7th Pay Commission: Diwali-র আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য Narendra Modi সরকারের বিশাল উপহার, ফের বাড়ল DA-DR...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
7th Pay Commission: উৎসবের মরশুমে বিরাট সুখবর! মোটা টাকা আসছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পকেটে।
advertisement
1/6

দীপাবলির আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বিরাট সুখবর। ফের কেন্দ্রীয় সরকারি কর্মীদের তিন শতাংশ মহার্ঘ্য ভাতা (Dearness Allowance- DA) বাড়াল কেন্দ্রীয় সরকার ৷ চলতি বছরের ১ জুলাই থেকে তা পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৷ এর ফলে মোট ৪৭ লক্ষ কর্মী উপকৃত হবেন ৷ এছাড়া ৬৮ লাখ ৬২ হাজার পেনশনভোগীও লাভবান হবেন ৷
advertisement
2/6
আজই ক্যাবিনেটের বৈঠকের পর কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের ৩ শতাংশ ডিএ বৃদ্ধির সিদ্ধান্তের ঘোষণা করল অর্থমন্ত্রক (Ministry of Finance)। এর সুবিধা পাবেন কেন্দ্র সরকারের অবসরপ্রাপ্ত কর্মীরাও। এতদিন ডিএ ছিল বেতনের ২৮ শতাংশ। এবার তা মিলবে ৩১ শতাংশ।
advertisement
3/6
বাড়তি মহার্ঘভাতায় উপকৃত হবেন প্রায় ৪৭ লক্ষেরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মী এবং ৬৮ লক্ষ পেনশন প্রাপক। ট্যুইটে এই সুখবর জানিয়েছেন অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur)। উৎসবের মরশুমে কেন্দ্রের মোদি সরকারের এই পদক্ষেপে অত্যন্ত খুশি কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা।
advertisement
4/6
এর আগে করোনা পরিস্থিতিতে গত এক বছরে ডিএ বৃদ্ধি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। তবে করোনা সংকট কাটিয়ে ফের চাঙ্গা হচ্ছে কোষাগার। রাজস্ব আদায় বৃদ্ধি পেয়েছে। তাই বকেয়া ডিএ এবার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অর্থমন্ত্রক। বৃহস্পতিবার সকালে তাই বৈঠক করে সেই বকেয়া ডিএ দেওয়ার সিদ্ধান্তে সায় দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা। ঠিক হয়, ৩ শতাংশ হারে বাড়ছে ডিএ এবং ডিআর (DR)। এই ডিআর পেনশনভোগীদের জন্য।
advertisement
5/6
বৃহস্পতিবার সকালে তাই বৈঠক করে সেই বকেয়া ডিএ দেওয়ার সিদ্ধান্তে সায় দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা। ঠিক হয়, ৩ শতাংশ হারে বাড়ছে ডিএ এবং ডিআর (DR)। এই ডিআর পেনশনভোগীদের জন্য। প্রতীকী ছবি৷
advertisement
6/6
জানা গিয়েছে, এই বাড়তি ডিএ দিতে কেন্দ্রকে বছরে খরচ করতে হবে অতিরিক্ত ৯৪৮৮.৭০ কোটি টাকা। আর অবসরপ্রাপ্তদের ডিয়ারনেস রিলিফ বা DR-সহ মোট কেন্দ্রের বাজেট দাঁড়াচ্ছে ৩৪,৪০০ কোটি টাকা। কেন্দ্রের মোদি সরকারের এই সিদ্ধান্তে স্বভাবতই উচ্ছ্বসিত কেন্দ্রের কর্মীরা। দীপাবলির আগে বাড়তি মহার্ঘভাতা হাতে আসার খবরে স্বাগত জানিয়েছেন দেশের নরেন্দ্র মোদি সরকারের কর্মীরা।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
7th Pay Commission: Diwali-র আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য Narendra Modi সরকারের বিশাল উপহার, ফের বাড়ল DA-DR...