Paytm-র পর আরও চার ব্যাঙ্কের বিরুদ্ধে কড়া অ্যাকশন RBI-এর, গ্রাহকদের কী হবে?
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
শিরপুর পিপলস কো-অপারেটিভ ব্যাঙ্ককে ২ লাখ টাকা জরিমানা করেছে আরবিআই।
advertisement
1/7

দুদিন আগেই পেটিএমের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে আরবিআই। সেই নিয়ে আপাতত সরগরম বাজার। এর মধ্যেই আরও চারটি সমবায় ব্যাঙ্কের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নিয়ম লঙ্ঘনের জন্য ১ ফেব্রুয়ারি তাদের জরিমানা করা হয়েছে।
advertisement
2/7
এই চারটি সমবায় ব্যাঙ্ক হল - শিরপুর পিপলস কো-অপারেটিভ ব্যাঙ্ক, জনতা সহকারী ব্যাঙ্ক, নাগরিক সহকারী ব্যাঙ্ক এবং নাসিক ডিস্ট্রিক্ট সরকার ও কাউন্সিল এমপ্লয়িজ কো-অপারেটিভ ব্যাঙ্ক। তবে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, এই পদক্ষেপের ফলে গ্রাহক ও ব্যাঙ্কের মধ্যে লেনদেন ও অন্যান্য চুক্তিতে কোনও প্রভাব পড়বে না।
advertisement
3/7
কত টাকা জরিমানা হয়েছে: শিরপুর পিপলস কো-অপারেটিভ ব্যাঙ্ককে ২ লাখ টাকা জরিমানা করেছে আরবিআই। কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়েছে, এক্সপোজারের নিয়ম না মানার কারণেই এই জরিমানা করা হয়েছে। এছাড়া ব্যাঙ্ক এমন সংস্থাকে ঋণ মঞ্জুর করেছিল যার সঙ্গে পরিচালকের আত্মীয়স্বজনের স্বার্থ জড়িয়ে রয়েছে।
advertisement
4/7
পাশাপাশি এক্সপোজার নিয়মে আরবিআই কর্তৃক জারি করা নির্দেশ না মানার জন্য জনতা সহকারী ব্যাঙ্ককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। কেওয়াইসি নিয়মগুলি না মানার জন্য নাগরিক সহকারি ব্যাঙ্ককে ১ লক্ষ টাকা এবং নাসিক ডিস্ট্রিক্ট কো-অপারেটিভ ব্যাঙ্ককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমানতকারীর শিক্ষা ও সচেতনতা তহবিলে নির্দিষ্ট অর্থ স্থানান্তরে ব্যর্থ হওয়ায় এই জরিমানা বলে জানানো হয়েছে।
advertisement
5/7
লাইসেন্স বাতিল করা হয়েছে: এর আগে ১২ জানুয়ারি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছিল যে দুর্বল আর্থিক অবস্থার কারণে হিরিউর আরবান কো-অপারেটিভ ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করা হচ্ছে।
advertisement
6/7
একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই বিষয়ে রিজার্ভ ব্যাঙ্ক বলে, ‘হিরিউর আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক চালু থাকাটা আমানতকারীদের স্বার্থের জন্য ক্ষতিকর। কারণ বর্তমান আর্থিক অবস্থায় ব্যাঙ্ক আমানতকারীদের পুরো টাকা মেটাতে পারবে না’।
advertisement
7/7
বছরের শুরুতেই চারটি ব্যাঙ্ককে জরিমানা করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া: এই বছরের জানুয়ারিতে আরবিআই যে ব্যাঙ্কগুলির উপর জরিমানা আরোপ করেছে সেগুলি হল হালোল আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক, মেহসানা জেলা পঞ্চায়েত এমপ্লয়িজ কো-অপারেটিভ ব্যাঙ্ক, নবসর্জন ইন্ডাস্ট্রিয়াল কো-অপারেটিভ ব্যাঙ্ক এবং স্তম্ভদ্রি কো-অপারেটিভ আরবান।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Paytm-র পর আরও চার ব্যাঙ্কের বিরুদ্ধে কড়া অ্যাকশন RBI-এর, গ্রাহকদের কী হবে?