TRENDING:

7th Pay Commission: তৃতীয়ায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের জয়জয়কার! বোনাসের পরে ৪% ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নরেন্দ্র মোদি সরকারের

Last Updated:
7th Pay Commission: তৃতীয়ায় মোদি সরকারের কর্মীদের বড় প্রাপ্তি, ডিএ বৃদ্ধির সঙ্গে সঙ্গে এরিয়ারও পাবেন সেপ্টেম্বরের বেতন থেকে
advertisement
1/11
তৃতীয়ায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের জয়জয়কার! বোনাসের পরে ৪% ডিএ বৃদ্ধি
কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সিলমোহর কেননা কেন্দ্রীয় সরকার কর্মীদের ৪ শতাংশ ডিএ বৃদ্ধিতে অনুমোদন দিল ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/11
এরফলে সরাসরি ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী ও ৬২ লক্ষ পেনশনভোগীদের জন্য বিরাট সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/11
বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৩৪ শতাংশ করে ডিএ বা মহার্ঘ ভাতা পাচ্ছেন ৷ এই সিদ্ধান্তের ফলে তাঁদের মহার্ঘ ভাতার পরিমাণ দাঁড়াল ৩৮ শতাংশ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/11
বৃদ্ধিপ্রাপ্ত মহার্ঘ ভাতা কার্যকর হচ্ছে পয়লা জুলাই ২০২২ থেকেই ৷ মার্চে এর আগে কেন্দ্র ডিএ বৃদ্ধি করেছিল তন কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৩১ শতাংশ করে ডিএ পেতেন সেই ডিএ তিন শতাংশ বৃদ্ধির পরে দাঁড়ায় ৩৪ শতাংশ ৷ প্রতীকী ছবি
advertisement
5/11
ফের এখন ৪ শতাংশ ডিএ বৃদ্ধিতে ৩৪ থেকে মোট ডিএ-এর পরিমাণ দাঁড়ালো ৩৮ শতাংশ ৷ কেন্দ্রীয় সরকারি কর্মীরা সেপ্টেম্বরের বেতনের সঙ্গেই বর্ধিত হারে ডিএ পাবেন এক সঙ্গে ২ মাসের বকেয়া বা এরিয়ারও পাবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/11
লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ নির্দিষ্ট হয় AICPI-IW (All India Consumer Price Index- Industrial Worker) এর সূচকের উপরেই ৷ জুনে সেই সূচক দাঁড়িয়েছিল ১২৯.২ পয়েন্টে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/11
এরফলেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের ৪ শতাংশ ডিএ বৃদ্ধির রাস্তা পরিষ্কার হয়ে গিয়েছিল ৷ এরফলে উৎসবের মরশুমে কেন্দ্রীয় সর্বাধিক বা সর্বনিম্ন ঠিক কতখানি বেতন বাড়ল একটু চোখ বুলিয়ে নিন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/11
যাঁদের বেসিক স্যালারি ন্যূনতম তাঁদের ক্ষেত্রে দেখে নেওয়া যাক ৷ বেসিক স্যালারি ১৮,০০০ টাকা, নতুন মহার্ঘ ভাতা (৩৮ শতাংশ) ৬,৮৪০ টাকা প্রতি মাসে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/11
বর্তমানে ৩৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা - ৬,১২০ টাকা প্রতি মাসে ৷ ফলে ৬,৮৪০-৬,১২০ মোট ৭২০ টাকা প্রতি মাসে বাড়ল টাকা ৷ এরফলে এই সমস্ত কর্মীরা বছরে পাবেন বাড়তি ৭২০X১২= ৮,৬৪০ টাকা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/11
যাঁদের বেসিক স্যালারি সর্বাধিক তাঁদের ক্ষেত্রে দেখে নেওয়া যাক ৷ বেসিক স্যালারি ৫৬,৯০০ টাকা, নতুন মহার্ঘ ভাতা (৩৮ শতাংশ) ২১,৬২২ টাকা প্রতি মাসে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/11
বর্তমানে ৩৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা - ১৯,৩৪৬ টাকা প্রতি মাসে ৷ ফলে ২১,৬২২-১৯,৩৪৬ মোট ২,২২০ টাকা প্রতি মাসে বাড়ল টাকা ৷ এরফলে এই সমস্ত কর্মীরা বছরে পাবেন বাড়তি ২,২২০X১২= ২৭,১২০ টাকা ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
7th Pay Commission: তৃতীয়ায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের জয়জয়কার! বোনাসের পরে ৪% ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নরেন্দ্র মোদি সরকারের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল