ব্যবসায়িক ক্ষেত্রেও নিজের ক্যারিশমা দেখাচ্ছেন ধোনি! জানেন কত রকমের ব্যবসা আছে তাঁর?
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
বলে রাখা ভাল যে, একটা-দুটো নয়, বরং মোট আটটি ব্যবসার মালিক খোদ মহেন্দ্র সিং ধোনি।
advertisement
1/10

বাইশ গজে দাপটের সঙ্গে ব্যাট চালিয়ে বরাবরই নিজের ক্যারিশমা দেখিয়েছেন তিনি। এমনকী ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সফল অধিনায়কও মহেন্দ্র সিং ধোনি। ময়দানে তিনি মাহি বলেও জনপ্রিয়। তবে ক্রিকেটের পাশাপাশি ব্যবসায়িক ক্ষেত্রেও নিজের ছাপ রেখেছেন ধোনি।
advertisement
2/10
এটা হয়তো অনেকেই জানেন না। এত দিন তো তাঁর ক্রিকেট-ক্যারিশমা দেখেইছি, এবার ব্যবসায়ী ধোনিকে নতুন ভাবে চিনে নেওয়া যাক। বলে রাখা ভাল যে, একটা-দুটো নয়, বরং মোট আটটি ব্যবসার মালিক খোদ মহেন্দ্র সিং ধোনি।
advertisement
3/10
১. চলতি বছরের জানুয়ারি মাসে ধোনি এবং ড্রোন মার্কেট গারুদা এরোস্পেস একসঙ্গে মিলে একটি সারভাইলেন্স ড্রোন লঞ্চ করেছে। যার নাম দেওয়া হয়েছে ড্রোনি। আর দেশের প্রথম ড্রোন কোম্পানি গারুদা এরোস্পেসের হাত ধরেই ডুয়াল ডিজিসিএ অনুমোদন পেয়েছে।
advertisement
4/10
২. মহেন্দ্র সিং ধোনি আসলে হলেন একজন দারুণ বিনিয়োগকারী। আর ইতিমধ্যেই খাতাবুক নামে একটি ফিনটেক সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডরও হয়েছেন তিনি। দাপুটে এই ক্রিকেটারের বিশ্বাস, খুচরো ব্যবসায়ীরা যাতে ভাল ভাবে আর্থিক লেনদেন করতে পারেন, আর ব্যবসা চালাতে পারেন, তার জন্য সাহায্য করতে পারে এই খাতাবুক।
advertisement
5/10
৩. এমএস ধোনির বাইক-প্রেমের কথা তো সকলেরই জানা। তাঁর সংগ্রহে রয়েছে একাধিক তাবড় বাইক। সুপারবাইক ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ধোনির একটি দল রয়েছে। যার সম্পর্কে অনেকেই হয়তো জানেন না। আর ওই দলটির নাম ‘মাহি রেসিং টিম ইন্ডিয়া’।
advertisement
6/10
৪. এখানেই শেষ নয়, ২০২১ সালের এপ্রিল মাসে 7Ink Brews নামে একটি খাবার ও পানীয়ের সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ব্র্যান্ড Copter7-এর আওতায় তাদের নতুন কালেকশনে আবার দেখা গিয়েছে ধোনির কিংবদন্তী হেলিকপ্টার শট এবং জার্সি নম্বরের প্রতিফলন।
advertisement
7/10
৫. ২০১৯ সালে ধোনি CARS24-এর সঙ্গে অংশীদারিত্ব করেছেন। এই সংস্থাটি গাড়ি কেনা-বেচা করে থাকে। আর তিনি টেক-এনেবলড ব্যবহৃত গাড়ির ফার্মের ব্র্যান্ড অ্যাম্বাসাডরও বটে।
advertisement
8/10
৬. হোম ইন্টেরিয়র কোম্পানি HomeLane-এর ইক্যুইটি পার্টনার এবং ব্র্যান্ড অ্যাম্বাসাডর ধোনি। এই সংস্থাটি প্রাক্তন ভারতীয় অধিনায়কের সঙ্গে তিন বছরের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ করেছে।
advertisement
9/10
৭. ধোনি নিজের একটি লাইফস্টাইল ব্র্যান্ড লঞ্চ করেছেন। যার নাম SEVEN। এখানে মিলবে স্পোর্টস ইক্যুইপমেন্ট, ক্লোদিং এবং অ্যাকসেসরি প্রভৃতি। এই স্টার্টআপ প্রথম তিন মাসের মধ্যেই ২.৫ মিলিয়ন ডলার টার্ন ওভার অতিক্রম করেছে।
advertisement
10/10
৮. ফিটনেস ফ্রিকও বটে মহেন্দ্র সিং ধোনি। ফলে SportsFit এই ফিট খেলোয়াড়ের সঙ্গে অংশীদারিত্ব করেছে। সারা দেশে স্পোর্টস ফিট ওয়ার্ল্ডেরর আওতায় তাঁর মোট ২০০টি জিম রয়েছে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
ব্যবসায়িক ক্ষেত্রেও নিজের ক্যারিশমা দেখাচ্ছেন ধোনি! জানেন কত রকমের ব্যবসা আছে তাঁর?