TRENDING:

Job Opportunities: কাজের বাজারে জোয়ার, উৎসবের মরশুমে প্রায় ১ লাখ চাকরি নিয়ে আসছে ফ্লিপকার্ট

Last Updated:
উৎসবের মরশুমে গ্রাহকদের উন্নতমানের পরিষেবা দেওয়ার জন্য ১ লাখ নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা হতে চলেছে।
advertisement
1/7
কাজের বাজারে জোয়ার, উৎসবের মরশুমে প্রায় ১ লাখ চাকরি নিয়ে আসছে ফ্লিপকার্ট
ভারতে শুরু হতে চলেছে উৎসবের মরশুম। এই সময় পুরো ভারত জুড়েই কেনাকাটা বেড়ে যায়। এর জন্য অনলাইন প্ল্যাটফর্মের পাখির চোখ থাকে এই সময়ের উপরে। আসন্ন উৎসবের মরশুমের জন্য জনপ্রিয় অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট একটি নতুন পরিকল্পনা নিয়ে এসেছে। যার ফলে এই মরশুমে প্রায় ১ লাখ নতুন চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
2/7
উৎসবের মরশুম এগিয়ে আসতেই ফ্লিপকার্ট নিজেদের মানবসম্পদ বাড়াতে চলেছে। গ্রাহকদের চাহিদা পূরণ করার জন্য এবং সঠিক সময়ে ডেলিভারি করার জন্য ফ্লিপকার্ট প্রায় ১ লাখ নতুন চাকরির ব্যবস্থা করতে চলেছে।
advertisement
3/7
ফ্লিপকার্টের পক্ষ থেকে সোমবার জানানো হয়েছে যে, উৎসবের মরশুমে গ্রাহকদের উন্নতমানের পরিষেবা দেওয়ার জন্য ১ লাখ নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা হতে চলেছে। ফ্লিপকার্টের বিভিন্ন হাবে এই নতুন নিয়োগ করা হবে।
advertisement
4/7
ফ্লিপকার্ট বিগত বছরে এই উৎসবের মরশুমের প্রথম পর্যায়ে ৪০,০০০ কোটি টাকার জিনিস বিক্রয় করেছিল। স্বাভাবিক ভাবেই সেই রেকর্ড এই বছর ভাঙতে চায় সংস্থা, যার জন্য প্রচুর পরিমাণে দক্ষ কর্মীর প্রয়োজন। এর জন্যই এবার তারা নতুন ১ লাখ চাকরির ব্যবস্থা করতে চলেছে।
advertisement
5/7
ফ্লিপকার্টের তরফে জানানো হয়েছে যে, তাদের বিভিন্ন হাবে এই নিয়োগ করা হবে। এর মধ্যে মহিলা এবং প্রতিবন্ধী ব্যক্তিদেরও নিয়োগ করা হবে। এর প্রধান লক্ষ্য হল কোনও প্রোডাক্ট খুব তাড়াতাড়ি গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া। একটি প্রোডাক্ট বিক্রেতার কাছ থেকে তাদের হাবে আসে, তারপর সেখান থেকে ক্রেতার বাড়িতে পৌঁছে যায়।
advertisement
6/7
এটি এক শহর থেকে অন্য শহরের মধ্যে হতে পারে, আবার একই শহরের মধ্যেও হতে পারে। এই কাজ মসৃণ ভাবে খুব তাড়াতাড়ি করার জন্য ১ লাখ নিয়োগ করা হতে চলেছে।
advertisement
7/7
ফ্লিপকার্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং হেড অফ সাপ্লাই চ্যানেল হেমন্ত বদ্রী জানিয়েছেন যে, বিগ বিলিয়ন ডেজ সেলের সময় গ্রাহকদের কাছে তাড়াতাড়ি জিনিস পৌঁছে দেওয়াই তাঁদের একমাত্র লক্ষ্য। এর জন্য তাঁদের কর্মী সংখ্যা বাড়ানো হতে চলেছে। এঁদের বিভিন্ন ভাবে প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন হাবে নিয়োগ করা হবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Job Opportunities: কাজের বাজারে জোয়ার, উৎসবের মরশুমে প্রায় ১ লাখ চাকরি নিয়ে আসছে ফ্লিপকার্ট
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল