহকেরা ফোন লিস্টে যাঁদের নম্বর আছে চাইলে সেখান থেকে যেকোনও নম্বরে টাকা পাঠাতে পারেন ৷ তবে এক্ষেত্রে যাঁকে টাকা পাঠাবেন তাঁর বিস্তারিত বিবরণের প্রয়োজন নেই ৷ এতে বাঁচবে সময়ও ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/7
Pay to Contact পরিষেবা এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের গ্রাহকেরা BHIM UPI বিভাগে গিয়ে Pay Money-To Contacts-এ গিয়ে ক্লিক করতে হবে ৷ যিনি টাকা পাঠাবেন তাঁর সঙ্গে যিনি টাকা পাছাচ্ছেন সম্পর্ক চয়ন করে সহজেই টাকা পাঠাতে পারবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/7
ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেসে/ইউপিআই (UPI or Unified Payments Interface), এটি একটি রিয়েল টাইম পেমেন্টের অপশন যা মোবাইল নম্বরের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সঙ্গে সঙ্গেই ট্রান্সফার করা সম্ভব ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/7
UPI-এর মাধ্যমে কোনও একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টকে ইউপি অ্যাপের সঙ্গে লিঙ্ক করতে পারেন ৷ অনেক ব্যাঙ্ক অ্যাকাউন্টকে একটি ইউপিআইয়ের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Airtel Payments Bank: দুরন্ত সুবিধা! ব্যাঙ্কের বিবরণ ছাড়াই যেখানে সেখানে যেমন খুশি টাকা পাঠান সেকেন্ডেই