৩ বছরের জেল ও ১০ হাজার টাকা জরিমানা হতে পারে, আপনার Aadhaar Card আসল না কি নকল জানুন এখনই
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
Aadhaar Card আসল না কি নকল, তা বাড়িতে বসেই পরীক্ষা করে দেখা যায়। এর জন্য কোনও আবেদনপত্র জমা দিতে হবে না। এমনকী সামনে আসবে না পরিচয়ও।
advertisement
1/6

আধার কার্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি। এটা ছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা যাবে না। মিলবে না কোনও সরকারি সুবিধাও। ফলে ভুয়ো বা জাল আধার কার্ডের সংখ্যাও দিনদিন বাড়ছে। এর জন্য কঠোর আইন এনেছে সরকার। জাল আধার কার্ড থাকলে বা ব্যবহার করলে ৩ বছরের জেল এবং ১০ হাজার টাকা জরিমানা হতে পারে।
advertisement
2/6
জাল আধার কার্ড চেনার পদ্ধতি: আধার কার্ড আসল না কি নকল, তা বাড়িতে বসেই পরীক্ষা করে দেখা যায়। এর জন্য কোনও আবেদনপত্র জমা দিতে হবে না। এমনকী সামনে আসবে না পরিচয়ও। UIDAI জাল আধার কার্ড শনাক্তকরণে কিছু সহজ পদক্ষেপের কথা জানিয়েছে, সেগুলো অনুসরণ করে যে কেউ আধারের সত্যতা পরীক্ষা করতে পারেন।
advertisement
3/6
-ধাপে ধাপে যাচাই করতে হবে আধারের সত্যতা: প্রথমে UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট www.uidai.gov.in-এ যেতে হবে।-এখানে রয়েছে “Aadhaar Service” নামের বিভাগে। সেখানে গিয়ে “Verify an Aadhaar No”-এ ক্লিক করতে হবে। -এরপর দিতে হবে আধার নম্বর। সঙ্গে লিখতে হবে ক্যাপচা কোড।
advertisement
4/6
-এখন "Proceed To Verify" অপশনে ক্লিক করতে হবে।-সঙ্গে সঙ্গে আধার কার্ডের নম্বর যাচাই করে তা বৈধ কি না জানিয়ে দেবে UIDAI।
advertisement
5/6
UIDAI-এর ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, যদি কেউ জাল আধার কার্ড ব্যবহার করতে গিয়ে ধরা পড়েন, তাহলে ৩ বছরের জেল এবং ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে। তাই আধার কার্ডের বৈধতা যাচাই করা খুব গুরুত্বপূর্ণ। শুধু নিজের নয়, পরিবারের সদস্যদের আধার কার্ডও যাচাই করা উচিত। এর ফলে শুধু জেল ও জরিমানার হাত থেকে বাঁচা যাবে তাই নয়, যে কোনও ধরনের আইনি ঝামেলা থেকেও দূরে রাখবে এই পদক্ষেপ।
advertisement
6/6
আধার কার্ডের গুরুত্ব বৃদ্ধির কারণেই এই বৈধতা নিশ্চিত করা আবশ্যিক হয়ে দাঁড়িয়েছে। দেরি করা ঠিক হবে না। যত তাড়াতাড়ু সম্ভব UIDAI-এর এই সহজ পদক্ষেপগুলি অনুসরণ করে নিজের এবং পরিবারের সদস্যদের আধার কার্ডের সত্যতা যাচাই করা উচিত। আধার কার্ড জাল হলে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
৩ বছরের জেল ও ১০ হাজার টাকা জরিমানা হতে পারে, আপনার Aadhaar Card আসল না কি নকল জানুন এখনই